You are viewing a single comment's thread from:

RE: গভীর রাতে বৃষ্টির ফোঁটায় লেগে থাকা প্রেমের প্রতি।। পত্রসাহিত্য।। সাহিত্যের পোস্ট

in আমার বাংলা ব্লগ5 days ago

অনেক সুন্দর হয়েছে উপস্থাপনা, আমার বেশ ভালো লাগলো। একটি চিঠি কতটা মনের ভেতরের গহীনের কথা তুলে ধরতে পারে, ব্যক্তিগত অভিলাষ, অপ্রাপ্তি আর সাধ কচিফুলের মতো ঝরে পড়ে - তার একটি নমুনা এ চিঠিটি।
আপনার বোধহয় একটি প্রকাশিত কাব্যগ্রন্থ আছে, নাম মোমবাতির কার্ণিশ
পোস্টটি পড়তে গিয়ে কার্ণিশ শব্দটি চোখে পড়লো, তাই অনুমান করে নিলাম, হয়তো সে গ্রন্থের সাথে সম্পর্কিত কোন ভাবনা এ লেখায় গড়িয়ে পড়লো।

কি আর বলবো, ব্যক্তিগত চিঠির ছবিগুলোর আভা দেখে স্মৃতিকাতর হয়ে পড়লাম, সাথে কিছুটা চাপা হতাশা যে এখন চিঠির যুগ নেই, সাথে শহরের ডাকবাক্সগুলো দেখা যায় না।

জানেন, একটি ছোট শহরে যেখানে অনেকটা সময় ছিলাম, তার বিশাল পোস্ট অফিস কলোনি খালি বিরান পড়ে আছে, পাঁচিলে শ্যাওলা জমে আছে, এখন কুকুর বিড়ালের অভয়ারণ্য।
ভাবতেও অবাক লাগে সেখানে একদিন পোস্টমাস্টার বসতেন, নানান চিঠিপত্র বিলি হতো, ডাকপিয়ন কিংবা রানার এসে ভীড় জমাতো, কত স্বপ্ন, কত সাধ, কত ইচ্ছে, কত চোখের জল কথার মালায় গাঁথা হয়ে প্রাপকের হাতে পৌঁছাতো !

যা হোক, লেখাটি পড়ে ভালো লাগলো। এসব স্মৃতির মাঝে আপনার দিন ভালো কাটুক, এই আশা রাখি, 💐

Sort:  
 4 days ago 

আপনি ভীষণ সুন্দর গুছিয়ে কমেন্ট করেন৷ এই লেখাগুলোই এক একটি ছোট ছোট মুক্তগদ্যের মতো৷

চিঠি আমাদের কাছে অনেক নস্টালজিক বস্তু। আমি এখনও পোস্ট অফিসে যাই৷ দরকারি জিনিস পাঠানোর জন্য৷ আমার কাছেও খাঁকি পোশাকের পিয়ন আসে৷ পত্রিকা বই ইত্যাদি হাতে করে। তবে সাহিত্যের একটা বিষয় আছে আলাদা। সেখানে আজকাল প্রায় কাজই হয় না৷ কিন্তু টিকিয়ে রাখতে গেলে কাজ করতে হবে। সেটারই প্রচেষ্টা করছি।

আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করলেন। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14