|| চাঁদনি রাতে খোলা আকাশের নিচে একটি পরিবারের হাঁটার দৃশ্যের ডিজিটাল আর্ট ||

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতোই কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আর আমিও ভাল আছি।

00.jpg

বন্ধুরা আজ আমি আপনাদের জন্য, একটি সুখী পরিবারের চাঁদনী রাতে খোলা আকাশের নিচে, পাহাড়ি উঁচু-নিচু রাস্তায় হাঁটার দৃশ্যের ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি।

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই দেশে কোথাও সবুজ বন জঙ্গল, কোথাও উঁচু-নিচু পাহাড় বেষ্টিত, আবার কোথাও বিস্তৃত সমতল ভূমি। এ ছাড়াও অসংখ্য গাছপালা, নদী-নালা, খাল-বিল ইত্যাদি দ্বারা পরিপূর্ণ। এর রূপের বর্ণনা করে শেষ করা যাবে না।

বন্ধুরা, এই ডিজিটাল আর্টে আপনারা দেখতে পাবেন একটি সুখী দম্পতি, তাদের একটি ছেলে ও একটি মেয়ে কে নিয়ে অপরূপ চাঁদনী রাতের জোসনা গায়ে মেখে ও সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের উঁচু-নিচু পথ দিয়ে একটি গাছের পাশ দিয়ে হেটে যাচ্ছে। যেখানে পাখির দলও থেমে নেই। তারাও চাঁদনী রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। যা দেখতে অপরুপ সুন্দর লাগছে।

বন্ধুরা, এটি আমার বাংলা ব্লগে, আমার প্রথম আঁকা ডিজিটাল আর্ট। যদিও আমি সামান্য সামান্য গ্রাফিক ডিজাইন এর কাজ পারি। আমি এই ডিজিটাল আর্টটি অনলাইন ফটো এডিটর Photopea দিয়ে তৈরি করেছি। কিছুদিন আগে আমার ল্যাপটপটি নষ্ট হয়ে যাওয়ায় আমি আপনাদের মোবাইল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তবে এই আর্টটি কম্পিউটার দিয়ে করলে আরো সহজে করা যেতো।

যাই হোক, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেললাম। তার জন্য দুঃখিত👃। আর কথা বাড়াবো না। আসুন দেখে নেই কিভাবে আমি এই ডিজিটাল আর্টটি করেছি।

প্রথম ধাপঃ👇

প্রথমে অনলাইন ফটো এডিটর 'Photopea' ওপেন করে নিলাম এবং নিউ প্রজেক্ট এ ক্লিক করে ডিফল্ট যে পেজটি (ওয়েইড ১২৮০ পিক্সেল এবং হাইট ৭২০ পিক্সেল) দেখায় তা সিলেকশন করে ক্রিয়েট পেজ ক্লিক করে একটি পেজ ক্রিয়েট করে নিলাম।

01-0.jpg

01-1.jpg01-2.jpg

দ্বিতীয় ধাপঃ👇

নতুন পেইজের লেয়ার লক অবস্থায় থাকে। তাই তার লেয়ারকে আনলক করার জন্য নিচে প্রদর্শিত চিত্র অনুযায়ী লেয়ারে ক্লিক করে আনলক করে নিতে হবে।

02-1.jpg

তৃতীয় ধাপঃ👇

এখন সাদা পেজটিকে চাঁদনী রাতের ভাব প্রকাশ করার জন্য, নিচে প্রদর্শিত চিত্রের নির্দেশনা মতো করে একটি চাঁদনী রাতের মতো অন্ধকার কালার সিলেকশন করে পেজটিকে কালার করে নিলাম।

03-0.jpg03-1.jpg

03-2.jpg

চতুর্থ ধাপঃ👇

এখন টুলবার থেকে লেসো টুল সিলেক্ট করে এর সাহায্যে পেইজটিতে একটি পাহাড়ের মত এলাকা সিলেকশন করি ও নিচে প্রদর্শিত চিত্রের নির্দেশনা মতো সিলেকশন কৃত অংশে পাহাড় বোঝানোর জন্য একটি ডার্ক কালার সিলেকশন করে তা কালার করে নিই।

