আত্মীয়তা।

in আমার বাংলা ব্লগ6 days ago

image.png

image source

বর্তমানে আমাদের মধ্যে এমন ভাবে স্বার্থপরতা বিরাজ করছে সেখানে আমাদের একে অপরের সাথে আত্মীয়তা রক্ষা করা খুবই কঠিন। সচরাচরই দেখা যাচ্ছে ভাই ভাই ঝগড়া ,ভাই বোন ঝগড়া তাও আবার সম্পত্তিকে কেন্দ্র করে। শুধু ভাই ভাই বা ভাই বোন না , তারা এতটাই নিষ্ঠুর যে নিজের বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করতেও দ্বিধাবোধ করে না। এখন ভেবেই দেখুন আমাদের সমাজ কতটা অন্ধ। চোখ থাকা সত্ত্বেও তারা এখন অন্ধ হয়ে গিয়েছে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা তারা মোটেও বুঝতে পারছে না। শুধু মাত্র নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে তারা সকল কিছুকে মিথ্যে মনে করছে।

আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কোনোদিনও জান্নাতের প্রবেশ করতে পারবে না। পিতা মাতার কথা বাদ দিয়ে আমরা স্বাভাবিক ভাবে যে আত্মীয়তা রয়েছে সেটা নিয়ে যদি কথা তাহলে কথার শেষ হবে না। আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহও কোনোদিন পছন্দ করে না। আর তাছাড়া যে কিনা শুধু মাত্র নিজের স্বার্থ হাসিল করার উদ্দেশ্য নিয়ে কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের তো ক্ষমাই নেই। কেননা আল্লাহ তায়ালা আমাদের বলেছেন সকলের সাথে সুন্দর ভাবে সুশীল সম্পর্ক বজায় রাখতে। এতে করে মানুষ হিসেবে একে অপরের সাথে সুন্দর সম্পর্ক বজায় থাকে।

আজকে শুনলাম আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে তাহলে আল্লাহ তায়ালা তাদের রিজিক ৪০ দিন আগের থেকেই লিখে রাখে। তো সেখানে আমাদের মেহমান আসলে মন খারাপ করার কোনো কথাই আসে না। আর তাছাড়া মেহমান আসলে এমনিতেও আল্লাহ তায়ালা সেই ঘরে তার রহমত বর্ষণ করে দেন। তাহলে এখন আমরা যদি মন খারাপ করে বসি তাদের আপ্পায়ন করার ভয়ে তাহলে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। মানুষ হিসেবে একে অপরকে যদি আমরা ভালোই না বাসতে পারি তাহলে আমাদের মধ্যে মনুষত্ব রইলো কই। আর মনুষত্বই হচ্ছে মানুষ হিসেবে আমাদের বড় পরিচয়।

তাই আমাদের সব সময় একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। যাতে করে আমাদের মধ্যে যে মনুষত্ব আছে সেটাকে সবার সামনে তুলে ধরার। আর এমনিতেও যদি আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি তাহলে আল্লাহ তায়ালা আমাদের উপর অনেক খুশি হবেন। আজ এই পর্যন্তই , আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট টি ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি আমার পোস্টিটি পড়ার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 6 days ago 

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মোটেই উচিত না। এতে করে আল্লাহ তায়ালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। তবে বর্তমানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা খুবই কঠিন। কারণ বেশিরভাগ মানুষ প্রচন্ড স্বার্থপর হয়ে গিয়েছে। তবুও সবার উচিত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

আপু আপনি আত্মীয়তা নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করলেন।এটা খুব সত্যি কথা যে বা যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করেন,তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না।ঘরে মেহমান এলে তাই মন খারাপ করা ঠিক নয়।আল্লাহ প্রতিটি জীবের রিজিক আগে থেকেই নির্ধারন করে রাখেন।তাই আত্মীয়তা সম্পর্ক আমরা নষ্ট না করে তাদের হক আদায় করবো।এতেই মঙ্গল নিহিত।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60870.17
ETH 3385.85
USDT 1.00
SBD 2.57