আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠাবার্ষিকী - [ আমার কিছু কথা ]...

in আমার বাংলা ব্লগ22 days ago

তারিখ : ১১.০৬.২০২৪ খ্রিস্টাব্দ , মঙ্গলবার ।

আসসালামু আলাইকুম / আদাব।

আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে শান্তি ও শুভেচ্ছার বাণী পৌঁছে দিতে চাই প্রথমেই । আপনারা সবাই কেমন আছেন, বন্ধুগণ ? আশা করি ভালোই আছেন আর পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেশ দারুণভাবে সময় অতিবাহিত করছেন।

সবার প্রতি আশা রাখি আপনারা এভাবেই নিজেদের জীবনের আপণ লক্ষ্যপানে এগিয়ে যাবেন, প্রতি মুহূর্তে আমার অনুপ্রেরণা সবার জন্য খোলা রইলো।

pexels-photo-6102557.jpeg
Src

আজ স্টিমিটের বুকে ঠিক এই দিনে একটি বাংলা ভাষার জন্য বিশেষায়িত একটি কমিউনিটি সৃষ্টি হয়েছিল অনেক আশা আকাঙ্ক্ষা সাাথে নিয়ে। সবসময় এ বিষয়টি মনে করি যে ৭ -৮ হাজার সাবস্ক্রিপশন সমৃদ্ধ এ বিশাল সত্তাটিকে কমিউনিটি না বলে বরং একটি মিলনমেলা বললে সবচেয়ে উপযুক্ত অভিধায় ভূষিত করা হয়।

কেননা, কমিউনিটি অনেক আছে, আরো হবে ভবিষ্যতে - তবে যেটি গুরুত্ববহ তা হলো, একটি নির্দিষ্ট ভাষা, সংস্কৃতির মানুষকে একসাথে নিয়ে আসার উদ্যোগ আগে এই স্টিমিট মঞ্চে গৃহীত হয়েছিল কিনা, তা আমার জানা নেই।

নানা উদ্যোগে ও উৎসবমুখর পরিবেশে এ দিনটি পালিত হবে, তা আশা করি। নানা রকমের বাহারী অনুষ্ঠান ও সাজে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জেনে খুব খুশি হয়েছি। বিভিন্ন আয়োজন মিলেমিশে নানা বিভেদ, বৈষম্যকে অন্ধকারের মতো সূর্যের প্রভায় বিদীর্ণ করে নতুন উষার আলো সঞ্চার হবে, ঐক্যের গড়নে সকল লেখক পাঠক ব্লগাররা বাঁধা পড়বে - এ প্রত্যাশা স্বাভাবিকভাবে থেকেই যায়।

ডিসকর্ডে বেশ গতকাল থেকেই বিভিন্ন এনাউন্সমেন্ট দেখতে পেয়েছি, কিছু ক্ষেত্রে ভোটাভুটির একটি পর্বও শেষ হয়েছে, মুখিয়ে আছি তার ফলাফল দেখার জন্য। আশা করি পছন্দের প্রার্থীই বিজয়ী হবেন এবং নতুন আশা ভরসা সাথে নিয়ে সামনের দিনগুলোতে কমিউনিটিটাকে গুছিয়ে নিয়ে সবার জন্য উপভোগ্য এবং নান্দনিক একটি ক্ষেত্রে পরিণত করবেন, মেধা - যোগ্যতা ও চৌকস বুদ্ধিমত্তাকে সাথে নিয়ে, এই আশা ও ব্যক্ত করি।

pexels-photo-7991486.jpeg
Src

তবে আজ সকাল থেকেই প্রাত্যহিক যেই স্বভাব সুলভ লেখা প্রকাশিত করার কথা তা বাস্তবায়ন করার ইচ্ছা ঢাকা পড়েছিল শুধুমাত্র প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ থাকার কারণে। সাধারণ সাহিত্যসৃষ্টি কিংবা কোন বাস্তবসিদ্ধ ব্লগ পোস্টের থেকে পাশ কাটিয়ে আজ নিজের ব্যাক্তিগত ইচ্ছা অনুভূতি ও শুভেচ্ছা বক্তব্য দিয়েই শেষ করতে চাই আজকের লেখা।

এর মাধ্যমে কিছু বিষয় সামনে চলে আসবে যা অবশ্যই একটি গঠনমূলক দিকে নিয়ে যাবে কমিউনিটিকে যা ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে।

