শুভ জন্মদিনঃ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলা ব্লগকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

২৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ মঙ্গলবার।


Birthday_3-1.png

ব্যানারের ডিজাইন তৈরিকারকঃ @hafizullah ভাই।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগে যারা কাজ করেন তারা সবাই হয়তো অবগত আছেন আজকে আমার বাংলা ব্লগ তিন বছরে পদার্পণ করেছে। আজকে সেই শুভ দিন শুভক্ষণ আমার বাংলা ব্লগের শুভ জন্মদিন। আর এই জন্মদিনের শুভ ক্ষনে আমার অন্তের অন্তস্থল থেকে আমি স্মরণ করছি আমার বাংলা ব্লগ (পরিবারের) প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় @rme দাদাকে।

দাদাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ তিনি অনেক বড় মনের একজন মানুষ। বড় মনের মানুষ এজন্যই বলছি কারণ তিনি সকলের কথা চিন্তা করেই আজকের এই সফল কমিউনিটি তৈরি করেছেন। যে কমিউনিটিতে কাজ করে আমরা সবাই উপকৃত হচ্ছি। তবে যত সহজে আমি সফল কথা বললাম কিন্তু এত সহজেই এই সফলতা অর্জন করা হয়নি। দাদা সহ আমার বাংলা ব্লগের সাথে যারা যুক্ত আছেন তাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার বিনিময়ে আজকে এই কমিউনিটির মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাদের জন্য আজ আমরা খুব সহজেই আমার মায়ের ভাষাকে ব্যবহার করে কাজ করতে পারছি। আজকে যদি আমরা আমার বাংলা ব্লগ কে না পেতাম তাহলে হয়তো এত সহজে মনের ভাব কে প্রকাশ করতে পারতাম না।

যেহেতু আমি দুইটা বছর পরে এই কমিটির সাথে যুক্ত হয়েছি একমাত্র পুরাতন সদস্যরাই বুঝতে বলতে পারবে এক সময় আমার বাংলা ব্লগ কোন অবস্থানে ছিল। হয়তোবা সেই সময় আমার বাংলা ব্লগকে কেউই ঠিকমতো চিনতো না। কিন্তু দাদা সেই কমিউনিটিকে আজ এমন একটা পর্যায়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে যা আমাদের জন্য গর্বের বিষয়। এখন আমার বাংলা ব্লগ স্টিমিট প্লাটফর্মে এক নম্বর অবস্থানে পদার্পণ করেছে। এই স্টিমিট প্লাটফর্মে হয়তো কেউ বাংলা ভাষায় কোন ব্লগ লেখার দুঃস্বপ্ন হয়তো দেখতো না। তবে সেই দুঃস্বপ্নকে আজ বাস্তবে রূপ দিয়েছেন আমাদের দাদা। যার কারণে আজকে প্রাণ খুলে নিজের মাতৃভাষায় মনে ভাবকে সুন্দর করে প্রকাশ কর‍তে পারছি।

যে কোন জিনিসের সৃষ্টির শুরুটা কারও না কারো হাত ধরে হয়ে থাকে। আপনা আপনি কোন কিছুই সৃষ্টি হয়নি সৃষ্টির পেছনে অবশ্যই স্রষ্টার হাত রয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি এমনি এমনি সৃষ্টি হয়নি এর পেছনে রয়েছে অনেক মানুষের অবদান আক্রান্ত পরিশ্রম ও নিবিড় ভালোবাসা। যারা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের মাঝে এত সুন্দর একটি কমিউনিটি (পরিবার) আমাদেরকে উপহার দিয়েছেন। আমি আজকে আমার অন্তরের অন্তর অন্তস্থল থেকে আবারও স্মরণ করছি সেই মানুষটাকে যিনি আমাদের ভালোর জন্য সব সময় চিন্তা করেন। এবং যার কারণে আজকে আমরা অনেক সুন্দর একটি কমিটিতে কাজ করার সৌভাগ্য লাভ করতে পেরেছি। দাদা অবশ্যই অত্যন্ত ভালো মনের মানুষ তা না হলে আমাদের জন্য হয়তো তিনি এত কিছু করার চিন্তা ভাবনা করতেন না। আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি প্রায় একটি বছরের মতো। এই একটি বছরে আমার বাংলা ব্লগে কাজ করে তার সম্পর্কে যা ধারণা হয়েছে তা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না। যত কিছুই আমি বলি না কেনো তার জন্য কম হয়ে যাবে। এই কমিটির প্রতিষ্ঠাতা আমাদের জন্য যা যা করেছে আর এখন পরতো যা যা করে আসছে সব কিছুর জন্যেই তিনি আমাদেরকে ঋণী করে রেখেছে। তার এই উপকারের কথা কোনদিনও ভোলার মতো না।

অবশেষে একটি কথাই বলতে চাই আমাদের দাদা যেনো সব সময় ভালো থাকেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। আর আমার বাংলা ব্লগ দিন দিন যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দোয়া করছি এর থেকেও আরো উচ্চতর থেকে উচ্চতর পর্যায় পৌঁছে যাক সেই কামনাই করি। আর দাদার সহায়ক হিসাবে যারা দায়িত্ব পালন করছে (এডমিন,মডারেটর) তাদের প্রতি রইলো আমার হৃদয় নিংড়ানো সব টুকু ভালোবাসা। দোয়া করি কমিউনিটি পথ চলা আরো সুন্দর, সহজ ও সুগম হোক।


সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি। আবারও আমার বাংলা ব্লগের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।


শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ তুমি মিশে থাকো হাজার মানুষের মনে।


পোস্টের বিষয়জন্ম দিনের শুভেচ্ছা।
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ কমিউনিটি। একমাত্র দাদার কারণে এতো গুলো মানুষের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এটা আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। দীর্ঘ তিন বছর ধরে আমার বাংলা ব্লগ কমিউনিটির পথচলা।আর এই তিন বছরে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি মেম্বার খুবই সুন্দর একটি সময় উপভোগ করতে পেরেছে।

 8 months ago 

জ্বি ভাই সবাই অনেক উপভোগ করেছে আশা করি আমার বাংলা ব্লগের সকল সদস্যরা অনেক ভালো সময় পার করেছেন। ধন্যবাদ ভাই

 8 months ago 

প্রথমেই আমার বাংলা ব্লগকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।আমার বাগলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।আপনার অনুভুতুমূলক পোস্টটি আমার খুব ভাল লাগলো।প্রতিটি ইউজারের ভালোবাসার জায়গা এই আমার বাংলা ব্লগ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসাটা কিভাবে প্রকাশ করলে ভালো হয় আমি জানি না। তবে এই কমিউনিটি সুন্দর ও সাবলীল ভাবে প্রতিষ্ঠিত হোক সেটাই আমার কাম্য।

 8 months ago 

প্রথমেই আমার বাংলা ব্লগকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে অনেক দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে দেখলাম এবং আমার কাছে অনেক ভালো লাগলো।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে আমার পোস্টে যথাযথ মতামত শেয়ার করা জন্য।

 8 months ago 

আপনাকে সু স্বাগতম।

 8 months ago 

আমরা আমার বাংলা ব্লগের সাথে প্রথম থেকেই আছি। দেখতে দেখতে তিনটি বছর অতিক্রম হয়ে গেলো। আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে আপনার অনুভূতি দারুন ছিল। খুবই সুন্দর আবেগপূর্ণ বাক্য শেয়ার করেছেন। ধন্যবাদ।

 8 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67