বৃষ্টির দিনে সাধারণত মন কাব্যিক হয়ে ওঠে, আর যদি একটানা ঝিরঝির বৃষ্টি শহুরে পরিবেশকে আচ্ছন্ন করে তাহলে তো ভারী মুশকিল। আসলেই বিষয়টি সত্য, যারা জীবনের অধিকাংশ সময় শহরে কাটিয়েছেন, তাদের গ্রামের মেঠো পথ, পিচঢালা পথের থেকে সরে কাঁচা ঘাসের চাদরের রাস্তায় হাঁটতে ভীষন ভালো লাগে।
আমারো সেরকমটি মনে হয় শহুরে পরিবেশে অনেকদিন ধরে থেকে। এ ধারেও বেশ কিছুদিন বৃষ্টি হয় নি, এইতো আজ বিকেলে ঝমঝমিয়ে নামলো। অনুভূতিটা সত্যিই দারুণ, প্রকৃতি ভালো তো মন ভালো। হা হা।
আপনার ছাদ থেকে তোলা ছবিগুলো সত্যিই দারুণ হয়েছে, দাদা। বিষন্নতা কেটে উঠুক, এই প্রত্যাশা রাখি।