নাটক রিভিউ: চাপাবাজ।

in আমার বাংলা ব্লগ3 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ২৫ নভেম্বর ২০২৪ ইংঃ রোজ সোমবার । ।

বাংলায় ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি চাপাবাজ নাটকটি নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। মোশাররফ করিমের নাটক এমনিতেই সবাই অনেক ভালো লাগে।

মোশাররফ করিমের নাটক গুলা সামাজিক ও শিক্ষানীয় হয়। অনেক ম্যাসেজ থাকে নাটকের মধ্যে যার জন্য বেশিই মার্কেটে চলে। চলুন কথা না বাড়িয়ে নাটকটি রিভিউ করে ফেলি।

নাটকের পোস্টার

1000006885.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামচাপাবাজ
পরিচালকঅজানা
অভিনয়েমোশাররফ করিম, তানিয়া বৃষ্টি
দৈর্ঘ২৫ মিনিট ২৯ সেকেন্ড
মুক্তির সময়১২ নভেম্বর ২০২৪ খ্রিঃ


1000006874.jpg

1000006875.jpg

নাটকের শুরুতে মোশারফ করিম কে দেখা যায় তার প্রাক্তন স্ত্রীর (বৃষ্টি) সাথে ফোনে কথা বলতে। তার প্রাক্তন স্ত্রীর সাথে কথা বলার সময় সে অনেক চাপা মেরে কথা বলে। কারণ বেশ কিছুদিন আগে তার সাথে মোশারফ করিমের ছাড়াছাড়ি হয়েছে। এখন তাকে ফোন দিয়ে এটাও বলতে চাইছে যে তুমি আমার জীবন থেকে যাওয়ার পর আমার জীবনে এখন পড়লে সমস্যা মুক্ত। এখন সে বাড়ি করেছে গাড়ি কিনেছে আরও কত কিছু। মোশারফ করিমের কথা শুনে তার বিশ্বাস না হলে মনের ভেতর সন্দেহ জাগিয়ে তোলে।

1000006876.jpg

1000006878.jpg

এরপর মোশারফ করিমকে দেখা যায় অনেক সাজগোজ করে রাস্তা দিয়ে যেতে এমন সময় নায়িকা তার পিছন পিছন আসতে দেখা যায়। আসলে নায়িকা তার পিছন পিছন আসার একটাই কারণ হলো মোশারফ করিম ফোন দিয়ে যা বলছে সেটা সত্যি কিনা সেটা যাচাই করতে। এদিকে মোশাররফ করিম চাপা মেরে সব কিছু ম্যানেজন করে।

1000006879.jpg

একদিন দোকানে তার শালার সাথে দেখা হয়ে যায়। মোশাররফ করিম তাকে বলে আমি বিল দেবো যা যা মন চাই খাও। তার শালা তাকে বলে টাকা দেওয়া লাগবে না আমার বোন আমাকে ৪০ টাকা দিয়েছে। এই কথা শোনার পর মোশাররফ করিম তাকে ১০০০ টাকার নোট বের করে দেয়।

1000006880.jpg

এরপর একদিন নায়কের সাথে মোশারফ করিমের দেখা হয় সেটাই তাদের সাথে অনেকগুলো কথাবার্তা হয়। নায়িকা তাকে জানাই যে আমার বিয়ের শপিং করতে এসেছি, এখন আর অনেক কিছু বাকি আছে শপিং করার।

1000006881.jpg

1000006882.jpg

এরপরে একদিন মোশারফকে দেখা যায় রেস্টুরেন্টে একটি মেয়ের সাথে বসে থাকতে। এইটা নায়িকা দেখে ফেলে। সবকিছু শোনার পর বুঝতে পারে যে সে মেয়েটাকে সে সব মিথ্যা কথা বলছে। এরপর নায়িকা সে মেয়েটার সাথে দেখা করে এবং সব সত্য কথা তাকে বলে দেয়।
1000006883.jpg

