নাটক রিভিউ: সাহেব নামে গোলাম পর্ব-০৪।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে সাহেব নামে গোলাম নাটকের চতুর্থ পর্ব নিয়ে কথা বলবো। এই নাটকটি গত দুই তিন সপ্তাহ ধরে আপনাদের সাথে রিভিউ করে আসছি। আপনারা বেশ সাড়া দিয়েছেন নাটকটি দেখে। আপনাদের কাছে নাটকটি অনেক ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে ছিলেন।
আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি বেশির ভাগই ঈগল টিমে নাটক রিভিউ করে থাকি কারণ এই গোল টিমে নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারন ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয় হয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই গোল টিমে নাটক গুলো দেখেছেন। আশা করি আপনাদের কাছে এই ধরনের নাটক গুলো অনেক ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে নাটকের মূলে যাওয়া যাক।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | সাহেব নামে গোলাম পর্ব-৪. |
পরিচালক | হাসান হাফিজুর রহমান । |
অভিনয়ে | ইফতেখার ইফতির, সাগরিকা । |
দৈর্ঘ | ৪৩ মিনিট ২২ সেকেন্ড |
মুক্তির সময় | ০৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ |
নাটকের শুরুতে দেখা যায় নায়িকা বারবার নায়ককে বলে তাদের বিষয়টা বাবাকে জানাতে কিন্তু নায়ক একটু লজ্জাবোধ করে। কারণ নায়ক নিজেকে সামান্য একটা গোলাম ছাড়া আর কিছুই ভাবে না তাছাড়া সে তার হুজুরকে অনেক সম্মান করে। যার কারনে নায়িকা বারবার তার বাবাকে এই বিষয়টি জানানোর কথা বললেও নায়ক তেমন একটা সাড়া দেয় না।
কিন্তু সাহেবের হুজুর বারবার সাহেবকে জিজ্ঞাসা করে সাহেব তোমার কি হয়েছে? কারণ নায়িকার বাবা বেশ কয়েকদিন ধরেই দেখছেন সাহেবের ঠিকঠাক নেই। নায়িকার বাবা সাহেব কে বারবার জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে যদি কোন সমস্যা হয়ে থাকে আমাকে বলতে পারো কিন্তু নায়ক বলে না কিছুই হয় না আমি ঠিক আছি।
এদিকে সাহেব তার হুজুরের সব রকম দেখা শোনে চালিয়ে যায়। কিন্তু নায়িকা সাহবকে বার বার তাদের বিষয়টি জানানো কথা বলে। এমনি নায়িকা তার বাবার সামনেও সাহেবকে নিয়ে ভালো ভালো কথাবার্তা বলতে থাকে। এসব দেখে সাহেব মনে করে নায়িকা সত্যি আমাকে অনেক ভালোবাসে যার কারণে সে আমার সাথে এমন করছে।
একদিন নায়িকা ছাদে দাঁড়িয়েছিল এমন সময় সাহেব সেখানে আসে। সাহেব তখন নায়িকাকে বলে হুজুর টাকা পাঠিয়েছে এগুলো আলমারিতে রেখে দিতে বলল। নায়িকা যখন সাহেবের হাত থেকে টাকাটা নিতে যায় তখন নায়িকা সাহেবের হাত জড়িয়ে ধরে। এতে সাহেব অনেকটা ঘাবড়ে যায়। নায়িকা বার বার নায়ককে স্মরণ করিয়ে দেয় তাদের বিষয়টি বাবাকে জানাতে।
একদিন নায়ক তার হুজুরের সাথে সাহস করে সব কথা বলে যায় এই কথা শুনে হুজুর অনেক রেগে যায়। হুজুর সাহেবকে নানা রকম কথাবার্তা বলতে থাকে। হুজুর সাহেব কে বলে তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে বিয়ের কথা বলিস। আমি এতদিন দুধ ভাত দিয়ে কাল সাপ পুষেছি। এমন সময় সেখানে নায়িকা উপস্থিত হয় তাকে জিজ্ঞাসা করা হয় সেই সাহেবকে ভালোবাসে কিনা। নায়িকা বলে আমি চেয়ারম্যানের মেয়ে হয়ে কেন একটা গোলামকে ভালোবাসতে যাব। এ কথা শোনার পর নায়ক হতবাক হয়ে যায় তখন সে বিষয়টা বুঝতে পারে। নায়ক সেখান থেকে বের হয়ে চলে আসে।
এরপর একদিন লোকমান আর সাহেবকে ডেকে নিয়ে চেয়ারম্যান সাহেবকে বলে এখন থেকে আমার দেখাশোনা সবকিছু লোকমান করবে তুই এখন থেকে আমার চাষের জমি দেখাশোনা করবি।