প্রথমত,

সবাই মিলে যে ঐক্যের বাঁধনের কথা বলছি তা খুবই অর্থবহ হবে যদি নির্বিশেষে সবাই মিলে মানসম্মত পোস্ট লেখা, সবার মাঝে আন্তরিকতা এবং নিজস্ব সাংস্কৃতিক পরিমন্ডলের ছোঁয়া নিয়ে আসতে পারি। হয়তো অনেক ক্ষেত্রেই ব্যস্ততা থাকবে, জীবনের সমীকরণ আলাদা হবে, তবে আমি মনে করি ইচ্ছাশক্তি বড় একটি বিষয় যা শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সামনের দিকে অগ্রসর হয়ে ভালো কিছু করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

যদিও সবারই কমবেশি জীবনের টানাপোড়েন ও ব্যস্ততা থাকে তবে তার মাঝেও আমরা নিজেদের জীবনের উন্নতির গল্প, ব্যাক্তিগত চিন্তাভাবনা এবং সর্বোপরি সংগ্রামের কথা তুলে ধরতে পারি৷ স্টিমিট যেহেতু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মতোই একটি অঙ্গ তাই এর ফলে সামগ্রিক জীবনের খন্ডচিত্র কিংবা প্রতিফলন উঠে আসবে।

সম্মানিত এডমিন ও মোডারেটর প্যানেলের দিকনির্দেশনা ও নানা পরামর্শের মাধ্যমে এ ব্লগটি আরো ইতিবাচক দিকে মোড় নিবে এবং একটি ঈর্ষনীয় সাফল্যে পোঁছে যাবে, এ প্রত্যাশা করা বাড়িয়ে বলা কিছু নয়। তাছাড়া, যেভাবে বৈচিত্র্যময় পোস্ট বিগত কয়েক মাসের সরাসরি পর্যবেক্ষণের মধ্য দিয়ে উপলব্ধি করতে পেরেছি, তাতে বুঝতে অসুবিধা হয় নি - কতটা নিখুঁত চিন্তা ও সৃজনীশক্তি, যার ওপর বাঙালির মেধাশক্তিকে দেখে দেখে গর্বিত হওয়াই যায়।

pexels-photo-10484069.jpeg
Src

দ্বিতীয়ত,

সময়ের পরিক্রমায় আরো গতিশীল কোন পথে এগোতে হলে অবশ্যই নিজেদের উন্নতি নিয়ে আসতে হবে। অবসরের সময় যাপন ও বন্ধুমহলের সাথে আড্ডা আলাপ ও কিছু সময় এনগেজমেন্টে অতিবাহিত করার মধ্য দিয়ে এ ব্লগটিকে যথার্থই একটি মিলনমেলা হিসেবে গড়ে তোলা যেতে পারে।

যদি বিভিন্ন পেশার, অভিজ্ঞতার সমন্বয়, চিন্তাধারার মতপার্থক্যের সুললিত ধারাকে একই মঞ্চে উপস্থাপন করা যায়, তার চেয়ে বেশি সার্থকতা খুঁজে পাওয়ার দরকার পড়ে না। অন্যান্য সামাজিক মাধ্যম, যোগাযোগের পদ্ধতির বিভিন্নতা থেকে এটি অনেকাংশেই সার্থক হবে কেননা যেহেতু এতে ব্লগ পোস্ট আকারে নিজেকে মেলে ধরার সুযোগ থাকে, তেমনি দক্ষতার প্রকাশ ঘটানো কিংবা বেড়ে চলার দৈনন্দিন ঘটনাপ্রবাহের যোগসাধন করা যায় পুরোদমে।

সর্বোপরি আশা থাকবে এ ব্লগটি নিজের মতো করে সমিধ গতিতে এগিয়ে যাবে, স্বতঃস্ফূর্তভাবে আর সব মিলিয়ে উন্নতির শিখরে পৌঁছে যাবে আপণ শক্তিতে। বিশ্বাস রাখি সুবিশাল লেখকদের, পাঠকদের যারা নিজেদেরকে মেলে ধরার পাশাপাশি আমার বাংলা ব্লগকে আজকের এ অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছেন।

pexels-photo-7147544.jpeg
Src

সবার প্রতি কৃতজ্ঞতা রইলো আর এভাবেই সামনের দিনগুলোতে নানা চড়াই উতরাই ও সাফল্য ব্যর্থতাকে সাথে নিয়ে সুখে দুঃখে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি আর শুভকামনার ভান্ডার খুলে ইতি টানছি আজকের লেখনীর।

ধন্যবাদ, সবার জন্য শান্তির বার্তা বয়ে আসুক।

নিজের সম্পর্কে কিছু কথা


Blue Abstract Watercolor Blank Template Instagram Story_20240516_152026_0000.png

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60270.38
ETH 3307.79
USDT 1.00
SBD 2.40