You are viewing a single comment's thread from:

RE: ছুটির দিনে মাছ বাজারে || আমার ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

সবজি বেশি পরিমানে খাওয়াটা আমাদের সকলের জন্যেই ভালো , তবে মাঝে মাঝে মাছ থাকবেই , ভাইয়া সত্যি কথা বলছেন মাছের বাজারের এমন অবস্থা থাকে মনে হয় পানির ঢল আসছে বা বৃস্টি হয়েছে , আর নানা রকমের মাছের গন্ধ তো আছেই সব মিলিয়েই বাজে অবস্থা , আর যখন ঢাকা থাকি তখন মাছ একদম বাজার থেকে কেটে নিয়ে আসা হয় , আর আমাদের গ্রামাঞ্চচলে সেটা চলে না , আর দেশি মাছের স্বাদই আলাদা , হা হা ভাইয়া আজকে তাহলে বলেই দিলেন কত টুকু খেতে পারেন আপনি। দুই প্লেট নিমিষে শেষ হয় তার মানে পরে আরো লাগে হা হা।

Sort:  
 3 years ago 

হুম, এটা সত্য। আসলে শহরের মেয়েরা তুলনামূলকভাবে একটু বেশী অলস। তাই বাজার হতে মাছ কুটে আনতে হয়। নইলে তো যে মাছ আনতে তাকেই মাছ ‍কুটতে হবে বাধ্য হয়ে, হে হে হে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60973.26
ETH 2366.47
USDT 1.00
SBD 2.58