অহংকার।

in আমার বাংলা ব্লগ7 days ago

image.png

image source

বর্তমানে এমন সময় এসেছে যেখানে প্রতিটা মানুষ তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। একে অপরের প্রতি যে আমাদের একটা দায়িত্ব আছে মানুষ হিসেবে সেটাকে আমরা ভুলেই গেছি। তাছাড়া হিংসা বিদ্বেষ এইগুলো তো লেগেই আছে আমাদের মধ্যে। অর্থ আর বৃত্তের প্ররোচনায় আমরা অন্ধের মতো করে দৌড়াচ্ছি। দৌড়াচ্ছি নিজের স্বার্থের পিছনে। এইগুলা আমাদের মধ্যে সামিয়িক সুখ দিলেও আসল সুখ কিন্তু একে অপরকে ভালোবাসার মাঝেই লুকিয়ে থাকে। যদিও আমার ব্যাপারটাকে উপলব্ধি করতে পারি না। কেননা যদি উপলব্ধি করতে পারতাম তাহলে আমরা অবশ্যই একে অপরকে সাহায্যের জন্য এগিয়ে আসতাম।

মানুষ হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে একে অপরকে ভালোবাসা , একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। যাতে সকল মানুষ সুখে শান্তিতে সুন্দর ভাবে বসবাস করতে পারি। সব মিলিয়ে আমরা হয়তো নিজেদের স্বার্থকে হাসিল করার চেষ্টা করি কিন্তু সব শেষে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আমাদের জন্য কোনো একজন খুশি হয়। তা না হলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা গরিবদের সাহায্য করে থাকে তারা কোনোদিনও সাহায্য করতো না। সবাই হয়তো সেই সুখ উপলব্ধি করতে পারবে না , যারা কেবল সেই সুখকে উপলব্ধি করতে পেরেছে তারাই একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় |

সমাজের অনেক মানুষ আছে যারা কিনা একে অপরকে হিংসা করে। অন্যের ভালো কেউ দেখতে পারে না , আবার অনেকেই আছে যারা কিনা তাদের নিজেদের নিয়ে অহংকার করে। এটা খুবই দুঃখজনক। আল্লাহ সবাইকে একই ভাবে তৈরী করেনি।এটা আমাদের বুঝতে হবে। সেইহিসেবে কেউ ধনী তো কেউ আবার গরিব ,এবং এটা একদম স্বাভাবিক। তো কাউকে হিংসা করা বা কাউকে অহংকার করার কোনো প্রশ্নই আসে না আমাদের। আমাদের উচিত যারা গরিব তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আর যারা যারা ধনী তাদের থেকে অনুপ্রেরণা নেয়া। যাতে করে আপনিও তাদের মতো একদিন প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারেন।

তাই আমরা চেষ্টা করবো সব সময় যাতে করে সমাজে সুন্দর ভাবে সকলের সাথে মিলে মিশে থাকতে পারি। সকলে আমরা সমান না , এই যে কথাটা আমাদের মানতেই হবে। তাই আমরা সব সময় চেষ্টা করবো সকল হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সকলের সাথে ভালো ভাবে চলতে। কেননা এটাই একমাত্র পন্থা মৃত্যুর পরও মানুষের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকার।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 7 days ago 

একটি কথা তো এমনি এমনি আসেনি হিংসা পতনের মূল এই হিংসার মাধ্যমেই মানুষ ধ্বংস হয়ে যায় এবং সব শেষ করে দেয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি অহংকারের মাধ্যমেই হিংসার প্রতিফলিত হয়। আপনি অনেক চমৎকারভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন আপু।

 7 days ago 

অহংকার খুব খারাপ জিনিস এবং অহংকার মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। কিন্তু তবুও প্রায় প্রতিটি সমাজের কিছু কিছু মানুষ প্রচুর অহংকার করে অর্থ সম্পদ নিয়ে। এমনকি তারা গরীবদেরকে সাহায্য সহযোগিতা পর্যন্ত করে না। এতে করে আল্লাহ তায়ালা তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। আসলে আল্লাহ তায়ালা আমাদেরকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আসলে আপু আমাদের সমাজে যারা গরীব তাদেরকে অবহেলা করা হয় তাদেরকে আর্থিকভাবে সাহায্য না করে তাদের নিয়ে হাসি ঠাট্টা করা হয়। মানুষের মন-মানসিকতার পরিবর্তন হওয়া উচিত অহংকার ভুলে দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত।

 6 days ago 

অহংকার হলো পতনের মূল। অহংকারকারীকে কেউ পছন্দ করে না। সমাজে এমন অহংকারকারীরা একটি বেধাবেদ সৃষ্টি করে। আপনি বেশ সুন্দর করে অহংকার শব্দটিকে আমাদের মাঝে বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60946.76
ETH 3395.14
USDT 1.00
SBD 2.57