@Nixiee || ডেলিগেশন সার্ভিস প্রমোশন পোস্ট ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা ,

সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পোস্টটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট হতে যাচ্ছে। কেননা আজকের পোস্ট এর মাধ্যমে আমি @nixiee প্রজেক্ট এর যাবতীয় সব কিছু বুঝারনোর চেষ্টা করব। আপনারা অবশ্যই হয়তো @nixiee প্রজেক্ট এর বেপারে শুনেছেন। এই প্রজেক্টটি নিয়ে আমাদের মডারেটর ভাইয়ারাও পোস্ট করেছে। তবে আমি চাচ্ছিলাম আমিও এই প্রজেক্টটি নিয়ে আমার সকল মতামত গুলো প্রকাশ করি। আসলে @nixiee হচ্ছে একটি ডেলিগেশন প্রজেক্ট। অন্নান্য সব ডেলিগেশন প্রজেক্ট এর থেকে এই প্রজেক্টটি একটু আলাদা। আলাদা বলতে বুঝিয়েছি , আপনারা অন্যন্যা ডেলিগেশন প্রজেক্ট এর থেকে এই ডেলিগেশন প্রজেক্ট এ ডেলিগেশন করলে অনেক বাড়তি সুবিধা পাবেন। এবং আজ আমি সেই সুবিধা গুলো এবং ডেলিগেশন এর সম্পূর্ণ প্রসেসটি আপনাদের বুঝানোর চেষ্টা করব।

nixiee.png

ব্যানার- @alsarzilsiam ভাই

আপনারা অনেকেই হয়তো জানেন না এই প্রজেক্টটি আমাদের @bangla.witnes এবং @roadofrich উইটনেস এর সাথে যৌথভাবে চালু করা হয়েছে।প্রথমত এই প্রজেক্ট এ ডেলিগেশন করলে আপনারা কি কি বাড়তি সুবিধা গুলো পাবেন সেই গুলো নিয়ে একটু আলোচনা করা যাক।

সর্বাধিক রিওয়ার্ড

আমার কাছে এই প্রজেক্টটির সব থেকে বড় যে আকর্ষণীয় বিষয়টি লেগেছে সেটি হচ্ছে ডেলিগেশন এর থেকে প্রায় ২০x পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে। যেটা সত্যি অবিশ্বাস্যকর। যেমন ধরুন আপনি ১ লক্ষ্য SP ডেলিগেশন করেছেন এবং তার বিনিময়ে আপনি ২০ লক্ষ্য সমপরিমাণ ভোট পারবেন। এবং এই রিওয়ার্ড কিউরেশন এর মাধ্যমে পাওয়া প্রায় অসম্ভব।

লিকুইড রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন

ধরুন আপনি কোনো কারণে আজকে পোস্ট করতে পারলেন না তাতে কি আপনার ভোটটি মিস যাবে ? না , অবশ্যই না। এই প্রজেক্ট এ এমন সুবিধা রয়েছে যে আপনার কোনো একদিন অনাকাঙ্খিত ভাবে পোস্ট যদি মিসও যায় সেই ক্ষেত্রে আপনি আপনার রিওয়ার্ড গুলো লিকুইড রিওয়ার্ড এর মাধ্যমে পেয়ে যাবেন। যেটা কিনা সত্যিই আমাদের জন্য অনেক উপকারী।

নিশ্চিত আপভোট

অনেক ডেলিগেটেও প্রজেক্ট আছে যে গুলো কিনা মাঝে মধ্যেই আমাদের পোস্ট এর ভোট মিস করে দেয়। যদিও সব গুলো না , হাতে গুনা কয়েকটা এমন করে। তবে @nixiee প্রজেক্ট এর ক্ষেত্রে এমন কোনো ভয় নেই। কেননা এটার সার্ভিস ২৪/৭ চালু থাকে , সো সেই ক্ষেত্রে ভোট মিস হওয়ার কোনো প্রশ্নই আসে না।

তাদের নিজস্ব ওয়েবসাইট

এই জিনিসটি আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছে যে তাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। এবং সেখান থেকেই আমরা যাবতীয় সব ধরণের কাজ করে নিতে পারবো। যেমন ডেলিগেশন করা , ডেলিগেশন হিস্ট্রি চেক করা ইত্যাদি। এবং তাদের ওয়েবসাইট এড্রেস টি হচ্ছে : https://nixiee.blokfield.io/

