নাটক রিভিউঃ সম্পত্তি ও নামাজ পর্ব-১৪।

in আমার বাংলা ব্লগ6 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001


আজ ২৩ জুন ২০২৪ ইংঃ রোজ রবিবার ।

বাংলায় ০৯ আষাঢ় ১৪৩১ খ্রিষ্টাব্দ।

আরবি৷ ১৬ জ্বিহজ্জ ১৪৪৫ হি:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি সম্পত্তি ও নামাজ নাটকের চৌদ্দ তম পর্ব নিয়ে কথা বলবো। নাটিকটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারনে এই নাটকটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।

ঈগল টিমের নাটক আমার কাছে বেশি ভালো লাগে তার কারন এই ধরনের নাটক গুলা অনেক সামাজিক ও শিক্ষানীয়। ইসলামিক ভাবে তারা নাটক তৈরি করে যদিও নাটক ইসলাম দৃষ্টিতে ভালো জিনিস না তারপরও তারা খারাপ কিছু প্রচার না করে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। যাই হোক বেশি কথা বলে চলেন কাজের কথায় যাওয়া যাক।

নাটকের পোস্টার

IMG_20240623_032159.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামসম্পত্তি ও নামাজ পর্ব-১৪
পরিচালকমোঃহাসান হাফিজুর রহমান।
অভিনয়েইফতি, মিনহা, জান্নাতুল মাওয়া আরও অনেকেই।
দৈর্ঘ৩৩ মিনিট ২২ সেকেন্ড
মুক্তির সময়০৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ


শুরু

IMG_20240623_032113.jpg

নাটকের শুরুতেই দেখা যায় নকিবের বাবা মারা গেছে পরিবারের সবাই এক জায়গায় বসে কান্না কাটি করছে। এদিকে গ্রামের চেয়ারম্যান নকিবকে কথার মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন।

IMG_20240623_032611.jpg

এদিকে তুষার মরিয়মকে তার লাইন মতো নিয়ে আসতে না পারার কারনে মরিয়মের মায়ের কাছে নানা রকম নালিশ জানাতে থাকে। মরিয়ম যে তার কথা অবাধ্য করে চলছে সেই বিষয়টা তার মাকে জানাই।

IMG_20240623_032907.jpg

একদিন সাবিনা আর নকিবের মা এক সাথে বসে কথা বলছিলো এমন সময় সাবিনার চাচি বলে তুমি কি শোয়েবের বিয়ের ব্যাপারে কিছু জানো কি না। সাবিনা বলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন শোয়েব যখন কথা দিয়েছে তখন এই কথার নড়চড় হবে না। এই কথা শোনার পর তার চাচি বলে তুমি আমাকে মাফ করে দাও শোয়েবকে জোর করে রাজি করানো হয়েছে আমি চাইনা জোর করে কোন কিছু হোক। হাবিবার বিয়ে আমরা অন্য জায়গায় দেবো।

IMG_20240623_033317.jpg

তারাবির নামাজের সময় সাবিনার বাবা নকিবকে ডাকতে গেলে নকিবের মা বলে নকিব নামাজে চলে গেছে। এই কথা শোনার পর সাবিনার বাবা তো অনেক খুশি হয়। তখন নকিবের চাচা বলে ভাবি মা আমাকে ভালোবেসে জমিটা দিয়ে গেছে আমি জোর করে বা ছলা কলা করে তার কাছ থেকে জমি লিখে নেয়নি। এ কথা শোনার পর নকিবের মা বলে এখন এসব কথা বাদ দাও ছোট মিয়া নামাজের সময় এই সব কথা বলতে নেয়। মা তো তোমাকে ভালোবেসে জমি দিয়ে গেছে তাই ওই জমির উপর আমাদের কোন জোরাজুরি নেয়।

IMG_20240623_033942.jpg

এদিকে চেয়ারম্যান সাহেব নকিবকে ডেকে নিয়ে যায় প্রথমে তাকে খুব সুন্দর ভাবে ভদ্রতার সাথে সুন্দর সুন্দর কথা বলতে থাকে। কথার একপর্যায়ে সে তার বাবার সাথে চুক্তি হওয়া জমির অর্ধেক অংশ দেওয়ার কথা জানাই। কিন্তু নকিব যখন তার চাচার সম্পত্তি না নিতে অস্বীকার করে তখন চেয়ারম্যান সাহেব অনেক রেগে যাই। চেয়ারম্যান তখন নকিবের সামনে সাবিনাকে নিয়ে নানা রকম বাজে কথা বলতে থাকে এ কথা শোনার পর নকিব চেয়ারম্যান কে কলার ধরে মারার হুমকি দেয়।

