ভিডিওগ্রাফি : গোলাপ ফুল ও ফড়িং এর ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ13 hours ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

০৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ শনিবার ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও গ্রাফি শেয়ার করবো। গত বছরের ন্যায় এ বছর আমাদের অফিসে গোলাপ ফুল ফুটেছে। আমাদের অফিসে নানা রকমের গোলাপ ফুলের জাত রয়েছে। গোলাপি, কালো ও লাল রঙের গোলাপ রয়েছে। সবগুলো ফুল অনেক উন্নত জাতের। ফুল গুলো দেখতে অনেক বড় বড় হয়ে থাকে। এই গাছগুলো অনেক বছরের পুরনো তারপরও অনেক সুন্দর ফুল হয়। যখন প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে তখন কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখানে শুধু একটিমাত্র কালো গোলাপ রয়েছে। তাছাড়া সব লাল এবং গোলাপি কালারের। এখন পর্যন্ত কালো গোলাপ ফোটেনি যার কারনে আমি গোলাপের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। ফুলের ভিডিওগ্রাফি করার সময় হঠাৎ করে দেখলাম একটি লাল ফড়িং ফুলের উপর এসে বসলো। ফুলের ওপরে লাল ফড়িংটি দেখতে অনেক সুন্দর লাগছিল যার কারণে আমি ভিডিওতে ধারণ করে নিয়েছি। ফড়িংটি উড়ে এসে ফুলের ওপর অনেকক্ষণ ধরে বসে ছিলো। আমি যখন হাত দিয়ে তাকে ধরতে গেলাম ঠিক সেই সময় উড়ে গেল। ছোটবেলায় আমরা অনেক ফড়িং ধরতাম এবং সেগুলো নিয়ে খেলা করতাম। তবে এখনো তেমন একটা এ ধরনের ফড়িং দেখতে পাওয়া যায় না। ছোটবেলায় নানা রকম ফড়িং দেখেছি। লাল, কালো, হলুদ সহ ছোট ও বড় আকারের ফড়িং দেখতে পাওয়া যেতো। তবে এখন লাল এবং হলুদ ফড়িং দেখা গেলেও কালো ফড়িংটা একেবারে দেখা মেলে না।

1000009626.jpg

হঠাৎ করে এই পয়েন্টে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক গোলাপ ফুল ও ফড়িং এর ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে অনেক ভালো লাগে। আমার ধারণ করা ভিডিও গ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png


ভিডিও দেখার লিংক।

সমাপ্ত


সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি আমার শেয়ার করা ভিডিও গ্রাফিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়ভিডিওগ্রাফি
পোস্টকারীমোঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006183.png

1000008778.png

1000008782.png

Sort:  
 13 hours ago 

1000009635.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 hours ago 

গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গোলাপ ফুল ও ফড়িং এর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার গোলাপ ফুল এবং ফড়িং এর ভিডিওগ্রাফি টি দেখে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে ভিডিও ক্লিপ টি ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 12 hours ago 

আপনাদের অফিসে এতো চমৎকার গোলাপ ফুলের সমারোহ রয়েছে, ভাবতেই ভালো লাগছে। তার উপর এই চমৎকার ফড়িং এসে বসেছে এতে করে সত্যিই ভিন্ন রকম ব্যাপার তৈরি হয়েছে। আমি নিজেও এধরনের ভিডিও করতে পছন্দ করি। যাইহোক অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 11 hours ago 

খুবই সুন্দর ভিডিও করেছেন ভিডিওর মাধ্যমে গোলাপ ফুল আর এই সৌন্দর্যময় ফড়িং দৃশ্য দেখতে পেলাম আমার কাছে অসাধারণ লেগেছে।

 10 hours ago 

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম। গোলাপ ফুলের উপর প্রজাপতি, ফড়িং উড়ে বেড়ালে দেখতে চমৎকার লাগে। এই চঞ্চল জাতীয় প্রাণী গুলো ফুলের চারিপাশে নেচে বেড়ায় কি সুন্দর দৃশ্য। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। ভিডিওগ্রাফি বেশ দারুণভাবে করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96305.83
ETH 3315.31
USDT 1.00
SBD 3.19