"আমার ফটোগ্রাফি পর্ব - ৩৩ \\ ৭ টি ছবি নিয়ে একটি অ্যালবাম \\ ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220618_125215162.jpg


৫ আষাঢ় , ১৪২৯ বঙ্গাব্দ
১৮জুন, ২০২২ খ্রিস্টাব্দ
১৭জ্বিলকদ, ১৪৪৩ হিজরী
শনিবার।
গ্রীষ্মকাল ।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা হবে


IMG_3809.JPG


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

বৃষ্টির পরে মেঘের এমন লাল দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে। মেঘের রং লাল হওয়ার কারণে চারদিকের পরিবেশ টাও কেমন যেন লাল মনে হয়। এমন দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে। বৃষ্টি হওয়ার পরে মনে হয় পাখিদের মেলা বসেছে চারদিকে শুধু কিচিরমিচির শব্দ। যারা গ্রামে থাকে তারাই জানে এই সবকিছুর অনুভূতি কেমন।


IMG_3775-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

জেলেরা সারাদিন মাছ ধরার ব্যস্ত সময় পার করে যখন তাদের নৌকাগুলো নদীর পাড়ে সারিবদ্ধ ভাবে বেঁধে রাখে এই দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লাগে। নদীর ধারে যাদের বাড়ি নদীকে ঘিরে যাদের আয় করার মাধ্যম তাদের নৌকা ছাড়া চলেই না। তাদের সকল কাজকে ঘিরে নৌকায় থাকি অন্যতম।


IMG_3766-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

পুকুর থেকে জেলেদের মাছ ধরার দৃশ্য। কিছুদিন আগেই আমার পুকুরে মাছ ছাড়ার জন্য মাছের পোনা আনতে গিয়েছিলাম একটি হ্যাচারিতে সেখানে একটি দৃশ্য। আমার কাছে মাছ ধরতে বা মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন মাস জালে উঠার পরে লাফালাফি করে। আমার মনে হয় জাল থেকে এই ভাবে মাছ ধরতে সবার কাছে খুবই ভালো লাগে।


IMG_3714-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

সন্ধ্যা কালীন সময়ে নদীর ওপারের মানুষের নৌকায় পার হওয়ার দৃশ্য। কিছুদিন আগেই নদীতে পানি ছিল না তখন পায়ে হেঁটেই পার হত কিন্তু নদীতে এখন পানি বাড়তে শুরু করেছে এখন আর পায়ে হেঁটে পার হওয়া সম্ভব না। এইজন্য খেয়া নৌকার মাধ্যমে পারাপার হচ্ছে সবাই। একটা নৌকা আছে শুধু নদীর এপার থেকে ওপার আপডাউন করে। ওই পারে যে লোক গুলো থাকে তাদেরকে এই পারে এনে দেয় এবং এই পারে লোকগুলো ওইপারে পৌঁছে দেয়।


IMG_4372-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

ঘোড়ার গাড়ি। একসময় ছিল চলাচলের প্রধান মাধ্যম ঘোড়া। রাজারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো ঘোড়ার মাধ্যমে। কিন্তু এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এখন আর কেউ ঘোড়ায় চড়ে কোথাও যায় না। এখন ঘোড়ার গাড়ির মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসপত্র মালামাল এবং মাঠের ফসল আনা হয় ঘোড়ার গাড়ির মাধ্যমে। ব্যক্তিগতভাবে ঘোড়ার গাড়িতে চড়তে আমার কাছে মন্দ লাগে না।


IMG_4374 2-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

বিকেল হলেই কেন জানি আমার নদীর পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে। নদীর পাড়ে সুন্দর এই প্রকৃতির দৃশ্য সাথে তো নিন্মে বাতাস আছেই এমন পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লাগে। বিকেলে সময় পেলেই আমি ছুটে যাই নদীর পাড়ে। আমার মনে হয় কম বেশি সবারই নদী অনেক পছন্দের।