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovrnZGLbZmmSEigGv6pRjzBxUUHks2TkVmWGTvxuFYi8KN51ttwbkbLvEMD2ShGAWphrDLNNwmxsiW3vSsvaj5DW6.png

ব্যানার- @hafizullah ভাই


@nixiee এর ওয়েবসাইট এ গিয়ে প্রথমত আপনার কাজ হচ্ছে সেখানে লগইন করা। আপনারা যদি ওয়েবসাইট এর একদম ডান পাশের কর্নার এ লক্ষ্য করেন তাহলে লগইন অপশনটি খুঁজে পেয়ে যাবেন। এবং সেখানে আপনার ইউজারনেম দিয়ে এবং কী ব্যবহার করে লগইন করে নিবেন।

সেখানে আরো একটি বিষয় রয়েছে যে @nixiee এর ভোটিং ভ্যালু এবং এর পাওয়ার। যেটি কিনা সত্যিই আমাদের জন্য অনেক সুবিধার। তবে এই ওয়েবসাইটে লগইন করার জন্য আপনার ফোনে অবশ্যই কীচেইন ডাউনলোড করা থাকতে হবে। অন্যথায় আপনি লগইন করতে পারবেন না।

image.png


আপনি যদি এই প্রজেক্ট এ ডেলিগেশন করতে চান তাহলে আপনি সরাসরি এই ওয়েবসাইট থেকেও ডেলিগেশন করতে পারবেন। লগইন অপশন এর পাশেই ডেলিগেশনের অপশন রয়েছে। এবং আপনি সেখানে এমাউন্ট বসিয়েও ডেলিগেশন প্রসেস কমপ্লিট করতে পারেন।

ড্যাশবোর্ডে মূলত কাকে কাকে ভোট দেয়া হয়েছে এবং কাকে কাকে লিকুইড রিওয়ার্ড দেয়া হয়েছে সেটার তথ্য শো করে। তেমন কোনো কাজ নেই আমাদের এই ড্যাশবোর্ডে। আমরা যদি বাম পাশের চারটা অপশন এর দিকে নজর দেই তাহলে ড্যাশবোর্ড এর নিচে আমরা your history নামে একটি অপশন পাবো। মূলত সেটার কাজ হচ্ছে আমার ব্যক্তিগত সকল ডেলিগেশন এবং ভোট পাওয়ার হিসাব।

image.png


পরবর্তী অপশনটি আমাদের মতো ডেলিগেটরদের জন্য অনেক উপকারী। যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ক্যালকুলেটর অপশন। ঐটার কাজ মূলত SP এর পরিমান থেকে ভোটের পরিমান যাচাই করা। ধরুন আপনি জানতে চাইছেন আপনি ১০০০০ SP ডেলিগেশন করলে কত $ এর ভোট পাবেন। তাহলে সেই অপশনটি আপনারই জন্য।

image.png


একদম শেষের অপশনটা হচ্ছে এক কথায় ডেলিগেটরদের লিস্ট। কে ডেলিগেশন করেছে এই প্রজেক্টে এবং তাদের ডেলিগেশন এর পরিমান কতটুকু সেটাই মূলত এই অপশনটির কাজ।

@Nixiee প্রজেক্ট চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে বড় বড় ইনভেস্টরদের দৃষ্টি আকর্ষণ বাড়ানো। যাতে করে ভবিষ্যতে আমাদের স্টিমিট এর মঙ্গল হয় । এছাড়াও আমাদের মতো সাধারণ উজাররা এই প্রজেক্ট থেকে অনেক বেশি লাভবান হতে পারেন। বিশেষ করে তাদের লিকুইড রিওয়ার্ড এর সুবিধাটি আমার কাছে ব্যাক্তিগত ভাবে দারুন লেগেছে। এবং আমরা আশাবাদী যে আমরা এইসব সুবিধা প্রদানের মাধ্যমে ইনভেস্টরদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবো।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

