"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩২ !! এসো নিজে করি - কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink_and_Purple_Welcome_to_My_Channel_YouTube_Intro_Video.png

ব্যানার ক্রেডিট @alsarzilsiam

হ্যালো বন্ধুরা......

সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো আমার বাংলা ব্লগের ৩২ তম প্রতিযোগিতার বিষয় ও সংশ্লিষ্ট নিয়মাবলী পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই পর্যন্ত বেশ কিছু DIY প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কিন্তু নির্দিষ্ট করে কার্ড বোর্ড দিয়ে এই প্রথম বারের মতো DIY প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি নিজেও DIY প্রজেক্ট নিয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করি। একটা সময় অনেক বেশি DIY প্রজেক্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা নিজেদের নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর DIY প্রজেক্ট আমাদের মাঝে উপস্থাপন করে থাকন। আজকে এই প্রতিযোগিতার মাধ্যমে আপনারা নিজের নিজস্ব আইডিয়াকে কাজে লাগিয়ে নতুন ভাবে নতুন কিছু তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করবেন সেই প্রত্যাশা করছি।

আপনারা সকলেই চেষ্টা করবেন এই প্রতিযোগিতার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন ও ইউনিক ভাবে কার্ড বোর্ড ব্যবহার করে এমন কিছু তৈরি করার যাতে করে আমার বাংলা ব্লগের প্রতি আপনাদের ভালোবাসা ও নিজস্ব প্রতিভার প্রকাশ ঘটে। এখানে কার্ড বোর্ড বলতে বুঝানো হয়েছে কাটুনের মোটা কাগজ গুলোকে। দেরি না করে এখন থেকেই আপনি আপনার নিজের মতো করে আপনার পছন্দের DIY প্রজেক্টটি তৈরি করা শুরু করে দিন। আশা করি প্রত্যেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন । শুভকামনা রইল আপনাদের সকলের জন্য।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা পোস্টের লেখা কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট প্রটেক্টেড কোন ছবি ব্যবহার করা যাবে না।
  • পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ০৮ এ মার্চ , ২০২৩ রাত ১২ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-32, #diy-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
    2.png

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ২৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ১৮ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১০ স্টিম

2.png

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokMOD Community Moderator 🇧🇩
@kingporosMOD Community Moderator 🇮🇳
@alsarzilsiamMOD Community Moderator 🇧🇩
@tangeraMOD Community Moderator 🇧🇩
@ayrinbdMOD Community Moderator 🇧🇩


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৯ মার্চ, ২০২৩ ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আশা করছি সবাই এই চমৎকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং নিজেদের ক্রিটিভিটি কে কাজে লাগিয়ে নতুন নতুন এবং চমৎকার DIY প্রজেক্ট গুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। সবার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এরকম প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করতে আমার খুব ভালো লাগে। এবারের প্রতিযোগিতায় কার্ডবোর্ড দিয়ে তৈরি বিভিন্ন ডাইগুলো দেখার জন্য অপেক্ষায় রইলাম। মনে হচ্ছে এবারের প্রতিযোগিতা অসাধারণ অসাধারণ কিছু diy দেখতে পারব। এগুলো দেখে আমরা কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন সৃজনশীল কাজ শিখতে পারবো। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 2 years ago 

DIY প্রজেক্ট তৈরি করতে অনেক ভালো লাগে। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আরো বেশি ভালো লাগে। চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করছি সবাই নিজের প্রতিবাদ তুলে ধরবে এবং দারুন দারুন পোস্ট শেয়ার করবে। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন দেখে সত্যি অনেক ভালো লাগলো।

 2 years ago 

এবারও দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আপু। আমার বাংলা ব্লগে এমনিতে অনেকেই বিভিন্ন রকম কার্ডবোর্ড দিয়ে অনেক ডাই প্রজেক্ট করে থাকে। কিন্তু এই কার্ডবোর্ড দিয়ে ডাই প্রজেক্ট এর প্রতিযোগিতা আসবে এটা কখনো ভাবিনি। যাই হোক প্রতিবারের মতো চেষ্টা করব ভিন্নভাবে ভিন্ন কিছু উপস্থাপন করার জন্য।

 2 years ago 

কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা-সত্যি একটি অতি চমৎকার প্রতিযোগিতার আয়োজন করেছেন। অবশ্যই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। সাথে আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারগন এই অসাধারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করবে। অতি চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই চমৎকার একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন আপু। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু পোস্ট দেখতে সক্ষম হব। আশা করি আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

 2 years ago 

আমি সবসময় প্রত্যেকটা কাজ নিজের হাতে করার চেষ্টা করি। বিশেষ করে DIY প্রজেক্ট গুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে । বিশেষ করে এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে। নিশ্চয়ই সবার কাছ থেকে এবারেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো। আমি নিজেও কিছু উপস্থাপন করার চেষ্টা করব।

 2 years ago 

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন । ডাই প্রজেক্ট কমবেশি অনেকেই করে থাকে কিন্তু এবারের ডাই প্রজেক্টটি একটু ব্যতিক্রম। আশা করছি সবাই সবার প্রতিভা তুলে ধরবে আমিও চেষ্টা করব আমার প্রতিভা কে তুলে ধরার।

 2 years ago 
আমাদের মাঝে আবার ও চলে এলো আমার বাংলা ব্লগ এর -৩২ তম প্রতিযোগিতার আসর।এবারও এই প্রতিযোগিতায় একেকজনের সেরা কিছু ক্রিয়েটিভিটি দেখতে পারবো।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার একটি নতুন প্রতিযোগিতার আবারও আয়োজন করার জন্য।
 2 years ago 

প্রথমে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের মাঝে আয়োজন করার জন্য। আশা করি এই প্রতিযোগিতায় সকল বাংলা ব্লগার অংশগ্রহণ করবে। এবং সেই সাথে আমিও চেষ্টা করব এই কনটেস্টে অংশগ্রহণ করে জয়ী হওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23