IMG_20240623_034335.jpg

এদিকে মরিয়ম শোয়েবকে তার মনের কথা বলে দেয়। তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করে যে শোয়েব কে সে ভালোবাসে। কিন্তু শোয়েব তার কথায় কান দেয় না। বারবার সে মরিয়মের কথা কানে না নিয়ে তার কথাগুলো উপেক্ষা করে চলে যায়। কিন্তু মরিয়ম তার কাজ বহাল রাখে।

IMG_20240623_034647.jpg

এদিন নকিবের দুই বন্ধুর সাথে নকিবের দেখা হয়ে যায়। তারা বলে কি ব্যাপার তোকে আর দেখা যায় না কেন চল তিনজনে মিলে বসে আড্ডা দেই। এ কথা শুনে নকিব বলে আমি আর এসব আড্ডার ভেতর নেই দোস্ত এই সবে আমাকে আর টানে না। আর এই সব করে জীবনের কিছুই পাই নাই। তখন তার বন্ধুরা জিজ্ঞাসা করে এখন কি কিছু পাইছিস। এই কথা শুনে নকিব বলে হ্যাঁ শান্তি পেয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক মজা পাইছি। আমি নামাজ পড়ছি তোরাও নামাজ পড় দেখবি শান্তি পাবি। এই কথা বলে নকিব সেখান থেকে চলে যাই কিন্তু দেখে বোঝা যায় তার বন্ধুরা মনে মনে অনেক রাগ করেছে তার উপর।

IMG_20240623_035334.jpg

এরপর একদিন মরিয়ম সাহেবের সাথে নদীর ধারে দেখা করে সেখানে মরিয়ম সাহেবকে তার মনের সকল কথা বলতে থাকে কিন্তু শোয়েব তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এমন সময় সেখানে হাবিবা চলে আসে তখন হাবিবা বলে এখানে দাঁড়িয়ে কেন কথা বলছেন আপনারা বাড়িতে যাই ভিতরে গিয়ে কথা বলি। তখন শোয়েব বলে তোমার আর আমার বিয়ের দাওয়াত দিচ্ছিলাম। এ কথা শুনে হাবিবা মরিয়মকে বলে আপনি অবশ্যই আমাদের বিয়েতে আসবেন। উত্তরে মরিয়ম বলে আসতে পারবো কিনা ঠিক বলতে পারছিনা তবে আপনারা সংসার জীবনের সুখী হন সেই দোয়াই করি। এরপর মরিয়ম মনের কষ্টে সেখান থেকে চলে যায়।

IMG_20240623_035653.jpg

এরপর একদিন সাবিনার বাবা নকিবের মা ও নকিবকে ডেকে নিয়ে যায় তার মায়ের দেওয়া সম্পত্তির কাছে। সেখানে গিয়ে নকিবের মাকে তার মায়ের ইচ্ছা কথা জানাই। তার মায়ের ইচ্ছা ছিলো এই জমিতে একটি মসজিদ হবে। আমারা সবাই মিলে এখানে একটা মসজিদ বানাবো। এই কথা শোনার পর নকিবের মা বলে আপনি এর আগে কেন এই কথা বলেননি। তখন সাবিনার বাবা বলে এই কথা বলা মায়ের পক্ষ থেকে নিষেধ ছিল। তবে তারা এই জমিতে মসজিদ হবে জেনে খুবই খুশি হয় এবং মসজিদ করতে যা যা করার দরকার তাই করবে বলে জানাই।

IMG_20240623_035705.jpg

অন্যদিকে চেয়ারম্যান সাহেব নকিবের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বন্ধুদের ডাক দিয়ে নানা রকম পরিকল্পনা তৈরি করে। যেহেতু এখন নকিব ভালো হয়ে গেছে সে এখন তার বন্ধুদের সাথে মিশে না সেহেতু তাদেকে দিয়ে চেয়ারম্যান সাহেব কাজটি করাতে চাই তাই চেয়ারম্যান সাহেব তাদেরকে ডেকে নানা রকম কথা বার্তা বলতে থাকে।

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। আগের পর্বের থেকে এই পর্বটি আমার কাছে আরও বেশি ভালো লাগছে। আশা করি পরবর্তী পর্বগুলো এর থেকে আরও বেশি ভালো হবে। নকিবের বাবা মারা যাওয়ার পর থেকে তাদের পরিবার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি এক সময় সব কিছুই ঠিক হয়ে যাবে। বিশেষ করে নকিবের পরিবর্তন হওয়াটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই নাটকের রেটিং ০৯/১০ দেবো।।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ০৮
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