একদিন সাহেব জমিতে কাজ করছিলে এমন সময় সেখান দিয়ে নায়িকা লোকমান যা ছিল। সাহেবকে দেখে নায়িকা বলে আমার বাবার কিছু হয়ে গেলে তোমার কিন্তু খবর আছে। নায়িকা স্যারের সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে। কিন্তু সাহেব কিছুই মনে করে না।
একদিন সাহেব আর নায়িকা পথ যাচ্ছিল এমন সময় একটি গাছ থেকে শুকনা ডাল ভেঙে পড়ছিল সাহেব দৌড়ে গিয়ে নায়িকাকে বাঁচাতে গেলে নায়িকার গায়ে হাত লেগে যায়। এটা দেখে নায়িকা না বুঝে নায়ক কে একটি চড় মারে।পরে নায়িকার বান্ধবী সব বিষয়টা তাকে খুলে বলে কিন্তু নায়িকা এতে কিছুই মনে করে না বরং নায়িকা নায়ক কে কুপা বলে। নায়ক নিজের হাতে শুকনা ডাল পথ থেকে সরিয়ে ফেলে।
একদিন হঠাৎ করে নায়িকার বাবা নায়িকাকে বলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও পাশের গ্রাম থেকে লোক এসেছিল তোমাকে দেখে তার অনেক পছন্দ করেছে তাই তোমাকে দোয়া করতে চাই তুমি একটা ভালো জামা কাপড় পড়ে তাদের সামনে আসো। এই কথা শুনে নায়িকা বলে আমি এখন বিয়ে করব না বাবা। জিজ্ঞাসা করে তুমি কেন বিয়ে করবে না? তখন নায়িকা বলে আমার বিয়ে হয়ে গেলে তোমার দেখাশোনা কে করবে। তখন নায়িকা বাবা বলে আমার দেখাশোনা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমাদের দেখাশোনা করার জন্য সাহেব আছে। একথা শোনার পর নায়িকার কোন বাহানা দিতে পারে না।
এরপর নাটকটি শেষ হয়ে যায়......
শুধু আমার কাছে নয় নাটকটি সবার কাছে অনেক ভালো লাগে বলে আমি মনে করি। যেহেতু সামনে আরও পর্ব আছে সেহেতু নাটক দেখতে অনেক মজার হবে আশা করছি। নাটকে যারা অভিনয় করেছে তার অনেক সুন্দর এবং স্বাভাবিক অভিনয় করেছে। নাটকের রেটিং হিসেবে ০৯/১০ দিলাম।
পোস্টের ধরন | নাটক রিভিউ। |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি আজকে 15 তম পর্ব দেখলাম। ভালোই হচ্ছে নাটকটা।আজকে আপনি চতুর্থ পর্বটি খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন।চতুর্থ পর্বের কাহিনী গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছে।শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার মতো আমার কাছেও ঈগল টিমের নাটক দেখতে খুব ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর নাটক রিভিউ দিয়ে থাকেন। সাহেব নামে গোলাম নাটকের আজকে পর্ব-০৪ শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। যদিও এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। সময় পেল অবশ্যই দেখবো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
ওয়াও আজকে আপনি সাহেব নামে গোলাম নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ করেছেন। আমার কাছে ধারাবাহিক নাটক গুলো দেখতে এবং রিভিউ পড়তে অনেক বেশি ভালো লাগে।
সাহেব নামের গোলাম ছবির নাম শুনেছি। নাটকের নাম ও যে সাহেব নামে গোলাম নাটক চলছে তা জানতাম না। আজ আপনারা নাটকের রিভিউ পোস্টটি পড়ে বোঝা যাচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে। আপনি খুব সুন্দর করে নাটকের রিভিউটি তুলে ধরেছেন। এত সুন্দর করে নাটকের রিভিউ করলে তো সবাই নাটক দেখার অনেক উৎসাহ পাবে।
আপনি আজকে অনেক সুন্দর করে সাহেব নামে গোলাম নাটকের চতুর্থ পর্ব শেয়ার করেছেন। যে পর্বটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগে, আর নাটকটা আমার দেখা হয়। আশা করছি আপনি একে একে নাটকটার প্রতিটা পর্বের রিভিউ সবার মাঝে শেয়ার করবেন।