হিংসা কখনো কাউকে ভালো মানুষ করে গড়তে পারে না।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন যে সময়টা আমরা অতিক্রম করছে এই সময়টা আমাদের জন্য খুবই বিপদজনক এই সময়টাতে বেশিরভাগ মানুষ অসুস্থত হয়ে পড়ে। রাতের প্রথম অংশে গরম অনুভূতি হলেও রাতের শেষভাগে শীত পরে। কিন্তু সেই সময় গায়ে কাঁথা বা কম্বল না থাকার কারণে আমাদের কেন এরকম রোগে পড়তে হয়। ছোট থেকে বড় সবাই কমবেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয়। আজকে আমি আপনাদের মাঝে একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা সমাজে বাস করি আর সমাজে বসবাস করতে হলে আমাদেরকে নানা রকম সমস্যার সমাধান করে পথ অতিক্রম করে চলতে হয়। সমাজে নানা রকম মানুষ বাস করে। ছোট-বড় ধনী গরিব সকল প্রকারের মানুষ নিয়ে আমরা সমাজে বসবাস করি। আর এ সমাজে বসবাস করতে হলে আমাদেরকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। মানুষের ভিতরে হিংসা বিরাজমান একে অপরের প্রতি মানুষের হিংসার পরিমানটা দিন দিন বেড়েই চলছে। আজকে আমি এই হিংসা নিয়েই কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আমার কথাগুলা অনেক ভালো লাগবে।
হিংসা হলো মানুষের মনে জন্ম নেওয়া একধরনের নেতিবাচক অনুভূতি, যা অন্যের সাফল্য, সুখ বা প্রাপ্তি দেখে নিজের ভেতরে ক্ষোভ ও অসন্তুষ্টি তৈরি করে। এই অনুভূতি মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে এবং তার সৃজনশীলতা, উদারতা ও শান্তি কেড়ে নেয়। হিংসা মানুষকে নিজের ভুল, ব্যর্থতা বা সীমাবদ্ধতাকে অস্বীকার করতে শেখায় এবং সবসময় অন্যের প্রতি বিদ্বেষ রাখতে বাধ্য করে।
মানুষের জীবনে সাফল্য, শান্তি এবং আনন্দ তখনই আসে যখন সে তার মন থেকে নেতিবাচকতা দূর করে। হিংসা হলো সেই নেতিবাচক শক্তি, যা মানুষের মনকে বিষাক্ত করে তোলে। এটি কেবল অন্যের প্রতি ঘৃণা নয়, নিজের মানসিক শান্তিরও সর্বনাশ ঘটায়। যখন আমরা অন্যের সাফল্য দেখে হিংসা করি, তখন আমাদের মন ক্রমশ এক অন্ধকার গহ্বরে তলিয়ে যায়। আমরা ভাবতে শুরু করি, "কেন তার জীবনে এত সাফল্য আর আমার নয়?" এই ভাবনা আমাদের ক্ষুদ্র করে তোলে। আমাদের ভেতরের প্রতিভা, সৃজনশীলতা এবং ভালো গুণাবলি চাপা পড়ে যায়। হিংসা আমাদের সময় নষ্ট করে, কারণ আমরা তখন নিজের উন্নতির দিকে না তাকিয়ে অন্যের ক্ষতি কামনায় ব্যস্ত হয়ে পড়ি।
ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিবাচক মানসিকতা এবং উদার হৃদয়। একজন ভালো মানুষ কখনোই হিংসাপরায়ণ হতে পারে না। বরং সে অন্যের সাফল্যে অনুপ্রাণিত হয়, নিজের দুর্বলতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং নিজেকে আরও ভালো করার চেষ্টা করে। হিংসা এই মানসিকতাকে ধ্বংস করে।
