সরলতা।

in আমার বাংলা ব্লগ4 days ago

image.png

image source

বর্তমান যুগে একজন আরেকজনের ক্ষতি ছাড়া ভালোটা খুব কমই চায়। বর্তমানে মানুষের মধ্যে যে পরিমানে হিংসা জন্ম নিয়েছে সেটা বলার বাহিরে। এখন আপনি যদি আপনার জীবনে ভালো কিছু করার সিদ্ধান্ত নেন তাহলে মানুষ আপনাকে নানান রকম কথা শুনাবে। আর তাছাড়া আপনি যদি আপনার জীবনের সফলতা অর্জন করতে শুরু করেন তাহলে মানুষ নানান রকম উপায় খুঁজবে আপনাকে টেনে নিচে নামানোর। মানুষ হিসেবে একে অপরের সাথে এমন ব্যবহার করাটা মোটেও শোভা পায়না আমাদের। আমি মনে করি আমাদের সকলের একটা সরল এবং সুন্দর মন হওয়া উচিত। যাতে করে সকলের সাথে সকলের একটা ভাতৃত্ববোধ থাকবে।

বর্তমানে সরল মনের মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার । তবে যারা আছে তারা একদম আদর্শবান ব্যক্তি। তাদের মধ্যে মনুষত্ব বোধ কাজ করে। তারা মনুষত্বের সঠিক বহিঃপ্রকাশ ঘটায়। এবং তারাই হচ্ছে প্রকৃত শিক্ষত। আসলে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তোলা। তার জীবনের সকল সিদ্ধান্ত গুলোকে যাতে সে সুন্দর ভাবে ভেবে চিনতে নিতে পারে এবং একজন মানুষ হয়ে মানুষের সাথে কেমন আচরণ করা উচিত , কোনটা খারাপ কোনটা ভালো এইসব শিক্ষা আমরা পেয়ে থাকি। তাহলে আমরা তো তাদেরকেই প্রকৃত শিক্ষিত বলবো যারা কিনা সেই শিক্ষার গুনগুলোর বহিঃপ্রকাশ ঘটায়।

কিন্তু একদল মানুষ আছে যারা সব সময় মানুষের খারাপ কামনা করে এবং হিংসা , অহংকার এইসব কিছু নিজেদের মনের মধ্যে পুষতে থাকে। আসলে তাদের মধ্যে কোনো বোঝ নেই , তারা ভালো খারাপ এর মধ্যে পার্থক্যটাই বুঝতে পারে না। তারা নিজেদের স্বার্থ হাসিলে অন্ধ। কিন্তু তারা এটা জানেনা যে যারা অন্যের ভালো কামনা করে , নিজের মনের মধ্যে হিংসা অহংকার এইসব কিছু পোষণ করে না তাদেরকে আল্লাহ খুবই ভালোবাসেন । আর তাছাড়া সমাজের কাছে সম্মান এরও তো শেষ নেই। এমনকি মৃত্যুর পরও সকলে তাদের মনে রাখেন।

তাই আমরা সব সময় চেষ্টা করবো যাতে কারোর আনন্দে আমরা হিংসা এবং নিজের কোনো কিছু নিয়ে অন্যের সাথে বড়াই বা অহংকার না করতে। কেননা আল্লাহ চাইলে সব কিছু মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারে। আর মনের হিংসা অহংকার রাখার পর সমাজের সবাই যদি আমাদের পিছন থেকে খারাপই বলে তাহলে আমাদের জীবনের তো কোনো দামই রইলো না। আর একজন ভালো মানুষকে সবাই এমনিতেই ভালোবাসে। যাই হোক , আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমার পোস্টটি ভালো লেগেছে। অসংখ্যা ধন্যবাদ এতক্ষন অব্দি আমার সাথে থাকার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 days ago 

আসলে মানুষের ভেতর এখন হিংসা অহংকার অনেক বেশি রয়েছে। তবে হিংসা অহংকার একটা মানুষের মধ্যে থাকা একেবারেই ভালো না। যাদের ভেতরে হিংসা এবং অহংকার রয়েছে, তারা অন্যের সাথে যেমন ভালো ব্যবহার করে না, তেমনি অন্যের কাছ থেকেও ভালো কিছু পায় না। একটা মানুষ যদি ভালোভাবে অন্যের সাথে থাকে, আর অহংকার এবং হিংসা তার মধ্যে যদি না থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ তাকে অনেক বেশি ভালোবাসবে। তার মৃত্যুর পরেও তাকে সবাই মনে রাখবে। তাই আমাদের সবার উচিত আমাদের মন থেকে হিংসা অহংকার এগুলোকে দূর করা।

 3 days ago 

আসলে অহংকার এবং হিংসা একটা মানুষকে খুবই খারাপ বানিয়ে দেয়। আর এই কারণেই একদিন না একদিন সেই মানুষটাকে অবশ্যই পস্তাতে হয়। আসলে মানুষ শিক্ষিত হলেও তাদের ভেতরে সঠিক শিক্ষাটা নেই। একটা মানুষের ভেতর যদি সঠিক মনুষত্ব টাই না থাকে, তাহলে সে আর কিসের শিক্ষিত হলো। নিজের জীবন থেকে অহংকার হিংসা এগুলোকে দূর করতে হবে সবার। তাহলেই তো প্রত্যেকটা মানুষ অন্যদের আপন হতে পারবে, আর মৃত্যুর পরেও সবাই তাকে মনে করবে অনেক ভালোভাবে। যে মানুষের অন্যকে সম্মান দেয় না, সে মানুষ অন্যের কাছ থেকে সম্মান কখনোই পায় না। তাই অন্যকে সম্মান দিতে হবে আমাদের।

 3 days ago 

হিংসা অহংকার বর্তমান সময়ে বেড়েই চলেছে। আসলে হিংসা ও অহংকার মানুষের মধ্যে থাকলে সে কখনো ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারবে না। মানুষ শিক্ষিত হলেই কি আর অশিক্ষিত থাকলেই কি। বেশিরভাগ মানুষের ভেতর থেকে মনুষত্ব হারিয়ে গেছে। তবে একটি মানুষ ভালো হলে তাকে সারা জীবন সবাই মনে রাখে এবং মৃত্যুর পরেও তার নামটি স্মরণ করে। ধন্যবাদ আপু বেশ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। আসলেই বর্তমানে সরল মানুষ খুঁজে পাওয়াটা খুবই কঠিন। আর সরল মানুষেরা সবচেয়ে বেশি ঠকে থাকে। কারণ বর্তমানে স্বার্থপর মানুষের সংখ্যা খুবই বেশি। তারা সরল মানুষকে ফাঁদে ফেলে, খুব সহজেই নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। তবে এটা মোটেই উচিত নয়। কারণ আল্লাহ তায়ালা মানুষ ঠকানো কখনোই পছন্দ করেন না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 63222.17
ETH 3486.30
USDT 1.00
SBD 2.53