You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা কবিতা "অপেক্ষায় কাটে দিন, কাটে রাত"
তবে কেন দূরে থাকো, কেন গুটিয়ে রাখো নিজেকে ?
ভালোবাসার ডালি সাজিয়ে রেখে বসে আছি ।
কখন আসবে কাছে ? কখন বলবে ভালোবাসি ?
এসো প্রিয়, ভালোবাসায় ভরিয়ে তোলো
এ শূন্য হৃদয় ।
আমার কাছে তো রয়েছে শুধু তোমার হৃদয়টাই,
সেটাই যদি যাও নিয়ে, তবে অর্থহীন আমার বেঁচে থাকাটাই ।
দাদা আজকের এই কবিতা পড়ে আমি কোনো মন্তব্য করতে পারছিনা। এই কবিতা আমার মন ছুঁয়ে গেছে। কি বলে প্রশংসা করবো সেই ভাষা আমার জানা নেই। ধন্যবাদ দাদা।