ক্রিয়েটিভ রাইটিং: সমাজ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করুন।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটু ভিন্ন ভাবে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। আশা করছি আমার এই পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমারা সামাজিক জীব, আর সামাজিক জীবন বলার কারন হলো আমারা সবাই মিলে একসাথে সমাজে বসবাস করি। শুধু মাত্র মানুষ একত্রে সমাজে বসবাস করে আর অন্য কোন প্রানী এভাবে বসবাস করে না। আর সমাজে নানা রকম মানুষ বসবাস করে। নানা গোত্রের, নানা পেশা, নানা ধর্ম, নানা বর্নের মানুষ সমাজে একসাথে বসবাস করে। আর সমাজে বাস করতে হলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। নানা রকম বিপদ আপদের পড়লে সমাজ থেকে সাহায্য পাওয়া যায়। এই সমাজেই আছে সমস্যা আবার এই সমাজেই আছে সমাধান। তবে আমরা যে কোন সমস্যায় পড়লে সমাজকে দোষ দেয়।
আমরা প্রায়ই সমাজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। দুর্নীতি, দারিদ্র্য, বৈষম্য, অবিচার এসবের কথা বলতে গেলে আমাদের মনে হয় সমাজই মূল সমস্যার কেন্দ্র। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, সমাজ আসলে কারা? সমাজ বলতে তো আমরা, আমাদের পরিবার, আমাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী, সহকর্মী এভাবেই একে গড়ে তোলা হয়েছে। এই সমাজের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের প্রথমে নিজেদের দিকে তাকাতে হবে।
আমরা চাই সমাজে সততা প্রতিষ্ঠা হোক। কিন্তু আমাদের নিজেদের কাজ কি সত্যিই সৎ? আমরা চাই অন্যরা দায়িত্ববান হোক। কিন্তু নিজে কি সবসময় দায়িত্ব পালন করি? বাসে যাত্রার সময় ভাড়া কম দিতে চাইলে, অফিসে সময়মতো না গিয়ে ছুটি বাড়িয়ে নিতে চাইলে, বা পরীক্ষায় একটু অসদুপায় অবলম্বন করলে এসব ছোট ছোট কাজ কি সমাজে নৈতিকতার সঙ্কট সৃষ্টি করে না?
আমরা প্রায়শই চাই অন্য কেউ এসে আমাদের জন্য পরিবর্তন আনুক। একজন নেতা, একজন শিক্ষক বা কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব যেন সমাজের সব সমস্যা সমাধান করে দেন। কিন্তু আমরা ভুলে যাই বড় বড় পরিবর্তন শুরু হয় ব্যক্তিগত স্তর থেকে। সমাজ একটি ক্যানভাস আর প্রত্যেকে একজন শিল্পী। আমরা যদি নিজের তুলিতে ভুল আঁকি তাহলে পুরো ছবি সুন্দর হবে কীভাবে?
