|| আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২০। প্রথম প্রেমের অনুভূতি || 10% shy-fox, 5% abb-school
হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি
বন্ধুরা আপনারা সকলেই জানেন সম্প্রতি আমাদের ফাউন্ডার দাদা একটি প্রতিযোগিতা ঘোষণা করেছেন, শেয়ার করো তোমার প্রথম প্রেমের অনুভূতি। এরই ধারাবাহিকতায় আজ আমি আমার জীবনে প্রথম এবং শেষ এবং অব্যক্ত একটি প্রেমের অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানিনা আপনাদের কেমন লাগবে। তবে আমি চেষ্টা করব আপনাদের সবাইকে আমার অব্যক্ত বা প্রকাশ করতে না পারা প্রেমের ঘটনাটি জানাতে।
"প্রেম একবার এসেছিল নীরবে
আমার দুয়ার প্রান্তে
সেতো হাই মৃদু পায়"
এর সাথে সাথে এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন এর আরেকটি গানের দুইটা লাইন উল্লেখ করার জন্য খুব মন চাইছে। গানটি হচ্ছে।
"সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা মানুষটারে।"
হ্যাঁ বন্ধুরা, সবার জীবনের মত আমার জীবনেও একবার প্রেম এসেছিল। সময়টা ২০০৩ সাল। স্থান বান্দরবান সদর। তখন আমি সম্প্রতি একটি অফিসে চাকরিতে যোগদান করছিলাম। আমার অফিসটা এমন একটা জায়গায় ছিল, আমার অফিসের পাশেই একটি রাস্তা ছিল অর্থাৎ আমার অফিস থেকে রাস্তাটি দেখা যায়। এই অফিসের পাশ দিয়ে ওই এলাকার সমস্ত মেয়েরা ছেলেরা কলেজে যেত এবং আমি অফিস থেকে বসে বসে তা লক্ষ্য করতাম কিন্তু কোনদিন তেমন কোনো অনুভূতি জাগে নাই। আর যেহেতু ওই এলাকায় চাকরি করি। তাই ওখানেই থাকা হতো। এবং থাকতে থাকতে আশপাশের আমার বয়সী ছেলেদের সাথে পরিচয় হয়ে গিয়েছিল। একজনের সাথে বেস্ট বন্ধুত্ব গড়ে উঠেছিল, তার নাম ছিল জীবন। এই সুবাদে তাদের সবার সাথে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। অফিস এর সময় অফিস করি বাকি সময় তাদের কে নিয়েই আড্ডা দেই বা সময় পার করি। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম, একটি মেয়ে যার।
"চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙ্গা হয়ে তাকে তার গাল"
শেষে আমার বন্ধুর সাথে কথা বলে যখন আমি চিঠিটা তাকে দেবো বলে সিদ্ধান্ত গ্রহণ করলাম। ঠিক তার কয়েকদিনের মধ্যে আমার বদলি হয়ে যায়। তাই আর চিঠিটাও তাকে দেয়া হয়নি এবং আমার অব্যক্ত ভালোবাসা, না বলা প্রেম, তাকে আর বলা হয়নি। আমার প্রথম প্রেম আমার মনের মধ্যে রয়ে গেল। বদলি হওয়ার পর, আর তার কোন খবর নেইনি এবং তার সাথে যোগাযোগ ও করিনি। এই অব্যক্ত ও ব্যর্থ ভালোবাসা এখনো মাঝে মাঝে আমাকে সেই অতীতে নিয়ে যায়। বলতে পারেন, প্রথম প্রেম আসলে..., ভুলার মতো নয় এবং কেউ ভুলতে চাইলেও ভুলতে পারে না।
তো বন্ধুরা, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। আমার এই পোস্ট আপনাদের কেমন লেগেছে, আপনাদের ভালোলাগা মন্দলাগা কমেন্টে জানাবেন, ধন্যবাদ।
আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।
ঠিক বলেছেন ভাই, প্রথম প্রেম কখনো কেউ কখনো ভুলতে পারবে না। তবে একটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন অন্য কারো গান বা কবিতার কোন অংশ যদি আপনি আপনার পোস্টে উল্লেখ করতে চান সে ক্ষেত্রে অবশ্যই কোটেশন ব্যবহার করবেন।
যেমন:
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার নির্দেশনা অনুযায়ী আমি কোটেশন ঠিক করে দিয়েছি।
আপনার সম্পুন্ন লেখাটি তো কোটেশন হয়ে গিয়েছে। ঠিক করে নিন। শুধুমাত্র কবিতার লাইন গুলো কোটেশন হবে।
আপনার প্রথম প্রেমের, বাস্তব অনুভূতি অন্তরে অতৃপ্তিই রেখে গেল। কেন জানি মনে হল পুনরায় যোগাযোগ করে অন্তত চিঠিটা দিতেন। এদিক থেকে আপনাকে স্বার্থপর মনে হল। হয়তোবা মেয়েটা আপনাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি আপনাকে। যাইহোক চিঠিটি না দেওয়ার কারণে, সুন্দর অনুভূতিগুলি জানতে পারলাম না। দুর্দান্ত লিখেছেন। শুভকামনা রইল ভাই।
হ্যা ভাইয়া, আমার মন বার বার চেয়েছিল তাকে চিঠিটা পাঠাই। কিন্তু ঐ যে বললাম মনের দূর্বলতা, যদি রিজেক্ট করে দেয়। তাই দিতে পারিনি।
তাতো বুঝলাম, আপনি যখন পোস্টিং হয়ে গেলেন অন্য জায়গায় তখন কেন যোগাযোগ করলেন না মেয়েটার সাথে। কোন মাধ্যম বা আপনার নাম্বার না থাকার কারণে মেয়েটা হয়তোবা আপনার সাথে যোগাযোগ করতে পারেনি । হয়তোবা কলেজে যেতে যেতে মেয়েটা অনেকবার আপনার পথ চেয়ে রয়েছিলো। আপনি কি মেয়েটার দিক থেকে কখনো ভেবেছিলেন যেহেতু উনিও আপনাকে ফলো করতো।