|| লেবেল ২ হতে আমার অর্জন - By @asishbarua || shy-fox 10%, abb-school 5%

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার বাংলা ব্লগকে সামনে এগিয়ে নিয়ে যান এই কামনাই করি।

Level-02.jpeg

আজ আমি আমার বাংলা ব্লগের লেবেল টু এর ক্লাশ ও বাইবা শেষে লিখিত ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ🤲 করবেন। আমি যেন আমার দক্ষতা ধারা পরীক্ষায় পাস করতে পারি ও নিজেকে সবার কাছে পরিচিত করে দিতে পারি।

পরীক্ষাঃ লেবেল টু হতে আমার অর্জন।

প্রশ্নঃ Posting key এর কাজ কি ?

উত্তরঃ পোস্টিং কী শুধুমাত্র সোশ্যাল এক্টিভিটিজ এর জন্য ব্যবহার করা যায়। অর্থাৎ পোস্ট, কমেন্ট, ভোট দেয়ার কাজগুলো এই কী দিয়ে করা হয়। এটি কী গুলোর মধ্যে সবচেয়ে কম সেনসিটিভ কী। এই কী দিয়ে নিম্নে বর্ণিত কাজগুলো করা যায়ঃ

ক। পোস্ট কমেন্টস করা ও এডিট করা।
খ। আপভোট ও ডাউনভোট দেয়া।
গ। ফলো ও আনফলো করা।
ঘ। কোন পোস্টকে ভালো লাগলে রিস্টিম করা।
ঙ। কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট কে মিউট করা।

প্রশ্নঃ Active key এর কাজ কি ?

উত্তরঃ এই কী দিয়ে ওয়ালেটে আর্থিক বা সকল প্রকার লেনদেন এর কাজগুলো করা হয়।
তাই এই কী সেনসিটিভ কী। এটি হারিয়ে বা হ্যাক হয়ে গেলে মুহূর্তেই আমার অ্যাকাউন্টে থাকা লিকুইড স্টিম ও এসবিডি ট্রান্সফার করে নিতে পারে। তাই এটি ট্রাস্টেড সাইট ছাড়া ব্যবহার করা যাবে না এবং সংরক্ষণের সময় সর্তকতার সাথে সংরক্ষণ করতে হবে। এটি দিয়ে নিম্নবর্ণিত কাজগুলো করা যায়ঃ

ক। ট্রান্সফারের কাজ করা যায়।
খ। এসবিডি স্ট্রিম কনভার্শন করা যায়।
গ। পাওয়ার আপ, পাওয়ার ডাউন করা যায়।
ঘ। উইটনেস ভোট দেয়া যায়।
ঙ। নতুন ইউজার তৈরি করা যায়।
চ। প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা যায়।
ছ। কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয়ের অর্ডার দেয়া যায়।

প্রশ্নঃ Owner key এর কাজ কি ?

উত্তরঃ নাম শুনেই বোঝা যায় এটি মালিকানা সংক্রান্ত কী। যার কাছে এই কী থাকবে সে একাউন্টের মালিকানা প্রমান বা দাবি করতে পারে। তাই এই কী টি অবশ্যই অনেক বেশি সেনসিটিভ কী। তাই এই কী টিকে অত্যন্ত যত্ন সহকারে, আলাদা কোন জায়গায়, ভালোভাবে ব্যাকআপ নিয়ে সংরক্ষণ করা উচিত। এই কী দিয়ে নিম্নবর্ণিত কাজগুলো করা যায়ঃ

ক। পোস্টিং, একটিভ, ওনার কী গুলোকে রিসেট করা যায়।
খ। অ্যাকাউন্ট রিকভারি করা যায়।
গ। ভোটের অধিকার প্রত্যাখ্যান করা যায়।

প্রশ্নঃ Memo key এর কাজ কি ?

উত্তরঃ কোন প্রাইভেট মেসেজকে সংকেতে পরিবর্তন করে পাঠানোর জন্য এই কী ব্যবহার করা হয়। এই কী দ্বারা নিম্নবর্ণিত কাজগুলো করা যায়ঃ

ক। কোন মেসেজকে এনক্রিপ্ট করে পাঠানোর জন্য ব্যবহার করা হয়।
খ। এনক্রিপ্ট মেসেজ কে দেখার জন্য ব্যবহার করা হয়।

প্রশ্নঃ Master password এর কাজ কি ?

উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড হচ্ছে একটি একাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী। যেটি আমরা অ্যাকাউন্ট খোলার সময় পেয়ে থাকি বা আমরা নিজেরাই জেনারেট করে থাকি। একটি একাউন্ট এর সবগুলো কী মূলত এই মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে তৈরি করা হয়। তাই এই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম করা সম্ভব। উদাহরণ স্বরূপ দাবা খেলায় হাতি, ঘোড়া, কিস্তি বা রাজা তাদের চলাচলের একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু মন্ত্রী দিয়ে সবগুলোর কাজ করা যায় অর্থাৎ সবদিকে চলাচল করতে পারে। তদ্রূপ মাস্টার পাসওয়ার্ড হচ্ছে একাউন্টের সব গুলো কী এর মাতা। মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কাজ করা যায়। তাই এই মাস্টার পাসওয়ার্ড কে অত্যন্ত যত্ন সহকারে এবং খুব গোপন জায়গায় সংরক্ষণ করতে হবে যেন এটি হারিয়ে বা হ্যাক হয়ে না যায়। আর আগে যেগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো ছিল কী। আর এটি হচ্ছে মাস্টার পাসওয়ার্ড এটা মনে রাখতে হবে।

প্রশ্নঃ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড কে নিরাপদে সংরক্ষণ করার জন্য আমি অফলাইনে গোপন ডাইরিতে বা প্রিন্ট করে আমার গোপন দলিল গুলো যেখানে রাখি সেখানে সংরক্ষণ করতে পারি। পাসওয়ার্ডের মাঝে কয়েকটি এক্সট্রা অক্ষর দিয়ে লিখব, যাতে এটি হ্যাক বা চুরি হয়ে গেলেও কেউ এটি ব্যবহার করতে না পারে। জিমেইলে টু স্টেপ অথেন্টিফিকেশন চালু থাকলে গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারি।

প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরি ?

