অরিগ্যামিঃ রঙিন কাগজ দিয়ে একটি ইলুইশন খেলনা তৈরী।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ০৮ মার্চ ২০২৪ ইং: রোজ শুক্রবার ।

বাংলায় ২৪ ফাল্গুন ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ২৬ শাবান ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি অন্যরকম ইলুইশন খেলনার অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের অরিগামি তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। এই ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত রঙিন কাগজের ফুলের অরিগামি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240217_192546.jpg

IMG_20240308_120631.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
স্কেল
আঠা


প্রথম ধাপ

IMG_20240217_151843.jpg

প্রথমে রঙিন কাগজ গুলা ১ সেন্টিমিটার করে লম্বা করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন প্রতিটির মাপ সমপরিমাণ হয়। একটা চিকন আরেকটি মোটা হলে এই ফুল তৈরি করতে অনেকটা সমস্যা হয় যার কারণে বিষয়টি খেয়াল রাখতে হবে।

দ্বিতীয় ধাপ

IMG_20240217_152317.jpg

এবার রঙিন কাগজ দিয়ে ছোটবেলায় আমরা যেভাবে চোরকি বানাতাম সেভাবে একটি চোরকির মতো করে তৈরি করে নিব। ছবিতে আপনারা যেমন দেখতে পারছেন থেকে এভাবে তৈরি করে নিতে হবে।

তৃতীয় ধাপ

IMG_20240217_160840.jpg

ঠিক একই ভাবে পর্যায়ক্রমে কাগজগুলো দিয়ে চরকার মত বানিয়ে নিতে হবে।

চতুর্থ ধাপ

IMG_20240217_160845.jpg

এই ধারাবাহিকতা ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত ফুলের আকার পর্যন্ত না আসে।

পঞ্চম ধাপ

IMG_20240217_192409.jpg

পর্যায়ক্রমে এভাবে গাঁথুনি দেয়ার ফলে এক সময় এগুলো দেখতে আরেকটা ম্যাজিক ফুলের মত লাগবে। এর দুইটি মাথা ধরে টান দিলে লম্বা হবে আবার ছেড়ে দিলে সংকুচিত হয়ে যাবে। একটি নির্দিষ্ট পরিমাণে তৈরি করার পর মেপে দেখতে হবে দুইটি শেষ প্রান্ত একসাথে মিলিত হয় কিনা।

ষষ্ঠ ধাপ

IMG_20240217_192441.jpg

যখন দুটি শেষ প্রান্ত একসাথে মিলিত হবে তখন দুই মাথা শেষ প্রান্তে আঠা লাগিয়ে দেবো এবং দুইটি পাত্র একে অপরের সাথে জুড়ে দেবো।যেমনটা আপনারা ছবিতে দেখতে পারছেন ।

সপ্তম ধাপ

IMG_20240217_192546.jpg

দুইটি পান তো একসাথে জোরে দেয়ার পর সেটা দেখতে ঠিক এমন তো লাগবে।

পোস্টের ধরনঅরিগামি পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

রঙ্গিন কাগজ দিয়ে একটি ইল্যুশন খেলনা তৈরি, এটার জন্য সত্যি কথা বলতে আপনি প্রশংসার দাবিদার। এই কাজটি অসাধারণ ছিল। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ও কালার কম্বিনেশনটি আমার ভীষণ ভালো লেগেছে এবং এটা একদম ইউনিক ছিল।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার পোস্টে প্রসংশা মূলক মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর ইলুয়েশন খেলনা তৈরি করেছেন। এ ধরনের খেলনা গুলো তৈরি করতে অনেক সময় ধৈর্যের প্রয়োজন হয়। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর দেখিয়েছেন এত সুন্দর একটি খেলনা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু এর সুন্দর করে আমার পোস্টে মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজ দিয়ে সুন্দর খেলনা তৈরি করেছেন ভাইয়া। আপনার এই খেলনা দেখে আমার অনেক ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তবে সেই সমস্ত বিষয়ে প্রতিভা থাকা প্রয়োজন। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই নতুন ইউনিক জিনিস তৈরি করতে দেখে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মতামতের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি দেখতে বেশ দারুন লাগে। রঙিন কাগজ কেটে আপনি খুবই সুন্দর একটি খেলনা তৈরি করেছেন যা দেখতে বেশ ভালো লাগছে। খেলনা তোদের ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আমাদের সাথে আপনার পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে একটি খেলনা তৈরি করেছেন। খেলনাটা দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া ‌।

 last year 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ইলুইশন খেলনা তৈরী দেখে তো ভীষণ ভালো লাগলো। এধরনের খেলনা গুলো সত্যি ভীষণ ভালো লাগে। আপনি দেখছি আবার রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন বাহ্ দারুন। ভিন্ন রকম একটি অভিজ্ঞতা হলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ইলুউশন খেলার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে বানানোর জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অনেকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

বাহ ভাইয়া আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে একটি ইলুইশন খেলনা তৈরী করেছেন। আপনার তৈরি কৃত ইলুইশন খেলনা টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে আপনি ছোট বাচ্চাদের একটি খেলনা তৈরি করেছেন। আসলে ছোট বাচ্চাদের কে এরকম খেলনা তৈরি করে দিলে অনেক বেশি খুশি হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67