যে ব্যক্তি হিংসাপরায়ণ তার মনে কখনো শান্তি থাকে না। সে সর্বদা অন্যের সাফল্যকে ছোট করতে চায় তাদের সুখকে নষ্ট করতে চায় এবং নিজের ক্ষুদ্র চিন্তাধারার মধ্যে বন্দী থাকে। এ ধরনের মানসিকতা একজন মানুষকে কখনোই ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। বরং হিংসা তাকে আরও নিচু মানসিকতার দিকে ঠেলে দেয়।
ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো উদার মনোভাব সহানুভূতি এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ভালো মানুষরা অন্যের সাফল্যে অনুপ্রাণিত হয় তাদের আনন্দে খুশি হয় এবং নিজের উন্নতির জন্য অন্যের সাফল্যকে শিক্ষার উৎস হিসেবে দেখে। হিংসা এই মানসিকতার সম্পূর্ণ বিপরীত। হিংসাপরায়ণ ব্যক্তি কখনোই নিজের উন্নতি করতে পারে না কারণ তার সমস্ত শক্তি ব্যয় হয় অন্যকে ঘৃণা করতে এবং তাদের ক্ষতি করার কল্পনায়।
তাছাড়া হিংসা মানুষের সম্পর্ককে নষ্ট করে। পরিবার, বন্ধু সহকর্মী সকলের সাথে সুস্থ সম্পর্ক বজায় রাখতে হলে আমাদের সহনশীল দয়ালু এবং ইতিবাচক হতে হয়। কিন্তু হিংসা মানুষের মধ্যে সন্দেহ রাগ এবং অসন্তোষের সৃষ্টি করে যা ধীরে ধীরে সম্পর্কগুলোকে বিষিয়ে তোলে।
তাই, যদি কেউ সত্যিই ভালো মানুষ হতে চায় তবে তাকে হিংসা থেকে দূরে থাকতে হবে। অন্যের সাফল্যকে সম্মান করতে হবে নিজের ভুলগুলো স্বীকার করতে হবে এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার জন্য কাজ করতে হবে। হিংসা পরিহার করে উদার মন নিয়ে চললে তবেই একজন সত্যিকারের ভালো মানুষ হওয়া সম্ভব। হিংসা নাই বরং ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করে চলতে হয়। এতে করে নিজের আত্মশুদ্ধি হয় ভালো মানুষ হওয়া যায়।
হিংসা মানুষের সর্বনাশের মূল। এটি কখনো মানুষকে ভালো গুণাবলীর অধিকারী করতে পারে না। বরং ভালো মানুষ হতে চাইলে হিংসা ভুলে গিয়ে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতাকে বেছে নিতে হবে।
সমাপ্ত
পোস্টের বিষয় | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
যেকোনো মানুষের অবনতির একমাত্র কারণ হলো হিংসা।এই হিংসা একজন মানুষ কে সফলতা থেকে সরিয়ে দেয়।আমাদের হতে হবে উদার মনের অধিকারী।হিংসা,বিদ্বেষ ভুলে আমাদের সহানুভূতিপূর্ণ মনোভাব আয়ত্ব করতে হবে।তবেই জীবন সুন্দর ও সফল হবে।
জ্বি আপু ভালোটা গ্রহণ করে জীবন যাপন করা উচিৎ, ধন্যবাদ আপু আপনার যথাযথ মতামত শেয়ার করার জন্য।
হিংসা খুবই খারাপ একটা জিনিস। আর এটা যার মধ্যে রয়েছে তার জীবনটাই এক সময় নষ্ট হয়ে যায়। কারণ হিংসা কখনো মানুষকে ভালো কিছু করতে শেখায় না। এই হিংসার কারণে অনেকের জীবনটাই নষ্ট হয়ে যায়। যে বেশি হিংসা করে সে কখনো ভালো কিছু পায় না। হিংসা মানুষকে সফলতার থেকে খুবই দূরে রাখে। তাই মনের মধ্যে হিংসা না রাখাই ভালো।
জ্বি আপু আপনি একদম সঠিক বলেছেন, ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।