সমাজের প্রতি আমাদের একটি অদ্ভুত দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা চাই এটি আমাদের পছন্দমতো হোক কিন্তু আমরা নিজেরা তাতে কোনো অবদান রাখতে চাই না। এটি এমন যেন আমরা একটি বাগান চাই কিন্তু বীজ রোপণ করতে বা পানি দিতে রাজি নই। সমাজে পরিবর্তন আনতে হলে নিজেকে সেই বাগানের মালি হিসেবে দেখতে হবে। নিজের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ভুল থেকে শেখা এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে হবে।
একটি উদাহরণ ধরা যাক। ধরুন রাস্তায় আবর্জনা ফেলা বন্ধ করতে চান। আপনি হয়তো ভাবছেন, "আমার একা না ফেললে কী হবে?" কিন্তু আপনি যখন নিজে এটি করা বন্ধ করবেন এবং আশপাশের মানুষকে উৎসাহিত করবেন তখন একটি ছোট পরিবর্তন শুরু হবে। ধীরে ধীরে সেটি বৃহত্তর মাত্রা পাবে। ঠিক তেমনই সমাজের প্রতিটি সমস্যার সমাধানের জন্য আগে নিজের মধ্যেই পরিবর্তন আনতে হবে।
বিশ্বের বিভিন্ন দার্শনিক ও নেতারা এই সত্য উপলব্ধি করেছেন। মহাত্মা গান্ধী বলেছিলেন, “তুমি যদি পৃথিবীকে বদলাতে চাও তবে নিজেই সেই পরিবর্তন হও।” তাঁর কথায় একটি গভীর বার্তা রয়েছে—পরিবর্তন বাইরে থেকে আসে না এটি আসে ভেতর থেকে।
এখানে একটি প্রশ্ন আসে নিজেকে পরিবর্তন করা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন নিজে বদলাবেন তখন আপনি কেবল নিজের মধ্যেই পরিবর্তন আনছেন না আপনি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠছেন। মানুষ দেখে শেখে। আপনি যদি সৎ হন অন্যরাও সৎ হতে অনুপ্রাণিত হবে। আপনি যদি দায়িত্ব পালন করেন, অন্যরাও আপনার মতো হতে চাইবে। এভাবেই পরিবর্তন ছড়িয়ে পড়ে।
তাই সমাজে পরিবর্তন আনার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সেই পরিবর্তনের যোগ্য? আমি কি নিজের জীবনে সে ইতিবাচকতা আনতে পেরেছি যা আমি অন্যদের কাছে চাই? প্রতিদিনের কাজের মধ্যে যদি আমরা এই প্রশ্নগুলো সমাজ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করুন নিজেদের করি এবং প্রতিনিয়ত নিজের চরিত্র ও নৈতিকতার উন্নতি ঘটাই তবে সমাজের পরিবর্তন একসময় নিশ্চিত হবে। বড় কোনো পরিবর্তন রাতারাতি আসে না। এটি ধীরে ধীরে গড়ে ওঠে এক একটি ব্যক্তির ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ থেকে।
তাই আসুন নিজেকে পরিবর্তনের পথে এগিয়ে নিই। সমাজের পরিবর্তন শুরু হোক আমাদের নিজস্ব বিবেকবোধ, নৈতিকতা এবং উদাহরণ স্থাপনের মধ্য দিয়ে।
সমাপ্ত
পোস্টের বিষয় | ক্রিয়েটিভ রাইটিং। |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজের মাধ্যমে, আমাদের আচরণ এবং নৈতিকতা সমাজের বৃহত্তর পরিবর্তনের জন্য প্রভাব ফেলতে পারে। সত্যিই, সমাজের প্রতি দায়িত্বশীলতা ও সততা আমাদের নিজের আচরণ থেকে শুরু হওয়া উচিত।এত সুন্দর একটি লেখনী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
শুকরিয়া ভাই আপনার মতামত পড়ে অনেক ভালো লাগলো।
আপনার পোষ্টের সাথে আমি একমত। সমাজ পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আসলে সমাজে নেতা বা শিক্ষক যে কেউ দায়িত্ব পালন করে যদি কাজ করে সমাজে পরিবর্তন আসবে। এই কারণে তারা আগে পরিবর্তন হয়ে যদি সঠিকভাবে পথ দেখায় সমাজকে তাহলে সমাজ সামনের দিকে এগিয়ে যাবে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
শুকরিয়া ভাই আপনার মূল্যবান কিছু কথা আমার পোস্ট এ শেয়ার করার জন্য।
একেবারে বাস্তবিক ও সুন্দর কিছু কথার মধ্য দিয়ে আজকে আপনি আপনার পোস্ট সাজিয়ে তুলেছেন৷ আসলে মানুষ নিজের পরিবার অথবা নিজেকে ঠিক করার আগে যখন সমাজ ঠিক করতে যায় তখন সেখানে তার কোন মূল্য থাকে না৷ আমাদের সমাজে এমন অনেক মানুষই থাকে যাদের নিজের ঘরের কোন ঠিক ঠিকানা নাই তারা সমাজ ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়ে৷ আর এরকম ব্যক্তি কখনো ভালো কিছু করতে পারবে না৷ আপনি আপনার এই পোস্ট খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে৷
শুকরিয়া ভাই আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।