স্বরচিত কবিতাঃ নিশীথের নিস্তব্ধতায়।

in আমার বাংলা ব্লগ6 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ রবিবার ।


Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আমার লেখা স্বরচিত কবিতা লিখে শেয়ার করতে চলেছি। পূর্বের কোন অভিজ্ঞতা আমার ছিল না কবিতা লেখার উপরে কিন্তু আমার বাংলা ব্লগে কাজ করার পর মোটামুটি টুকটাক কবিতা লেখার চেষ্টা করি। এখন যে কবিতা আমি আপমাদের মাঝে শেয়ার করছি এই কবিতার নাম নিশীথের নিস্তব্ধতায়। আশা করি আমার কবিতাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

নিশীথের নিস্তব্ধতায়


লেখাঃ মোঃ আশিকুর রহমান।

নিশীথের নিস্তব্ধতায় একা বসে ভাবি,
অন্ধকারে হারিয়ে যাওয়া কত গল্প কথা।
নিভৃতে নিঃশব্দে খেলা করে আকাশে তারা,
তাদের জ্বলজ্বলে আলোয় ভাসে শত স্মৃতি।

জোনাকিরা জ্বলে উঠে খেলার মাঠে,
তাদের নাচের ছন্দে ভরে ওঠে হৃদয়।
নিশীথের বায়ুতে আসে দূর দেশ থেকে,
অনন্তের আহ্বান, শান্তির সুর।

নদীর কুলে বসে শোনা যায়,
জলের কলকল ধ্বনি।
মাঝিদের গান ভেসে আসে,
প্রেমের আবেগে ভরা।

চাঁদের আলোয় নদীর ঢেউগুলো
জলমল করে ওঠে।
মনের কোণে আঁকা স্বপ্নগুলো
আবার নতুন করে জেগে ওঠে।

পাহাড়ের চূড়ায় বসে দূরে তাকিয়ে দেখি,
প্রকৃতির রূপে মুগ্ধ হৃদয়।
নিঃসঙ্গতা আমার সঙ্গী,
তবুও যেন মনে হয় সব কিছুই আমার।

নিশীথের নিস্তব্ধতায় খুঁজে পাই,
এক অদ্ভুত শান্তি, একান্ত নিজের।
যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ক্লান্তি,
শুধু আকাশ, তারারা, আর আমি।

এই নিশীথের নিস্তব্ধতায় হারিয়ে যাই,
স্বপ্নের রাজ্যে, যেখানে শুধু সুখ।
এই নিস্তব্ধতা আমার আপন,
এখানেই আমার শান্তির ঠিকানা।


মূলভাব

কবিতাটি মূলত নিশীথের নিস্তব্ধতায় প্রাপ্ত শান্তি এবং একান্ত নির্জনতার কথা বলে। নিশীথ রাতের নির্জন পরিবেশে কবি প্রকৃতির সৌন্দর্য ও শান্তি অনুভব করেন এবং সেই অনুভূতির মাধ্যমে জীবনের বিভিন্ন দিককে উপলব্ধি করেন। এখানে নিশীথের নিস্তব্ধতা ও প্রকৃতির সৌন্দর্য কবির মনকে প্রশান্তি দেয় এবং তাকে একধরনের আত্মতৃপ্তি ও সান্ত্বনা প্রদান করে। কবিতায় উল্লেখিত বিভিন্ন উপাদান যেমন- আকাশ, তারা, নদী, জোনাকি, চাঁদের আলো সবকিছু মিলিয়ে এক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে, যেখানে কবি তার নিঃসঙ্গতা ও নির্জনতার মধ্যে শান্তি খুঁজে পান।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কবিতার মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

খুব সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার কবিতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন লিখেছেন কবিতাটা। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অসাধারণ। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 5 days ago 

আপনার এমন প্রশংসা মুখরিত মতামত একজন ইউজারকে তার কাজের প্রতি আগ্রহ আরো বেশি বাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ ভাই

 5 days ago 

ভাইয়া অসাধারণ একটি কবিতা লিখেছেন। আসলে আমরা কেউ এখানে আসার আগে কোন অভিজ্ঞতা ছিল না। প্রতিটা মানুষের কোন না কোন কিছু শিখার পেছনে কোন ব্যাকসাইড বা সাপোর্ট প্রয়োজন হয়। আর আমাদের সাপোর্ট হচ্ছে আমার বাংলা ব্লগ। যেখানে এসে আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি। এর জন্য ধন্য আমরা সবাই আমার বাংলা ব্লগের কাছে। আপনার নিশীথের নিস্তব্ধতায় কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভালো লেগেছে।

 5 days ago 

প্রতিটা মানুষের কোন না কোন কিছু শিখার পেছনে কোন ব্যাকসাইড বা সাপোর্ট প্রয়োজন হয়। আর আমাদের সাপোর্ট হচ্ছে আমার বাংলা ব্লগ।

সঠিক বলেছেন আপু এটা শুধু মাত্র সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের জন্য। অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

 5 days ago 

এই ব্লগে যারাই কবিতা লিখে তাদের সকলেরই একই অবস্থা। আগে থেকে কারোরই কবিতা লেখার অভ্যাস নেই। সবাই এখানে এসে কবিতা লেখা শিখেছে। যাই হোক ভাইয়া আপনার আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কবিতার বিষয়বস্তু খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনার কাছে আমার কবিতা ভালো লাগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপু ভালো থাকবেন

 5 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 days ago 

আমার কবিতা যে আপনার ভালো লাগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 days ago 

খুব ভালো হয়েছে ভাইয়া আপনার কবিতা। আসলে কোন কিছুতে প্র্যাকটিস থাকতে হয়। টুকটাক লিখতে লিখতে হইত একদিন ভালো কবিতা লিখতে পারবেন আরো। এখন যেহেতু সুন্দর কবিতা লিখছেন আশা করি আরো সুন্দর কবিতা উপহার পাব আমরা। নিশীথের নিস্তব্ধতা কবিতাটি আমার পড়ে খুব ভালো লেগেছে।

 4 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মূল্যবান কিছু কথা শেয়ার করার জন্য। আমার লেখা কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।

 3 days ago 

খুবই সুন্দর একটা কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার এই কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ কবিতা পড়তে আমি অনেক পছন্দ করি৷ আজকে আপনার এই কবিতাটি পড়েও খুবই ভালো লেগেছে৷ যেভাবে আপনি এই কবিতাটি এখানে তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ এই কবিতার যে লাইনগুলো আমার বেশি ভালো লেগেছে তার মধ্যে কয়েকটি লাইন হলো :

জোনাকিরা জ্বলে উঠে খেলার মাঠে,
তাদের নাচের ছন্দে ভরে ওঠে হৃদয়।
নিশীথের বায়ুতে আসে দূর দেশ থেকে,
অনন্তের আহ্বান, শান্তির সুর।

 3 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কথা গুলা বেশ চমৎকার করে আমার পোস্টে প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14