সুচনা(ঘুরাঘুরি পোস্ট)

in আমার বাংলা ব্লগ3 months ago

হেলো বন্ধুরা

1000025889.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি দারুন ঘটনা নিয়ে পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।


1000025887.jpg

1000025885.jpg

1000025886.jpg

অনেম দিন ধরেই একটা মানুষের সাথে দেখা করতে চাচ্ছি কিন্তু সময়ের অভাবে হচ্ছে না।হয়তো তার সময় হয় আমার হয়না আবার আমার হয় তো তার হয়না এভাবেই চলছিলো।এরপরে উপরে তো আবার বৃষ্টি বাদলা রয়েছেই।তো ৭ তারিখ ঠিক করি দেখা করবোই।মানুষ টা স্পেশাল একজন।তো নির্রদিষ্ট একটা জায়গা আমরা বেছে নি এবং সেখানেই যাওয়ার উদ্দেশ্য করে আমি বের হয়।


1000025890.jpg

1000025897.jpg

1000025906.jpg

1000025910.jpg

1000025921.jpg

সকালের আবহাওয়া টা দারুন ছিল আমার কাছে বেশ ভালো লাগছিলো আকাশে কালো মেঘ ছিল না।তবে একটা কথা কি আষাঢ় এর মেঘের উপর বিশ্বাস না রাখাই ভালো কখন যে বৃষ্টি নেমে আসবে কল্পনা করা যায় না।তো আমি সিএনজি তে করে একাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে চলে আসলাম।এসে দেখি সে আসে নাই।


আমি একটা কফি অর্ডার করে বসে আছি।কফি দিয়ে গেলো খেতে থাকলাম এদিকে তার খোজ নেই ঘন্টা খানেক বসে থাকার পরে তার সাথে দেখা হলো।তো দুজনে মিলে বসলাম একটা টেবিলে এরপরে মেনু দেখে খাবার অর্ডার করলাম।ফ্রেঞ্চফ্রাই,চিকেন, আবারো কফি।তিনটা অর্ডার করলাম। খাবার আসতে একটু সময় লাগবে আমরা জায়গাটাতে ঘুরে ঘুরে ছবি তুলছিলাম।


আবহাওয়া ভালো থাকায় ছবির কালার ঠিক ঠাক আসছিলো।এদিকে আমাদের খাবার ও চলে আসছে।চিকেন মুখে দিতেই আমার কেমন জানি লাগছিলো আমি আর সেটা খেতে পারলাম না।একটা ফ্রেঞ্চফ্রাই খেতে খেতে হাটছিলাম আর সাথে যে ছিলো উনাকে বললাম না খেতে পারলে পারসেল করে বাসায় নিয়ে যেতে।জায়গা টা সুন্দর তবে খাবারের মান ততোটা ভালো না।সবাইকে ধন্যবাদ আবারো দেখা হবে।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বাহ তাহলে আপনি অনেক দিন পরে আবারো আপনার প্রিয় মানুষের সাথে দেখা করলে। খুব সুন্দর একটি জায়গা সিলেক্ট করলেন দুই জনে মিলে। সেই জায়গাটিতে আপনি গিয়ে আগে অপেক্ষা করলেন খুব সুন্দর মুহূর্ত কাটালেন। মজার খাওয়া দাওয়া করলেন ভালো লাগলো মুহূর্তটি পড়ে।

 3 months ago 

জী আপু সুন্দর মূহুর্ত ছিলো।ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এত সুন্দর একটি জায়গা যাওয়ার পর খাবার খেয়ে তৃপ্তি না হলে আসলেই ভালো লাগেনা। বিশেষ করে এই ধরনের ফাস্ট ফুড খাবার গুলো একটু বাজে হলে একদমই খাওয়া যায় না। খুব সুন্দর একটা জায়গায় ঘুরাঘুরি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

ভাইয়া স্পেশাল মানুষের সাথে তাহলে খুব সুন্দর জায়গায় দেখা করতে গেলেন ‌। তবে জায়গাটি অনেক সুন্দর। এসব জায়গাতে স্পেশাল মানুষের সাথে অন্যরকম অনুভূতি আসে। দেখতেছি ভালো খাওয়া দাওয়া করেছেন এবং কপিও খেলেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে তাই ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ফাস্ট ফুড গুলো ভালো লাগছিলো না।

 3 months ago 

স্থানটা দেখে কিছুটা চেনা চেনা মনে হল। তবে যাই হোক খুব সুন্দর ভাবে কিন্তু আপনি উপস্থাপন করেছেন এবং স্থানের সুন্দর সুন্দর চিত্র তুলে ধরেছেন। অনেক অনেক ভালো লাগলো এমন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আর পাশাপাশি রেস্টুরেন্টে উপস্থিত হয়ে খাওয়া-দাওয়ার মুহূর্ত। আর দীর্ঘদিনের অপেক্ষার বিষয়টাও তুলে ধরেছেন বেশ।

 3 months ago 

এটা কয়া ব্রিজের পাশেই ভাই দবির মোল্লা গেট এর সাইডে।

 3 months ago 

ভাইয়া আপনি তো দেখছি আপনার প্রিয় মানুষের সাথে সুন্দর একটি জায়গায় দেখা করেছেন। আপনারা দুজন মিলে খুব সুন্দর একটি জায়গা সিলেক্ট করেছেন। জায়গাটি দেখতে খুবই সুন্দর। আপনি খুব সুন্দর একটি জায়গায় গিয়ে আপনার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করেছেন এবং সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63702.19
ETH 2490.35
USDT 1.00
SBD 2.67