1000006884.jpg

এরপর নায়ক নায়িকার আওয়াজ চার বছর পরে দেখা হয়। এদিকে নায়িকা মোশারফ করিমকে আজও ভুলতে পারেনি। যার কারনে তারা আবার একসাথে হতে চাই। এরপর দেখাযায় তারা আবার একসাথে হয়ে যায়।

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। পর্বে যত বাড়ছে নাটক দেখতে তত মজা লাগছে। নাটকের ভিতরে এখন পর্যন্ত অনেক কাহিনী লুকায়িত আছে যেগুলো এখনো উন্মোচন করা হয়নি। বিশেষ করে গ্রামের চেয়ারম্যান সাহেবের চরিত্রটি অনেক জটিলতায় ভরা । নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006184.png

1000006183.png

1000006181.webp





Sort:  
 3 days ago 

1000006886.jpg

1000006887.jpg

1000006888.jpg

complete....

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

বর্তমান সময়ে মোশারফ করিম আর এই মেয়েটা বেশ দারুন দুটি বেধেছে। কিছুক্ষণ আগে আমি তাদের একটা অভিনয় দেখলাম। অনেক অনেক ভালো লাগে তাদের এমন সুন্দর অভিনয় আর কথাবার্তা শুনে। বেশি দারুণ ছিল নাটকের রিভিউটা।

 18 hours ago 

জ্বি ভাই অনেক গুলা নাটকে এই দুই জুটিকে দেখা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 3 days ago 

এই নাটক বেশ কিছুদিন ধরে ভাবছিলাম দেখবো কিন্তু সময় বের করে পারছিলাম না। আজ আপনি রিভিউ দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি দু'জনেই আমার খুব পছন্দের। তাদের নাটক দেখতে খুব ভালো লাগে। দু'জনের অভিনয় খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 18 hours ago 

মোশাররফ করিমের নাটক মানেই আগুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার রিভিউ পড়ে অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 3 days ago 

মোশারফ করিমের নাটক গুলো আমার কাছে অনেক ভালো লাগে।মোশারফ করিম অভিনীত চাপাবাজ নাটকের খুব সুন্দর একটি রিভিউ শেয়ার করেছেন আমাদের মাঝে।আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি অনেক মজার।নাটকের খুঁটিনাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 18 hours ago 

জ্বি ভাই মজার ভেতরই আবার শিক্ষা ও আছে। অনেক শুকরিয়া ভাই এত সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 days ago 

মোশারফ করিমের নাটক গুলো অনেক সুন্দর। আমার কাছে তো তার নাটকগুলো দেখতে অনেক ভালো লাগে। তানিয়া বৃষ্টিও আমার অনেক পছন্দের অভিনেত্রী। তাদের দুজনের এই নাটকটা অনেক সুন্দর হয়েছে। এই নাটকের শেষের মুহূর্তটা একটু বেশি সুন্দর ছিল। কারণ তারা দুইজন আবারো একসাথে হয়ে গিয়েছে। সময় পেলে নাটকটা অবশ্যই দেখার জন্য চেষ্টা করবো।

 18 hours ago 

জ্বি আপু তাদের দুজনকে এক হওয়ার জন্যই এত কিছু করেছে মোশাররফ করিম। সময় পেলে নাটকটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আপু।

 2 days ago 

মোশারফ করিমের নাটক গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তবে অনেকদিন থেকেই দেখা হয় না। এই নাটকটি আমার কাছে বেশ ভালো লাগলো। সময় পেলে নাটকটি দেখব ভাইয়া।

 2 days ago 

এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। আর ঠিক তেমনি এখনো চেষ্টা করলাম। ভালো লাগলো এই রিভিউ টা।

 2 days ago 

নাটকের লিঙ্ক নেই + স্ক্রিনশর্ট কোথার থেকে নেওয়া হয়েছে, তার কোনো উল্লেখ নেই।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 95767.84
ETH 3622.54
USDT 1.00
SBD 3.75