বৃষ্টিময় ছুটির দিন

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

হেলো বন্ধুরা

1000025787.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি ছুটির দিনে ঘুরাঘুরির পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।


1000025772.jpg

1000025777.jpg

1000025774.jpg

বন্ধুরা শুক্রবার মানেই তো ছুটি,তবে একটা কথা কি ছুটির দিনে যদি বৃষ্টি হয় তাহলে ছুটির মজা আর থাকে না।কারণ ছুটির দিনে ঘুরাঘুরি করা হয়না।আষাঢ় মাস যেহেতু চলছে বৃষ্টি হবে এটা সাভাবিক বিষয়। কালকে সারাদিন গুরি গুরি বৃষ্টির কারণে কোথাও যেতে পারি নাই।বিকেলের দিকে বৃষ্টি থামলে ভাবলাম কোথাও যেতে পারলাম না একটু বাইরে থেকে ঘুরে আসি আর চা খেয়ে আসি।


1000025783.jpg

1000025786.jpg

প্রথমে আমি নদিতে গেলাম।নদীর পানি অনেক বেড়েছে প্রচুর স্রোত হচ্ছে।নদীর পারেও তেমন মানুষের সমাগম নেই, বৃষ্টির দিন বিধায় এই অবস্থা। নদীর পার থেকে ব্রিজে উঠলাম এরপরে সেখানে কিছু সময় বসে রইলাম।বসে থাকার পরে ভাবলাম স্টেশন এ যাব সেখান থেকে এক কাপ চা খেয়ে আবার বাড়িতে ফিরে যাব।স্টেশন আমার অনেক পছন্দের একটা জায়গা রাত ১২-১ টা ব্যাপার না যখন চায়ের নেশা লাগে হাটতে হাটতে চলে আশি সেখানে।


স্টেশন জায়গাটা শুধু আমার না কম বেশি সবারই পছন্দের বিশেষ করে রাতের স্টেশন টা বেশি পছন্দ কতো সুন্দর চুপচাল। সেখানে বসে থাকা কুকুর গুলো যেনো নিজের কাছের কেউ হয়ে যায় মুহুর্তের মধ্যেই এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে।ভয় না পেলে তারা আপনার কাছে আসবে লেজ নারিয়ে বন্ধু হবার আহবান জানাবে।কিন্তু আপনি যদি ভয় পান সেও ভয় পাবে।স্টেশন আমার এই জন্য বেশি ভালো লাগে।


আমি স্টেশনে এলেই একটা মামার দোকান থেকেই চা ভা কফি খেয়ে থাকি, আমি আসলেই উনি বুঝে যান কি খাব।মামা আমাকে ছুটির দিন হিসাবে কফি আর অন্য দিন হিসাবে চা দেন। মামা আমার জন্য কফি বানাচ্ছেন আর আমি বসে আছি পিলারের নিচে।বৃষ্টির কারনে বাইরে একটু ঠান্ডা পরেছে।

কফি খেলে ঠান্ডা টা কেটে যাবে।কফি বানানো শেষ আমাকে দিয়ে গেলেন কফি।আমি খেতে থাকলাম বেশ দারুন ছিলো কফিটা ২০ টাকার কফি খেতে ভালোই দারুন।বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে।

1000013891.jpg



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 4 months ago 

আসলে সত্যি ভাইয়া ছুটির দিনে বৃষ্টি হলে ভালো লাগেনা। গতকাল যেহেতু শুক্রবার ছিল তাই আমাদের সবারই ইচ্ছা থাকে কোথাও না কোথাও ঘুরে আসতে। আমাদের গতকাল যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু আমাদের এখানেও কিছুটা মেঘলা ভাব থাকাতে কোথা যাওয়া হয়নি। যাইহোক আপনি কিন্তু গতকাল কিছুটা সময় ভালই উপভোগ করেছেন। নদীর পাড়ে হাঁটাহাঁটি করেছেন এরপর স্টেশনে গিয়ে চা খেয়েছেন। এরকম নদী আমাদের এখানে থাকলে আমিও গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়া আসতাম।

 4 months ago 

অনেক ধন্যবাদ আপু পোস্ট টা পরে মন্তব্য করার জন্য।

 4 months ago 

কি বলেন ছুটির দিনে বৃষ্টি হলেইতো মজা। ঘরে বসে আরাম করে বৃষ্টি উপভোগ করা যায়। তা অবশ্য ঠিক বাইরে কোনো কাজ থাকলে বা ঘুরতে যেতে চাইলে বৃষ্টির দিনে খুব সমস্যা। তারপরও তো আপনারা বেশ ভালোই ঘুরাফেরা করেছেন দেখছি। ভালো লাগলো দেখে।

 4 months ago 

আমার খারাপ লাগে বৃষ্টি হলে🙂😔

 4 months ago 

যেহেতু এখন বর্ষাকাল নদীর পানি বাড়াটাই স্বাভাবিক। এটা ঠিক বলেছেন ছুটির দিনে বৃষ্টি হলে আর ভালো লাগেনা। কারণ বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করা যায় না। তবে আবার বাসায় বসে ভালোই এনজয় করা যায় এই ওয়েদারটা। আপনার কাটানো মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। নদীর পাড়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

রাতের কুমারখালী স্টেশন অনেক দিন দেখি না। সত্যি খুবই ভালো লাগে। ছুটির দিনে বৃষ্টি হলে তো আমার বেশ ভালো লাগে অন্তত শান্তিতে ঘুমানো যায়। তবে হ‍্যা যারা ঘোরাঘুরি করে তাদের জন্য একটা সমস্যা এটা।

 4 months ago 

সারাদিন ঘুমালে আলসেমি লাগে।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67844.42
ETH 2429.36
USDT 1.00
SBD 2.35