নাটক রিভিউ : সাহেব নামে গোলাম পর্ব -০৫.
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এভাবেই প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। নাটকটি হলো সাহেব নামে গোলাম। এই নাটকের ৪ টি পর্ব আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। নাটকটি যখন আমি প্রথম দেখি আমার এত বেশি ভালো লেগেছিলো যে নাটকটি তখনই আপনাদের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নেয়। নাটকটি দেখার পর সত্যি অনেক ভালো লাগলো নাটকটি আমার কাছে বেশ দারুন লেগেছে।
আমি বেশির ভাগই ঈগল টিমে নাটক রিভিউ করে থাকি। আমি বার বার একটি কথায় বলি যে ঈগল টিমের নাটক আমার কাছে বেস্ট লাগে। কারণ এই গোল টিমে নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারন ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয় হয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই গোল টিমে নাটক গুলো দেখেছেন। আশা করি আপনাদের কাছে এই গতি নাটক গুলো অনেক ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে নাটকটা আপনাদের মাঝে রিভিউ করে ফেলি।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | সাহেব নামে গোলাম পর্ব-৫. |
পরিচালক | হাসান হাফিজুর রহমান । |
অভিনয়ে | ইফতেখার ইফতির, সাগরিকা । |
দৈর্ঘ | ৪৮ মিনিট ৫৫ সেকেন্ড |
মুক্তির সময় | ১০ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ |
নাটকের শর্তে দেখা যায় শুভ নায়িকার কাছে ভিডিও কলে ফোন দিয়ে বিষ হাতে করে নায়িকাকে বলে তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি আমার এই জীবন রাখব না আমি তোমার জন্য বিষ খেয়ে মারা যাবো। এটা দেখে নায়িকা অনেক ভয় পেয়ে যায়। নায়িকা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শুভ কোনমতেই বুঝতে চায় না।
এরপর নায়িকা তার বান্ধবীকে দিয়ে সাহেবকে সব ঘটনা খুলে বলে। তখন সাহেব বলে আমি বেঁচে থাকতে এবারের কারো কোন ক্ষতি হতে দেবো না। এরপর সাহেব সেখান থেকে চলে যায় এবং সবার সাথে গিয়ে দেখা করে। সাহেব শুভ কে অনেক বোঝায় কিন্তু শুভ কোনমতে বুঝতে চায়না উল্টো সাহেবকে হুমকি দেয়। তখন সাহেব সবার হাত থেকে বিষের বোতল কেড়ে নিয়ে জোর করে স্বামীর জন্য চেষ্টা করে যদিও এটা সাহেব শুভকে ভয় দেখানো জন্য করেছে।
এরপর চেয়ারম্যান সাহেবকে ডেকে বলে আমাদের মাঝে যা হয়েছে সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা না করে আমরা আগের মত চলাফেরা করি। এই কথা শুনে সাহেব বলে হুজুর আপনি এ বিষয় নিয়ে কোন চিন্তা করবেন না। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার সব কিছু করতে রাজি আছি।
এদেরকে সফল গ্রামের মেম্বারের সাথে দেখা করে সব ঘটনা খুলে বলে। শুভ মেম্বারকে বলে সে যেন কিছু একটা করে যাতে সে নায়িকাকে বিয়ে করতে পারে। এর জন্য শুভ যা কিছু করার দরকার সবকিছুই করতে রাজি আছে।
এদিকে নায়িকার মন অনেকটা নরম হয়ে যায় তখন সাহেবকে নায়িকা বলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যেটা আমার করা উচিত হয়নি। এসব কথা বলতে বলতে হঠাৎ করে নায়িকাকে দেখতে চলে আসে।
একদিন হঠাৎ করেই নায়িকাকে দেখতে আসে অন্য গ্রামের চেয়ারম্যান। সবাই বসে একসাথে কথা বলছিলো এমন সময় সেখানে মেম্বার আর শুভ উপস্থিত হয়। মেম্বার বলে চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে চেয়ারম্যান সাহেব বলে তোমার আবার কিসের কথা? তখন মেম্বার বলে আপনার মেয়ের সবার সাথে শুভর সম্পর্ক আছে। একথা শুনে চেয়ারম্যানের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। চেয়ারম্যান সাহেব নায়িকাকে জিজ্ঞাসা করে সবার সাথে তোমার সম্পর্ক আছে কিনা নায়িকা বলে শুভর সাথে আমার কোন সম্পর্ক নাই সে শুধু আমাদের কলেজের বড় ভাই এতটুকুই।
কিন্তু বিষয়টা এখানে শেষ হয়ে যায় না মেম্বার বুদ্ধি খাটিয়ে বলে আমার একজন সাক্ষী আছে আর সেটা হলো সাহেব।তখন চেয়ারম্যান সাহেব সাহেব কে জিজ্ঞাসা করে মেম্বার যা বলছে সেটা সত্যি কিনা? সাহেব ছিল সৎ এবং ধার্মিক তার কারণে সে মিথ্যা কথা বলতে পারে না সে সত্য ঘটনা বলে দেয়।