উত্তরঃ পাওয়ার আপ মানে নিজের শক্তি বৃদ্ধি করা। যার যত বেশি পাওয়ার থাকবে সে তত বেশি ভোটিং রিওয়ার্ড পাবে। আমার একাউন্টের পাসওয়ার্ড বা কী যদি হ্যাক বা চুরি হয়ে যায়, তাহলে হ্যাকার সহজেই আমার লিকুইড স্ট্রিম বা এসবিডি খুব সহজেই ট্রান্সফার করে নিতে পারবে কিন্তু যদি পাওয়ার আপ করা থাকে তাহলে পাওয়ার ডাউন দিতে ২৮ দিন সময় লাগবে। তাই স্টিম পাওয়ার আপ করা থাকলে, হ্যাকার সহজে ট্রান্সফার করে নিতে পারবে না। স্টিম নিরাপদে থাকবে।

প্রশ্নঃ পাওয়ার আপ প্রসেস সম্পর্কে আপনি কি জানেন ?

উত্তরঃ স্টিম ওয়ালেট লগইন করার পর স্ট্রিম এর পাশে এরো 🔽 কী এ ক্লিক করে যে ড্রপ ডাউন মেনু আসবে সেখান থেকে পাওয়ার আপ ক্লিক করতে হবে। এখানে যে অপশন আসবে সেখানে কি পরিমাণ স্টিম পাওয়ার আপ করব তার পরিমাণ লিখে পাওয়ার আপ করা যায়।

প্রশ্নঃ সেভিং এ থাকা STEEM বা SBD উইথড্র দেয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

উত্তরঃ সেভিং এ থাকা STEEM বা SBD উইথড্র দেয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

প্রশ্নঃ মেমো ফিল্ডের কাজ কি ?

উত্তরঃ কাউকে লিকুইড স্টিম বা এসবিডি পাঠানোর জন্য আমরা মেমো ফিল্ডে লিখে পাঠাতে পারি। এছাড়াও লিকুইড স্ট্রিম উইড্র করার জন্য এক্সচেঞ্জেবল সাইট আমাদের একটি মেমো দেয়। আমরা এই মেমো দেখে তা চেঞ্জ করতে পারি।

প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এসপি নিজের একাউন্টে ফেরত আসে ?

উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এসপি নিজের একাউন্টে ফেরত আসে।

প্রশ্নঃ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism কে ২০০ এসপি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনার কত এসপি লিখতে হবে ?

উত্তরঃ আমি প্রজেক্ট @Heroism কে ২০০ এসপি ডেলিগেশন করেছি। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চাই। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় ৩০০ এসপি লিখতে হবে। কারণ ৩০০ এসপি কমান্ড দিলে আগের ২০০ এসপির সাথে আরো ১০০ এসপি যোগ হয়ে ৩০০ এসপি ডেলিগেট হবে। আগের ২০০ এসপি তখন আর থাকবে না।

আমি কয়েকদিন আগে লেবেল টু ক্লাস শেষ করার পর যে সমস্ত বিষয় শিখতে পেরেছি তা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। এছাড়াও ভবিষ্যতে কাজ করার সময় এবং আরও যত উপর লেবেলে যেতে পারবো, তত বেশি শিখতে পারব বলে আশা রাখি। সবাই আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করে এখানে শেষ করছি।

পরিশেষে সবার মঙ্গল ও সুসাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

আমার পরিচয়ঃ


আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার লেভেল 2 এর লিখিত পরীক্ষা পোস্ট দেখে অনেক ভালো লাগলো। পুরো পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি সব বিষয় ভালোভাবে শিখেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর লিখিত পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য আমি চেষ্টা করেছি ক্লাশে যা শিখতে পেরেছি তা উপস্থাপন করার।

 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি লেবেল টু থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। সবগুলো প্রশ্নের খুব সুন্দর ভাবে উত্তর দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল যাতে সবনিয়ম কানুন মেনে খুব তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের লিস্টে চলে আসতে পারেন।

ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্য করে আমাকে সাপোর্ট দেয়ার জন্য। আমি চেষ্টা করব সকল নিয়ম কানুন মেনে সঠিকভাবে পোস্ট করার। ধন্যবাদ।

 2 years ago 

আপনার শেয়ার করা পোস্ট থেকে বুঝতে পারলাম লেভেল 2 হতে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। লেভেল 2 এর সবগুলো বিষয়ে আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর মাস্টার পাসওয়ার্ড ব্যবহার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ এবং প্রত্যেকটি পাসওয়ার্ড সঠিকভাবে সংগ্রহ করা এবং এর ব্যবহার করতে জানাটা গুরুত্বপূর্ণ ।আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। ঠিক বলেছেন ভাইয়া সকল কী এবং পাসওয়ার্ড গুরুত্ব অনুযায়ী নিরাপদে সংরক্ষণ করে রাখবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62284.56
ETH 2424.79
USDT 1.00
SBD 2.58