টার্গেট ডিসেম্বর সিজেন-৫||সক্ষমতা অর্জনে ১০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগyesterday
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব


আজ ২৭ শাবান ১৪৪৬ হিজরি।
রোজ বৃহস্পতিবার ।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

1000019972.jpg

ছবিটি পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করা

আমার বাংলা ব্লগের সকল সদস্য বৃন্দ.....

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম এই বছরের প্রথম ভিন্ন ধর্মী একটি পোস্ট নিয়ে। আপনারা হয়তো সবাই জানেন যে সারা বছর আমাদের কমিউনিটিতে পাওয়ার আপ কন্টেস্ট চালু থাকে। আমারা খুব সুন্দর ভাবেই বিগত বছরগুলোতে খুব সুন্দর ভাবেই এই পাওয়ার আপ কন্টেস্ট চালিয়ে আসছি। এবার ২০২৫ সালে এসেও তার ব্যাতিক্রম দেখা যায় নাই। আমাদের সকলের প্রিয় সুমন ভাই দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে কাজ করে আসছেন। পাওয়ার অফ আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একটি বছর ধারাবাহিকতার সাথে পাওয়ার চালিয়ে গিয়েছে আজ তারাই লাভবান হয়েছে।

স্টিমিট প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদি কাজ করা ও নিজের সক্ষমতা অর্জন করার জন্য পাওয়ার আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত বেশি পাওয়ার আপ করতে পারবো তত বেশি নিজের সক্ষমতা অর্জন করতে পারবো। পাওয়ার আপ করার মাধ্যম নিজের অবস্থানকে মজবুত করতে পারবো। আমার বাংলা ব্লগের সকল সদস্যরা ধারাবাহিকতার সাথে পাওয়ার আপ করা চালিয়ে যাচ্ছে। তাছাড়া নির্দিষ্ট টার্গেটে পাওয়ার আপ করার মাধমে পুরস্কারও পাওয়া যায়। আজকে আমি আমার নিজের স্টিম পাওয়ারে ১০ স্টিম পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিয়েছি ।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম পাওয়ারের পরিমান ছিলো ১৯৬৪.০৮৯ স্টিম।

1000019700.jpg

পাওয়ার আপ করার মূহুর্তটা।

1000019701.jpg

1000019702.jpg

1000019703.jpg

1000019704.jpg

পাওয়ার আপ সম্পূর্ণ হওয়ার পর।

1000019705.jpg

১০ স্টিম পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারে স্টিমেরবপরিমান এস দাঁড়ালো ১৯৭৪.০৮৯ স্টিম।


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


পোস্টের বিষয়পাওয়ার আপ
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫।
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006184.png

1000008780.png

Sort:  
 23 hours ago 

টার্গেট ডিসেম্বর সিজন ৫ উপলক্ষে আজ আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধ। এই প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করে টিকে থাকার জন্য পাওয়ার আপ করার বিকল্প নেই। আশা করছি আপনি অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 yesterday 

1000019698.jpg

 yesterday 

দশ স্টিম পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনি ১৯৭৪ এসপি তে চলে গেলেন। নিজের কাজের সক্ষমতা বাড়াতে এবং আইডিকে শক্তিশালী করতে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।

 yesterday 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো ভাই। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 yesterday 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমাদের প্রত্যেকের উচিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 yesterday 

সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন, যদি এভাবে সব সময় পাওয়ার আপ করতে থাকেন। আর এর জন্য ধারাবাহিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য ও পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 hours ago 

টার্গেট ডিসেম্বর সিজন - ৫ এ ভাইয়া আপনি ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে ১৯৭৪. ০৮৯ এসপি তে পৌঁছে গেছেন দেখে বেশ ভালো লাগলো। ক্রমাগত নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ করেছেন ভাইয়া আপনি। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে ইনশাআল্লাহ দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 21 hours ago 

বেশ ভালো করলেন আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন। আসলে আমাদের এডমিন মডারেটর ভাই বোনেরা আমাদেরকে তারা নিজেদের পাওয়ার আপের মাধ্যমে অনুপ্রাণিত করে থাকেন। আশা করি আপনি সফলতার সাথে এগিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 81858.20
ETH 2161.50
USDT 1.00
SBD 0.64