নিউ মেম্বারদের কি ভাবে স্টিমিট লিংকআপ করতে হবে !! আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল

in আমার বাংলা ব্লগ2 years ago

9.jpg

স্টিমিট ব্লকচেইন এমন একটি ফ্লাটফর্ম যেখানে আপনি আপনার নিজের সকল রকম দক্ষতাকে নিজের মতো করে সকলের সামনে তুলে ধরতে পারেন। নিজের দক্ষতা, নিজের আগ্রহ, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারেন। আমরা নিজে থেকে যাই পারিনা কেন তাই নিজের কাছে অনেক কিছু। নিজেকে কখনো ছোট করে ভাববেন না ও তুচ্ছ মনে করবেন না। আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে করা যেকোনো কাজ হয়তো সকলের কাছে পছন্দ হয়ে যেতেও পারে। তাই নিজের যোগ্যতা দিয়ে নিজের মতো করে আপনি আপনার দক্ষতাকে আমাদের মাঝে তুলে ধরুন আমার বাংলা ব্লগ এর মাধ্যমে ও নতুন ভাবে নিজেকে সাজিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন।

যারা নতুন অবস্থায় কারো রেফার হয়ে আমার বাংলা ব্লগে যুক্ত হয় তখন তাদের বেশ কিছু কাজ থাকে। যেমন প্রথম অবস্থাতেই নিয়ম মেনে ইন্ট্রো পোস্ট করতে হয় এরপর গাইডলাইন পাওয়ার পর ডিসকোর্ডে যুক্ত হতে হয়। ডিসকর্ডে যুক্ত হওয়ার পর প্রথমেই তাদের লিংক আপ করতে হয় আর এই কাজটা অনেকের কাছে বেশ কঠিন একটি কাজ বলে মনে হয়। আসলে প্রতিটি বিষয় খুব সহজ থাকে তবে যদি সেটা জানা থাকে। আর অজানা থাকলে এই সহজ কাজটিও অনেকের কাছে বেশ কঠিন বলে মনে হয়ে থাকে।

আজকে এই কঠিন বিষয়টিকে আরো সহজ ভাবে বুঝানোর জন্য স্ক্রিনশট দেখিয়ে এই পোস্টটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। যাতে করে খুব সহজেই এই পোস্ট দেখে স্টিমিট লিংক আপ করে নিতে পারেন।

ধাপ-১

প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ডিসকোর্ড apps ইনস্টল করে লিংকের মাধ্যমে আমার বাংলা ব্লগ ডিসকোর্ড সার্ভারে যুক্ত হতে হবে। এটি হলো আমার বাংলা ব্লগের ডিসকোর্ড সার্ভার এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে।
সেখানে প্রবেশ করার পর #newbie-chat এই নামে একটি চ্যানেল খোলা পাবেন সেখানে আপনাদের সকল রকম সমস্যার কথা শেয়ার করতে পারেন। কমিউনিটির মডারেটরগণ উত্তর দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। আর এই চ্যানেলটি শুধুই নিউ মেম্বারদের জন্য।

010.png

ধাপ-২

আমার বাংলা ব্লগ ডিসকোর্ড সার্ভারে প্রবেশ করার পর একটু নিচের দিকেই #steemit-discord-linkup নামে একটি চ্যানেল পাবেন সেখানে ক্লিক করবেন।

11.png

ধাপ-৩

#steemit-discord-linkup চ্যানেলে প্রবেশ করার পর ঠিক এই ভাবে ডিসকোর্ড আইডি ও স্টিমিট আইডি লিখবেন।

12.png

ধাপ-৪

এবং সেখানে সঠিক ভাবে আপনার ডিসকোর্ড আইডিটি লিখবেন ও সঠিক ভাবে আপনার স্টিমিট আইডির নামটি লিখবেন।

10.png

ঠিক এভাবেই আপনি আপনার লিংক আপ কাজটি খুব সহজেই করে নিতে পারেন। এরপর আপনার এই লিংক আপ এর মাধ্যমে আমরা আমাদের কাজ গুলো করে নিতে পারবো খুব সহজেই।

এরপরও কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা কোন প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে #newbie-chat এই চ্যানেলে আমাকে ম্যানশন করে প্রশ্ন করতে পারেন যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

1.png

Sort:  
 2 years ago 

নিউ মেম্বারদের জন্য অনেক অনেক উপকারে একটি পোস্ট করেছেন আপনি। যারা আমার বাংলা ব্লগ কমিউনিটির নতুন মেম্বার তাদের উচিত এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে কাজে মনোযোগী হওয়া। সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অবশ্যই যারা নিউ মেম্বার আছে তাদের জন্য এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। কাউকে রেফার করতে গেলে এই পোস্ট কপি করে তাকে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া যাবে। আমি নিজেও এই পোস্ট রিস্টিম করে রাখছি। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

হা ভাইয়া আপনাদের রেফার করা মেম্বারকে এখন লিংক আপ করাতে আর সমস্যায় পড়তে হবে না।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ,এ ধরণের একটি প্রয়োজনী পোস্ট দেয়ার জন্য।আমি আপনার পোস্টটি রিস্টিম করে রাখছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য জন্য।

নতুন মেম্বারদের জন্য খুবই উপকারী একটি পোস্ট করেছেন। নিউ মেম্বারদের এই ডিসকর্ডে লিংক আপ সব সময় সমস্যা হয়। এখন থেকে আপনার এই পোস্ট দেখে, সহজেই ডিসকর্ডে লিংকআপ হতে পারবে। ধন্যবাদ আপনার সুন্দর গাইড লাইনের জন্য।

 2 years ago 

হা ভাইয়া সেই প্রত্যাশা করছি।

 2 years ago 

নতুনদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেটা দ্বারা অনেকে উপকৃত হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যর জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ এ যারা নতুন মেম্বার আসে। তারা অনেকেই বুঝতে পারে না।যে কিভাবে কি করতে হবে।এই পোস্টে মাধ্যমে তারা সুন্দর ভাবে বুঝতে পারবে বলে মনে করি।

 2 years ago 

হা তবে যারা সত্যিই বুঝেনা তাদের এই পোস্টের মাধ্যমে ও বুঝানো সম্ভব না।

 2 years ago 

আপু নতুনদের জন্য বেশ উপকারী পোস্ট। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

নিউ মেম্বারসহ আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী এই পোস্ট। স্টিমিটে লিংকআপ করার সম্পূর্ণ পদ্ধতি আপনি অত্যন্ত চমৎকার করে এই পোস্টে উল্লেখ করেছেন। এখন সকলের জন্য লিংকআপ করা অনেক সহজ হয়ে যাবে। সবগুলো বিষয়ে একসঙ্গে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যথার্থ মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে।

নিউ মেম্বারদের জন্য খুব সুন্দর একটি উপকারী পোস্ট আপু।এই পোস্ট পড়ে খুব সহজে নিউ মেম্বারদের লিংক আপ করে সহযোগিতা করতে পারবে।আমাদের জন্য ও বেশ উপকার হলো ভুলে গেলে এখান থেকে শিখে নিতে পারবো।ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি কাজ ছিলো এটি আপু ৷ সত্যিই নতুন মেম্বারদের স্টিম লিংকআপ একটি দারুণ সমস্যা ৷বিভিন্ন ভাবে বোঝার পরও অনেক বুঝে না এবিষয়টি ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 2 years ago 

আশা করছি এই পোষ্টের মাধ্যমে এবার তাদের সমস্যার সমাধান হবে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104060.88
ETH 3871.70
SBD 3.28