You are viewing a single comment's thread from:
RE: বাবা-ছেলের খুনসুটি ||@shy-fox 10% beneficiary
হাহা, আপুর তো ভালো বুদ্ধি ,বেশি ডাকাডাকি না করে সুজা বাবুকে পাশে শুয়ে দেয়। আর আপনি ও চোখ মেলতেই বাবুকে দেখলেই ঘোম শেষ , আসলে ভাইয়া ,বুধহয় একেই বলে বাবা। যে কথা টা আপনি বলেছেন সেই কথা টা হাজার কিছুর থেকে ও দামি , আমি মনে করি , যারা মা বাবা হয় এক মাত্র তারায় বুঝতে পারে সন্তান তাদের কাছে কি স্বরূপ। অনেক অনেক ভালো লাগলো , বাবা ছেলে দুজন কে খুব সুন্দর লাগছে, আর বাবুর জন্যে মন থেকে দোয়া রইলো। আপনাদের জন্যে ও।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।