04-0.jpg04-1.jpg
04-2.jpg04-3.jpg

পঞ্চম ধাপঃ👇

এখন নিচে প্রদর্শিত চিত্র অনুযায়ী ব্রাশ টুল থেকে একটি পরিবারের চিত্র সিলেকশন করে তা ডার্ক কালার করে পেস্ট করি।

05-0.jpg05-1.jpg

উল্লেখ্যঃ এখানে ট্রি, ম্যানবার্ড তিনটি ব্রাশ টুল ডাউনলোড করতে হবে। এবং নিম্নে প্রদর্শিত চিত্র অনুযায়ী এগুলোকে ব্রাশ টুলস এ অ্যাড করে নিতে হবে।

05-4.jpg

05-5.jpg05-6.jpg

ষষ্ঠ ধাপঃ👇

এখন নিচে প্রদর্শিত চিত্র অনুযায়ী চাঁদের আলো বোঝানোর জন্য ব্রাশ টুল থেকে একটি সফট টুল ও কালার সিলেকশন করে পেস্ট করি।

06-0.jpg

সপ্তম ধাপঃ👇

এখন নিচে প্রদর্শিত চিত্র অনুযায়ী চাঁদ বোঝানোর জন্য একটি হার্ড টুল ও সাদা কালার সিলেকশন করে পেস্ট করি।

07-0.jpg

অষ্টম ধাপঃ👇

এখন নিচে প্রদর্শিত চিত্র অনুযায়ী ব্রাশ টুল থেকে একটি গাছ সিলেকশন করি ও ডার্ক কালার করে তা পেস্ট করি।

08-0.jpg

নবম ধাপঃ👇

এখন খোলা আকাশে পাখির উড়ে বেড়ানোর দৃশ্য দেয়ার জন্য নিচে প্রদর্শিত চিত্র অনুযায়ী ব্রাশ টুল থেকে পাখি সিলেকশন করে তা ডার্ক কালার করে পেস্ট করি।

09-0.jpg

দশম ধাপঃ👇

এখন নিজের স্বাক্ষর করার জন্য টাইপ টুলের সাহায্যে নিজের নাম লিখে নেই।

10-0.jpg

১১ তম ধাপঃ👇

এখন চূড়ান্ত আউটপুট নেয়ার জন্য নিচে প্রদর্শিত চিত্র অনুযায়ী ফাইল থেকে এক্সপোর্ট এ ক্লিক করে জেপিজি ফরমেট সিলেকশন করে ডাউনলোড করে নেই।

11-0.jpg11-1.jpg

চূড়ান্ত ও শেষ ধাপঃ👇

এখানেই শেষ হয়ে গেল আমাদের একটি সুখী পরিবারের চাঁদনী রাতে খোলা আকাশের নিচে, পাহাড়ি উঁচু-নিচু রাস্তায় হাঁটার দৃশ্যের ডিজিটাল আর্ট।

12.jpg

আমার পরিচয়ঃ


আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।

আর্টঃ @asishbarua
অনলাইন ফটো এডিটরঃPhotopea.com
ডিভাইস মোবাইল
মডেলঃ টেকনো স্পার্ক-৭
লোকেশনঃ রাংগুনীয়া, চট্টগ্রাম ।

Sort:  
 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট আমার কাছে অসম্ভব ভাল লেগেছে ভাই। খুবই চমৎকার ভাবে ধৈর্য ধরে আপনি এই আর্ট করা শেষ করেছেন। রাতে পরিবারের সবাই মিলে হাটার মজাই আলাদা। এত চমৎকার একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ঠিক বলেছেন ভাই, এই সমস্ত আর্ট করতে গেলে ধৈর্য ছাড়া হয় না। ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে চাঁদনী রাতে একটি ফ্যামিলির হাটার দৃশ্য অঙ্কন করেছেন। আপনার ডিজিটাল চিত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ মোবাইল দিয়েই কত চমতকার আর্ট।তবে আর্ট টি আরেকটু স্পষ্ট হলে আরো সুন্দর লাগত।যাইহোক তারপরেও মোবাইলে দিয়ে এত সুন্দর প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