IMG_4468.JPG


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

আমাদের ছোটবেলার খেলার মাঠ ছোটবেলায় এই মাঠে অনেক ক্রিকেট ফুটবল খেলেছি কিন্তু এখন আর আগের মতো খেলাধুলা করার সময় পায়না এমনকি সঙ্গী ও পায়না। আগে বৃষ্টি হলেই মাঠে ছুটে যেতাম ফুটবল খেলার জন্য আর এখন আগে থেকেই ভয় হয় যদি ঠান্ডা লেগে যায়। এখনকার জেনারেশন আমাদের থেকে পুরাই উল্টা এখন তারা ব্যস্ত সময় পার করে ফোনে গেম খেলার মাধ্যমে।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

যথাযথ বর্ণনার মাধ্যমে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনাদের সাথে তুলে ধরেছেন এবং কয়েকটি ফটোগ্রাফি অনেক বেশি মনমুগ্ধকর ছিল। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

 2 years ago 

ছোটবেলা থেকেই ফটোগ্রাফির উপর অন্য ধরনের একটা টান কাজ করে আমার। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি বলতে ফটোগ্রাফি করা আমার ও অনেক বেশি শখ। তাই আমিও চেষ্টা করি ভাল কিছু তুলে ধরতে ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন কমবেশি সবাই ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করে।

 2 years ago 

একটু বেশি আমন্ডের ভোট দিলে ভীষণ ভালো লাগে। হাহাহা

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। জেলেদের মাছ ধরার দৃশ্য ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি গুলো আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জেলেদের মাছ ধরার দৃশ্য দেখছি সবার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বরাবরের মত আজও আপনার পোস্টে সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র দেখতে পেলাম খুবই ভালো লাগলো দেখে বিশেষ করে নদীর ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে

 2 years ago 

আপনিও খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের কাছে শেয়ার করেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফির মাধ্যমে অনেকদিন পর ঘোড়াগাড়ির দেখার সৌভাগ্য হলো। আসলে এটা দেখতে কিন্তু ভালই লাগে। আরো দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

এখন তেমন একটা ঘোড়ার গাড়ি দেখাই যায়না আমিও অনেকদিন পর দেখলাম এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক বেশি তা আপনার অন্যান্য পোস্টগুলো দেখেও উপলব্ধি করতে পেরেছি। আর আজ আপনি অত্যন্ত চমৎকার চমৎকার ফটোগ্রাফির গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে বিকেল বেলা নদীর প্রাকৃতিক দৃশ্য টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি সবসময় গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য গুলো ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। সত্যি সকল ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে ঘোড়ার গাড়ি ফটোগ্রাফি এবং মাছ ধরার দৃশ্য আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গ্রাম বাংলার এসকল ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জেলেদের মাছ ধরার দৃশ্য এবং ঘোড়ার গাড়ির ছবিটি অসাধারণ লেগেছে আমার কাছে।
তাছাড়া প্রতিটি ছবি অসাধারণ ছিল।
বেশ ভালো কিছু ছবি তুলেছেন ভাই।
শুভেচ্ছা রইল 🥀

 2 years ago 

জেলের মাছ ধরার দৃশ্য এবং ঘোড়ার গাড়ির ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ! খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দেখতে খুব সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে দ্বিতীয় ফটোগ্রাফিটি খুব সুন্দর লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ‌‌।

 2 years ago 

নদীর পাড়ে সারিবদ্ধ ভাবে এভাবে নৌকা বাঁধা থাকে দৃশ্যটি দেখতে আমার কাছেও ভাল লেগেছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। নৌকার সারি তারপর খেলার মাঠ পুকুরে মাছ ধরা সন্ধ‍্যাকালীন নদীর পাড় সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

এই খেলার মাঠে আগে অনেক খেলাধুলা করতাম কিন্তু এখন আর আগের মতো খেলা হয় না। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 92456.60
ETH 3136.76
USDT 1.00
SBD 3.21