বর্তমান সময় তো সামাজিক নাটক তেমন একটা দেখাই যায় না। তারপরও এই প্রোডাকশন সামাজিক নাটক তৈরি করে জেনে ভালো লাগলো। আপনি তো এই নাটকের বেশ অনেক পর্ব দেখে ফেলেছেন দেখছি। পর্ব নাটক তো দেখার সময়ই হয় না। তারপরও আপনার আজকের নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 6 days ago 

পর্বের নাটক আমারও দেখা হয় না তেমন। তবে কাজের জন্য মাঝে মাঝে নাটক গুলা দেখা লাগে। আর ঈগল টিমের নাটক গুলা সামাজিক হওয়ার কারনে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু অনেক সুন্দর করে গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

 6 days ago 

সম্পত্তি ও নামাজ নাটকটার প্রত্যেকটা পর্বের রিভিউ আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করতেছেন দেখে খুব ভালো লাগতেছে। এই নাটকটা যদিও আমার এমনিতে দেখা হয়নি। তবে আপনার রিভিউর মাধ্যমে বেশিরভাগ পর্বের রিভিউ আমার পড়া হয়েছে। দেখতে দেখতে এই নাটকের ১৪ টা পর্ব শেষ হয়ে গিয়েছে। আজকের পর্ব টা সত্যি অনেক সুন্দর ছিল। আমি যদি সময় পাই অবশ্যই দেখার চেষ্টা করবো। আর পরবর্তী পর্বের রিভিউ পড়ার অপেক্ষায় থাকলাম।

 6 days ago 

আমার রিভিউ করা নাটক আপনি বেশিরভাগই দেখেছেন জেনে অনেক ভালো লাগলো। সময় পেলে নাটকটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।

 6 days ago 

বর্তমান সময়ে এইসব নাটকগুলো অনেক শিক্ষণীয়। যদি এই নাটকটা আমার দেখা হয়নি কিন্তু অনরূপ এমন নাটক গুলো অনেক দেখেছি। আপনার নাটকের রিভিউ করে বুঝতে পারলাম নাটকটির বিষয়বস্তু। এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে যথাযথ মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 6 days ago 

আপনি খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 6 days ago 

সময় পেলে নাটকটি দেখে নিতে পারেন আশা করি ভালোই লাগবে। ধন্যবাদ আপু সুন্দর করে মতামত শেয়ার করার জন্য।

 6 days ago 

আপনি দেখতে দেখতে সম্পত্তি ও নামাজের ১৪ টি পর্ব শেয়ার করে ফেললেন। আপনার এই শেয়ার করা নাটকটি পরিপূর্ণ সবগুলো পর্ব দেখা হয়নি। কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে পর্ব গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকেও খুব সুন্দরভাবে সম্পত্তি ও নামাজ নাটকটির রিভিউ শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 6 days ago 

আমার পোস্টের মাধ্যমে পর্বগুলো পড়তে আপনার অনেক ভালো লাগে জেনে খুশি হলাম। ভাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।

 6 days ago 

এই ধরনের সামাজিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু পড়বেন নাটক গুলো খুব কম দেখা হয়। এই নাটক গুলো আগের পর্ব যদি একটা মিস হয়ে যায় তাহলে আর পরবর্তী পর্ব বোঝা যায় না। আপনার শেয়ার করা আজকের পরিচিত বেশ ভালই লাগলো তবে আগের কিছু পর্ব আমি দেখিনি। আপনার পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 5 days ago 

সামাজিক হলে সবাই সব কিছুই পছন্দ করে। কারন সামাজিক যে কোন জিনিসই দেখতে ভালো। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 6 days ago 

আপনি এই নাটকের প্রত্যেকটা পর্বের রিভিউ দিচ্ছেন। এই নাটকটা আমি দেখেছিলাম আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে। ‌ আপনার রিভিউ গুলো পড়ে সত্যিই খুব ভালো লাগে। আজকের এই পর্বের রিভিউ টাও সুন্দরভাবে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 5 days ago 

নাটকটি সত্যিই অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 6 days ago 

আপনি টিকিট কেটে আমাকে মেনশন করবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60946.76
ETH 3395.14
USDT 1.00
SBD 2.57