ধন্যবাদ ভাইয়া, আপনার মতামতের জন্য। চেষ্টা করব ভবিষ্যতে আরো স্পষ্ট ভাবে তৈরি করে পোস্ট করার।

 2 years ago 

বাহ খুব সুন্দর চিত্রাংকন। এ ডিজিটাল আর্ট টি আমার একটু বেশি ভালো লেগেছে। পরিবারের সাথে এভাবে হাটতে যাওয়ার মজাই আলাদা। তাও আবার চাঁদনী রাতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আপনার একটু বেশি ভালো লেগেছে জেনে আমার আকার আগ্রহটা আরো বেশি বেড়ে গেল। অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।

 2 years ago 

চাঁদনী রাতে খোলা আকাশের সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন আসলে আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি । এত চমৎকার ভাবে আপনি ডিজিটাল আর্ট করতে পারেন এটা হয়তো আপনার পোস্ট না দেখলে আমি জানতে পারতাম না। ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

আপনার ভালো লেগেছে জানতে পেরেছি, এটাই আমার পাওয়া। অনেক খুশি হলাম। ধন্যবাদ

 2 years ago 

চাঁদনি রাতে খোলা আকাশের নিচে একটি পরিবারের হাঁটার দৃশ্যের ডিজিটাল আর্ট অনেক সুন্দর হয়েছে। কারণ ডিজিটাল আর্ট আমার অনেক ভালো লাগে। মনে হচ্ছে এটি কোন বাস্তব প্রতিচ্ছবি যে আমি কল্পনায় ধারণ করে রেখেছি খুবই ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার মন্তব্য পড়ে আমি অভিভূত। আমার মনে হচ্ছে আমার ডিজিটাল আর্ট টি অঙ্কন করা সার্থক হয়েছে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চাঁদনী রাতে খোলা আকাশের নিচে একটি পরিবারের হাঁটার অনেক চমৎকার একটি ডিজিটাল অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এভাবে প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর সুন্দর ডিজিটাল অংকন শেয়ার করে যাবেন আশা করি শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই, চেষ্টা করব আরো ভালো ডিজিটাল আর্ট যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি।

 2 years ago 

আমার সবচেয়ে ভালো লাগলো এই জন্য যে আপনি লেভেল ওয়ানের' ছাত্র হয়ে সুন্দর একটি ডিজিটাল আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। এভাবেই চালিয়ে যান। আশা করি আমার বাংলা ব্লগের জন্য ভালো কিছু করে দেখাবেন।

ধন্যবাদ ভাই, এত সুন্দর করে মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য। খুশি হলাম। ভালো থাকবেন।

 2 years ago 

ডিজিটাল আর্ট এর মাধ্যমে চাঁদনী রাতে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর খুবই চমৎকার একটি চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি মনে করি এই ধরনের চিত্র গুলো অংকন করার জন্য অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সেই ধৈর্যকে কাজে লাগিয়েই আপনি এমন চমৎকার একটি চিত্র অঙ্কন করতে সক্ষম হয়েছেন।

জ্বী ভাইয়া, আপনি ঠিক বুঝতে পেরেছেন। এই চিত্রটা আঁকতে অনেক ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন। এই চিত্রটি মোবাইল দিয়ে অঙ্কন করায় আরও একটু বেশি সময় লেগেছে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপনার এই পোষ্টের যে জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে আপনি একদম ডিটেলস তুলে ধরেছেন কিভাবে আপনি আর্টটি করেছেন। আপনার এই পোস্ট দেখে অনেকেই ডিজিটাল আর্ট করতে পারবে। কাজটি ভালোই হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া, আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57483.55
ETH 3066.62
USDT 1.00
SBD 2.29