ক্রিয়েটিভ রাইটিং: নিজেকে পরিবর্তন করতে চাইলে বাঁধা আসবেই।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমি হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নিজেকে পরিবর্তন করতে যে বাধার সৃষ্টি হয় আর এই বাধা থেকে কিভাবে নিজেকে বের করে আনতে হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো।
মানুষ আর মানুষ হিসাবে জন্ম গ্রহণ করার পরই আমারা সমাজে বসবাস করে আসছি। সমাজে বাস করতে হলে একটি নিয়ম কানুন মেনে আমাদেরকে চলতে হয়। যদিও মানুষ স্বাধীন ভাবে চলাচল করতে পছন্দ করে। তার পরও আমাদেরকে কিছু বিষয় মাথায় রেখে চলতে হয়। সমাজে মানুষ সঠিক আর ভুল এই দুইটি বিষয় নিয়ে চলাচল করে। সবাই আশা করে সঠিক ভাবে পথ চলতে। কেউ কেউ আছে যে জ্ঞান নিয়ে চলাচল করে, এর ফলে তারা সমাজে ভালোদের কাতারে পড়ে। নানা কারনে মানুষ ভুল পথে চলতে পারে,তবে সেই বিষয়টা বেশি দীর্ঘ না হলে পরিবর্তনের দিকেও অগ্রসর হতে পারে। যারা ভালো তারা তো ভালোই তবে যারা খারাপ ছিলো তারা তাদের ভুলকে বুঝতে পেরে সমাধানের চেষ্টা করে। তবে সেই ক্ষেতে বিষয়টা এতটা সহজ হয় না। কারন আমারা সবাই বিষয়টাকে হাস্যকর মনে করি। আমারা তাদের পরিবর্তনটাকে মানতে পারি না। যদিও এই বিষয়টা খুবই স্বাভাবিক। মানুষ যে কোন সময় পরিবর্তন হতে পারে। তবে যারা নিজেদের ভুলকে বুঝতে পেরে সঠিক পথে আসার চেষ্টা করে আমাদের উচিৎ তাদেরকে সাহায্য করা উৎসাহিত করা। পরিবর্তনে বাধা আসবেই এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কেন এবং কোন কারনে এই বাধা আসে সেই বিষয়ে কিছু কথা শেয়ার করি।
মানুষের জীবনে পরিবর্তন একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রক্রিয়া। তবে পরিবর্তনের পথ কখনোই সহজ নয়। আপনি যদি নিজের জীবন বা চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে চান,তা হলে বাধা আসা একেবারেই স্বাভাবিক। এই বাধাগুলোর কিছু অভ্যন্তরীণ এবং কিছু বাহ্যিক।
নিজেকে নতুন পথে পরিচালিত করতে গেলে অনেক সময় নিজের দক্ষতা বা সঠিকতা নিয়ে সন্দেহ জাগে। এটা আমাদের মানসিক বাধা সৃষ্টি করে। মানুষ সাধারণত পরিচিত পরিবেশে থাকতে পছন্দ করে। যখন কেউ পরিবর্তনের দিকে অগ্রসর হয়, তখন সমাজ বা পরিবেশ থেকে সমালোচনা বা প্রতিবন্ধকতা আসে। দীর্ঘদিনের অভ্যাস ছাড়তে কঠিন লাগে। পুরনো অভ্যাসের প্রতি টান এবং নতুন অভ্যাস গড়ে তোলার চ্যালেঞ্জ বাধার সৃষ্টি করে। আপনি যদি পরিবর্তনের সঠিক কারণ এবং লক্ষ্য সম্পর্কে নিশ্চিত না হন, তবে পথচলা আরও কঠিন হয়ে যায়। ব্যর্থতার ভয়, নতুন পরিস্থিতির প্রতি ভয় বা অজানার প্রতি ভয় আপনার পরিবর্তনকে থামিয়ে দিতে পারে। মানুষ সাধারণত স্থিতিশীলতা পছন্দ করে। কোনো নতুন পরিবর্তন তাদের নিরাপত্তা এবং আরামের জগৎকে চ্যালেঞ্জ করে। সমাজ পরিবর্তনশীল মানুষকে সন্দেহের চোখে দেখে, কারণ তারা সেই প্রচলিত নিয়ম ভাঙে যা সমাজে স্বীকৃত।
নিজের ওপর বিশ্বাস রাখুন এবং আপনার লক্ষ্যগুলোর প্রতি দৃঢ় থাকুন। বড় পরিবর্তনের পথে ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগোন। এতে পথ সহজ হবে। আপনার পরিবার, বন্ধু বা মেন্টরের কাছ থেকে সহায়তা নিন। তাদের সমর্থন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সমালোচনাকে শেখার একটি সুযোগ হিসেবে দেখুন এবং নিজের কাজে ফোকাস রাখুন। পরিবর্তন ধীরে ধীরে আসে। তাই ধৈর্য ধরে নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যান।
পরিবর্তন একটি চ্যালেঞ্জিং কিন্তু সুন্দর প্রক্রিয়া। এতে বাধা আসবেই তবে সেই বাধাগুলো পার করতে পারলেই আপনি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন। মনে রাখবেন বাঁধা যত বড়ই হোক সেটি আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য।
সমাপ্ত
পোস্টের বিষয় | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
এ কথা আপনি ঠিক লিখেছেন ভাইয়া। ভালো কিছু করতে গেলে সেখানে অনেক বাধা থাকে। তবে তার মধ্য দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে যেতে হবে।
জ্বি আপু আপনিও অনেক সুন্দর বলেছেন ধন্যবাদ আপু।
আসলে আমাদের জীবন পরিবর্তন না করলে সফলতা কখন আসবে না। আর জীবন যখন পরিবর্তন হতে শুরু করে তখনই আশেপাশের কিছু মানুষ বাধা দেয় । এতে করে আমরা পিছু পা না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আপনি ঠিক বলেছেন ভাই, নিজেকে পরিবর্তন করতে চাইলে বাঁধা আসবেই। বাঁধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য।
শুকরিয়া ভাই অনেক সুন্দর করে আপনার মূল্যবান কিছু কথা আমার পোস্ট এ শেয়ার করার জন্য ভালো থাকবেন ভাই।
এটা খুবই সত্য যে, পরিবর্তন একটি প্রক্রিয়া যা প্রতিটি মানুষের জীবনে আসে। কিন্তু, সেই পরিবর্তনকে গ্রহণ করা কখনো সহজ হয় না। তবে, আত্মবিশ্বাস এবং ধৈর্যের সাথে আমরা যদি ধাপে ধাপে এগিয়ে চলি, তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব। সমাজের সমালোচনা বা প্রতিবন্ধকতা থেকেও শক্তি পেয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে।
আপনি অনেক সুন্দর বলেছেন ভাই, আপনার মূল্যবান কিছু কথা আমার পোস্ট এ শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
PUSS Task শেয়ার করা বাধ্যতামুলক, এটা মিস করা মানে কিউরেশন মিস করা। ধন্যবাদ
শুকরিয়া ভাই বিষয়টা সম্পর্কে অবগত করার জন্য।