ভিডিওগ্রাফি: হাতির ভিডিওগ্রাফি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতই আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত নতুন কিছু বিষয় আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পেরে অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিওগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে রাস্তায় চলা হাতির ভিডিও শেয়ার করবো৷ ছোট বেলায় দেখতাম এমন করে গ্রামের ভেতর অনেক দিন পর পর হাতি আসতো। যারা হাতিকে পরিচালনা করতো তারা পথের লোকদের ধরে ধরে টাকা আদায় করতো। আমারা হাতি দেখে অনেক ভয় পেতাম আবার আনন্দ ও পেতাম। হাতির পিছন পিছন আমরা অনেক দূর যেতাম বেশ ভালো লাগতো। পাড়ার সব ছেলে মেয়েরা একসাথে হাতির পিছ পিছ যেতাম। সেই দিনের কথা আবারও মনে পড়ে গেলো সেদিন। হঠাৎ করেই দেখলাম একটি হাতি আসতে। জোরে পা ফেলে হাটতে হাটতে আসলাম হাতি দেখতে। সাথে ছেলে ছিলো যার কারনে হাতির খুব কাছাকাছি যেতে পারিনি। তবে একটু কাছে আসতেই চোখে পড়লো আরেকটা হাতি। সেই আগের মতোই তারা রাস্তার মানুষকে দাঁড় করিয়ে টাকা আদায় করছে। প্রথমের দিকে ভিডিও করার কথা মনে ছিলো না পড়ে অবশ্য মনে পড়ে গেলো৷ যাক ভিডিও ধারণ করে বেশ হয়েছে। আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। যেহেতু প্রথমে ইচ্ছা ছিলো না ভিডিও করার তাই খুব একটা সুন্দর করে ভিডিও ধারণ করতে পারিনি। তবে চেষ্টা করেছি সুন্দর করে ভিডিওটি ধারণ করতে। আশা করছি আমার ধারণ করা ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
পোস্টের ধরন | ভিডিও গ্রাফি পোস্ট |
---|---|
ডিভাইস | রেডমি নোট ০৮ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ ভাবে হাতির ভিডিওগ্রাফি করেছেন ভাইয়া। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই কারণ অনেকদিন হাতি দেখি নাই আপনার ভিডিওর মাধ্যমে হাতি দেখার সুযোগ হয়ে উঠলো। চমৎকার হয়েছে ভিডিওটা।
জেনে ভালো লাগলো আপু যে আমার ভিডিওগ্রাফির মাধ্যমে আপনি হাতি দেখতে পেয়েছেন। শুকরিয়া আপু ভালো থাকবেন।
আপনার লেখা পোস্টটি পড়ে কিছু সময়ের জন্য সেই ছোটবেলার অতীতের সোনালী দিনে ডুবে গিয়েছিলাম। কতইনা আনন্দময় ছিল সেই সময় গুলো। গ্রামে হাতি ঢুকলেই ভয় লাগতো ঠিকই কিন্তু তার চেয়ে আনন্দটাই বেশি হত। যাইহোক অনেকদিন পর আপনার পোস্টে করা ভিডিওগ্রাফির মাধ্যমে হাতি দেখতে পেলাম। শৈশবের স্মৃতিচারণ মূলক পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাই এই অনূভুতির কথা বলে শেষ করা যাবে না। সেই দিনের কথা অনেক মনে পড়ে। ধন্যবাদ ভাই এর সুন্দর মতামত শেয়ার করার জন্য।
আজ তুমি খুব সুন্দর একটি হাতির ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছো।তোমার ধারণ করা ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। কয়েকদিন আগে আমিও দেখলাম দুইটা হাতি যাচ্ছিলো রোড দিয়ে। হাতি দুইটা দেখে সত্যি অনেক ভালো লাগলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যা অনেক দিন পর হাতি দেখে অনেক ভালো লাগলো। আমার সাথে ছেলে ছিলো সে খুব খুশি হয়েছে হাতি দেখে। শুকরিয়া জানাই
তোমাকেও অনেক অনেক শুকরিয়া জানাই।