এরপর চেয়ারম্যান সাহেবকে দিয়ে মিথ্যা কথা বলার জন্য বারবার তাগিদ দেয়, কিন্তু সাহেব কোন মতে রাজি হয় না যার কারনে লোকমানের দিয়ে সাহেব অনেক মারধর করায়। এর পরও সাহেব তার কথায় অটুট থাকে।
লোকমান চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে ওস্তাদের অবস্থা খুবই খারাপ তাকে ডাক্তার দেখানো দরকার। লোকমানের কথা শুনে চেয়ারম্যান বলে সব কিছুই করবো সাথে অনেক টাকা ও দিব সবকিছু করবো কিন্তু আমার কথা মতো চলতে হবে। এই কথা শুনে লোকমান বলে আমার মনে হয় না ওস্তাদ এসব করতে রাজি হবে।
এরপর একদিন সাহেবের ঘরের কাছে নায়িকা এসে সাহেবকে ডেকে বলে শুধু আমার জন্য হলেও সে যেন মিথ্যা কথা বলে। একে করে নায়িকার যেমন বেঁচে যাবে তেমনি চেয়ারম্যান বাড়ির সম্মানও বলা থাকবে। কিন্তু সাহেব কোন মতে রাজি হয় না কারণ সে সত্যকে ভরসা করে।
একদিন চেয়ারম্যান সাহেব বুদ্ধি করে গ্রামের মেম্বারকে বলে বাবা আমার মেয়ের সম্মান তোমার হাতে তুমি যদি স্বীকার কর যে আমি টাকা দিয়ে সাহেবকে মিথ্যা কথা বলিয়েছি তাহলে সবকিছু সমাধান হয়ে যায়। কিন্তু গ্রামের মেম্বার নায়িকাকে উল্টা বিয়ে করার প্রস্তাব দেয় এতে করে চেয়ারম্যান সাহেব অনেক রেগে যায় এবং তাকে সেখান থেকে বের করে দেয়।
এ দিকে সাহেবকে নানা ভাবে বারবার বোঝানো হয় যে সে যেন শুধু এই কথাটা স্বীকার করে যে শুভর সাথে নায়িকার কোন সম্পর্ক ছিল না। কিন্তু সাহেব তার নিজের কথায় ছিল অটুট যার কারণে সে কারোর কথায় কর্নপাত করে না।
এরপর নাটকটি শেষ হয়ে যায়.....
ব্যক্তিগতভাবে আমার কাছে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর নাটক আমি এর আগে কখনোই দেখেনি। যেহেতু সামনে আরও পর্ব আছে সেহেতু নাটক দেখতে অনেক মজার হবে আশা করছি। নাটকে যারা অভিনয় করেছে তার অনেক সুন্দর এবং স্বাভাবিক অভিনয় করেছে। নাটকের রেটিং হিসেবে ০৯/১০ দিলাম।
পোস্টের ধরন | নাটক রিভিউ। |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশি নতুন একটি নাটকের রিভিউ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার চমৎকার এ নাটক রিভিউ দেখে ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে রিভিউ করেছেন। নাটকটা দেখা না থাকলেও আপনার মাধ্যমে যথেষ্ট ধারণা পেলাম।
এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ আপনি সাহেব নামে গোলাম নাটকের ৫ম পর্ব রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি । রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এই নাটকের প্রত্যেকটা পর্ব আমি দেখেছি। আমার কাছে অনেক ভালো লাগে। এই নাটকটি নাটকটির মধ্যে সামাজিক ব্যবহারগুলো আমার কাছে দারুন লেগেছে। আজকের পর্বে রিভিউ পড়ে আরো ভালো লাগলো।
সাহেব নামে গোলাম নাটকটি যদিও দেখা হয়নি। তবে আপনার রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।সাহেব নামে গোলাম নাটকটি আমার দেখা হয়েছে এবং এই পর্বটিও আমি দেখেছি। যাইহোক আপনার পোস্টে আবার এই রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
সাহেব নামে গোলাম নাটকটা অনেক সুন্দর। এই নাটকটা আমি দেখে থাকি। আপনি আজকে অনেক সুন্দর করে এই নাটকটার পঞ্চম পর্ব শেয়ার করলেন। এই নাটকের প্রতিটা পর্বের রিভিউ আশা করি এরকম ভাবেই শেয়ার করবেন। এখন অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য।
দেখতে দেখতে সাহেব নামে গোলাম নাটকের পঞ্চম পর্ব আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে নাটকের কাহিনী ও অভিনেতাদের অভিনয় সুন্দর হলে নাটক দেখতে খুব ভালো লাগে। আবার কেউ সুন্দর করে গল্প বললেও গল্প শুনতেও ভালো লাগে। আজ আপনারএই নাটকের রিভিউটি পড়ে নাটকটি দেখাতে খুব ইচ্ছা হচ্ছে। খুবই সুন্দর করে আপনি আজকের নাটকের পঞ্চম পর্বটিও তুলে ধরেছেন।
খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।