অজস্র শাপলা হাসতে থাকে খালবিলে
মনে হয় প্রকৃতি আনন্দে দুলে,
ছোট ছোট ছেলেমেয়েরা
শাপলা শালুক কুড়ায় ডুবে ডুবে।
আজ ভাষা নেই মন্তব্য করার। মনে হচ্ছে পুরো কবিতায় বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছেন। আপনার কবিতায় বাংলার রূপ বৈচিত্রের অংশ থেকে কিছুই বাদ পড়েনি। মনটা ভরে গেল আপু। প্রাণঢালা ভালোবাসা নেবেন।