লাইফস্টাইল: অরন্যক রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার অনুভূতি শেষ পর্ব।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
আমার বাংলা ব্লগের সকল সদস্য বৃন্দ
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। গত সপ্তাহে আপনাদের মাঝে অরন্যক রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার অনুভূতি শেয়ার করেছিলাম। আজ তার শেষ পর্ব নিয়ে হাজির হলাম রেস্টুরেন্টটি৷ আমাদের কাছে অনেক ভালো লেগেছিলো। আপনাদের সাথে শেয়ার করার পর আপনারাও বলেছিলেন যে অরন্যক রেস্টুরেন্টটি আপনাদের অনেক ভালো লেগেছে৷ যেহেতু রেস্টুরেন্টটি নতুন তাই তারা খুব বেশি সাজাতে পারেনি। তবে যতটুকু করেছে রুচিসম্মত ভাবেই সাজিয়েছে৷
এরপর আমারা মেনু দেখলাম। সেখানে নানা রকম আইটেম ছিলো। তবে সব গুলা আইটেমের মধ্যে আমারা কফি অর্ডার করলাম। আমার ছেলে কফি খেতে পছন্দ করে তাই আমারা কফি অর্ডার করলাম। কফি অর্ডার কারার প্রায় ১৫ মিনিট পর কফি হাতে পেলাম। খেয়াল করে দেখলাম যারা অর্ডার নিচ্ছে একসাথে অনেক গুলা অর্ডার কাটার পর সেটা তাদের নির্দিষ্ট জায়গায় পৌছে দিচ্ছে। তবে সেখানে যারা কর্মচারী ছিলো তাদের অনেকই আমাদের পরিচিত। কারন তারা আমাদের অফিসের আশেপাশে বাড়ি।
যখন তারা আমাদেরকে কফি দিয়ে গেলো কফি দেখে মনে হচ্ছিলো খেতে অনেক মজা হবে। তবে পরে যখন কফি মুখে দিলাম তখন আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেলো। আমারা যেমনটি আশা করেছিলাম তার সাথে কোন মিল নাই। আসলে উপর দেখে কোন কিছুই বিচার করা ঠিক না। যেহেতু আমি কফি খুব একটা পছন্দ করি না তাই দুইটি অর্ডার করে ছিলাম। ভাবলাম আমি একটু খেয়ে ছেলেকে দিয়ে দেবো। তবে সেটা আর করা লাগে নাই সব কফি আইয়ান একাই খেয়ে ফেলেছে। তার কাছে মনে হয় অনেক ভালো লেগেছে। এমনিতেই ছোট কাল থেকেই ছেলে অনেক চা খেতে পছন্দ করে। এমনকি বাসাতে চা বানালে তার জন্য আলদা করে বানিয়ে দিতে হয়। আমরা কফি খেয়ে বিল পরিশোধ করে দিলাম। তার পর আর বেশি ক্ষন সেখানে বসে থাকা হয়নি। বাসা থেকে অনেক ক্ষন আগেই আমারা বেরিয়েছিলাম। যার কারনে আর বেশিক্ষন সেখানে স্থায়ী হতে পারেনি। তবে আমারা যত ক্ষন সেখানে ছিলাম আমরা খুবই আনন্দ করেছি। বিশেষ করে আমার ছেলে অনেক খুশি হয়েছিলো। অনেক দিন পর পর বাইরে ঘুরতে যাওয়া হয়। একা একা সারাটা দিন চার দেয়ালের মাঝে থাকার পর যখন সে একটু মুক্ত জায়গায় বেড়াতে যাই সে খুবই খুশি হয়।
আজ এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। লেখার ভেতর ভুল হতে পারে আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পোস্টের ধরন | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | রেডমি নোট ০৮ |
লোকেশন | পাবনা |
মাঝেমধ্যে এরকম ভাবে বাহিরে যেতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে উপর থেকে দেখে কোনো কিছুকেই বিচার করা ঠিক নয়। কারণ ভেতরটা কি রকম হবে এটা আমরা জানি না। আর আগে থেকে ভেবে ফেললে দেখা যায় এটা উল্টো হয়। আপনার ছেলের মনে হয় অনেক পছন্দ হয়েছে, তাই তো একাই খেয়ে নিয়েছিল। অনুভূতিটা এত সুন্দর করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু, আর ছেলে সত্যি অনেক পছন্দ করেছিলো। আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার ভাবে আপনার মতামত শেয়ার করার জন্য।
এই রেস্টুরেন্টে কাটানো অনেক সুন্দর একটা মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। তবে কফি খাওয়ার অনুভূতিটা খুব একটা ভালো ছিল না দেখে খারাপ লাগলো। কফি দেখতে তো অনেক মজাদার বলে মনে হচ্ছে, কিন্তু খেতে তেমন ভালো ছিল না বুঝতেই পারছি। এত সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
জ্বি ভাই দেখে আমিও ভেবেছিলাম যে খেতে ভালো হবে, তবে খাওয়ার পর বুঝলাম খুব একটা ভালো বানাতে পারেনি। শুকরিয়া এত সুন্দর করে আপনার মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন ভাই।
রেস্টুরেন্টটি সত্যিই বেশ ভালো। যদিও এটি নতুন তবুও এর সাজসজ্জা খুব ভালো লাগলো। কফিটা দেখে তো ভাল মনে হচ্ছে। তবে সেটি খুব একটা ভালো ছিল না শুনে আশাহত হলাম। হয়তো সঙ্গে আরও কিছু নিলে আপনাদের খাওয়া জমে যেত। সব মিলিয়ে একটি ভালো লাইফ স্টাইল পোস্ট শেয়ার করলেন।
জ্বি ভাই সেটাই করার দরকার ছিলো, তবে সেটা করা হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত চমৎকার ভাবে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য ভালো থাকবেন।