1.png

Sort:  
 2 years ago 

হুম সবকিছু ঠিকই বলেছেন এই প্রযেক্ট টি আসলে আমাদের সাধারণ ইউজারদের বা ইনভেস্টার এর জন্য অনেকটাই উপকারীল.
৷ যদিও এর আগে রূপক ভাই সুন্দর ভালোভাবে বুঝিয়ে উপস্থাপনা করছিল ৷ আজকে আপনিও বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছেন কথাগুলো লিখেছেন৷ আশা করছি এই প্রজেক্টটি আরো অনেক দূর এগিয়ে যাবে ৷ এবং কি ইনফেস্টের সংখ্যা অনেকটাই বাড়বে ৷

যদিও এই প্রজেক্ট এর ব্যাপারে দাদা নিজে এবং অন্যান্য এডমিন মডারেটর ভাইরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন বা গুছিয়ে বলেছেন। তারপরও আপনার পোস্ট পড়ে যতটা গ্যাপ ছিল সেটা পূরণ হয়ে গেল। আশা করা যায় আমাদের মত নরমাল ইউজারদের জন্য এটা বেশ কার্যকরী ভূমিকা পালন করবে।

 2 years ago 

আসলে @nixiee সম্পর্কে রুপক ভাই ও সিয়াম ভাইয়ের পোস্ট পড়েছিলাম।এবার আপনারটাও পড়া হলো।খুবই সুন্দর ও সাবলীলভাবে @nixiee সম্পর্কে বর্ণনা করেছেন।যা সকলেই বুঝতে পারবে।অসংখ্য ধন্যবাদ আপু, @nixiee সম্পর্কে এত সুন্দরভাবে বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

@nixiee এর ব্যাপারে এর আগেও কয়েকটি পোস্ট পড়েছিলাম এবং দাদার মুখ থেকে শুনেছিলাম। তাই নিঃসন্দেহে বলতে পারি ইউজারদের জন্য এটি অবশ্যই একটি লাভজনক প্রজেক্ট। আমাদের সবার উচিত অলস স্টিম ওয়ালেটে ফেলে না রেখে এই প্রজেক্টে ডেলিগেশন করা। খুব শীঘ্রই এই প্রজেক্টে আমিও ডেলিগেশন করবো ইনশাআল্লাহ। এত সুন্দর ভাবে গুছিয়ে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

যারা ইনভেস্ট করতে পছন্দ করে এবং যারা ডেলিগেশনের বিনিময়ে ভোট পেতে চায় তাদের জন্য @Nixiee অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এটা জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপু আমরা বেশ কিছুদিন আগে @nixiee প্রজেক্ট সম্পর্কে দাদার কাছ থেকে জানতে পারি। আসলে এই প্রজেক্টের সবথেকে ভালো দিক হচ্ছে আমরা যে পরিমাণ এসপি টেলিভিশন করব তার থেকে ২০ গুন পরিমাণ এসপি ভোট দিবে। আপনার পোস্ট থেকে জানতে পারলাম আমরা যদি একদিন পোস্ট করতে মিস করি তাও লিকুইড স্টিম এর মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে। সব থেকে এই বিষয়টি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পোস্টের মাধ্যমে @Nixiee সম্পর্কে জেনে ভালো লাগলো। যারা বিনিয়োগের মাধ্যমে ভোট পেতে চায় তাদের জন্য এটি উত্তম পন্থা। @Nixiee অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এটা জেনে খুবই ভালো লাগলো। এতো সুন্দর ভাবে @Nixiee সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ।সবারই উচিত নিজের পাওয়ার কাজে লাগিয়ে রেওয়ার্ড অর্জন করা। যেটা সবাই করে চলেছে আমিও চেষ্টা করব।

 2 years ago 

@Nixiee নিয়ে কমিউনিটিতে কিছু কিছু পোস্ট পড়া হয়েছে। যার কারনে আমি কিছু এসপি এখানে ডেলিগেশন করেছি। আপু এবার আপনার পোস্টটি পড়ে @Nixiee সর্ম্পকে আরও বিস্তারিত ভাবে জানতে পেরে সত্যিই বেশ ভাল লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর করে বুঝিয়ে একটি পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91358.60
ETH 3091.62
USDT 1.00
SBD 3.16