শোকের ছায়া

in আমার বাংলা ব্লগ17 days ago

হেলো বন্ধুরা


1000025877.jpg

এখান থেকে

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগটা।


আমাদের কমিউনিটিতে চলছে এক শোকের ছায়া আমাদের প্রিয় দাদার বাবা পরলোকগমন করেছেন।খবর টা শুনে অনেক খারাপ লেগেছিলো। সব চেয়ে চির সত্য মিত্যু আমাদের কে গ্রাস করে ফেলবে তা জানা সত্যেও বেচে থাকার জন্য আমাদের কতো চেষ্টা।মৃত্যু নিশ্চিত তবে এটা মেনে নিতে খুব কষ্ট হয়।বিশেষ করে যখন খুব কাচের কেউ মারা যান।

1000025878.jpg

এখান থেকে

বাবা হলেন আমাদের মাথার উপর থাকা ছায়া,মেঘ,বটববটবৃক্ষ। এই ছায়া যে হারায় সে যানে এটার অনুভব কেমন।এই ক্ষতটা সারানোর মতো ওশুধ আজ অবদি দুনিয়াতে তৈরি হয়নি।হয়তো আমরা পাশে থেকে তাকে শান্তনা দিয়ে যাব কিন্তু কখনো ক্ষতটা পুরন করে দিতে পারবো না।বাবা হারা ছেলে মেয়ে ছাড়া এই অনুভূতি টা বুঝবে না কেউ।

আজ থেকে দুই বছর আগে ঠিক এই জুলাই মাসে আমার বাবাও দুনিয়ার মায়া ছেড়ে পরলোকগমন করেন।দাদা আমাকে ইনবক্সে অনেক শান্তনা দিয়েছিলেন।কে জানতো এর ঠিক দুই বছর পরেই দাদার জীবনেও এই দিনটা চলে আসবে।পৃথিবীতে যদি সব কিছুর বিনিময়ে বাবা মা কে বাচিয়ে রাখা যেতো আমার বিশ্বাস প্রতিটি সন্তান সেটার জন্য চেষ্টা করতেন।

কারণ কেউ কখুনো মাথার উপর থাকা তাজ কে হারাতে চায়না।দাদার প্রতি শান্তনা ছাড়া দেবার মতো কিছুই নেই।দাদা এবং দাদার পরিবারকে এই কঠিন শোক সইতে পারা সক্ষমতা দান করুক।যেতে নাহি মন চাই তবু যেতে দিতে হয়।আমাদের কারোরি সেখানে যেতে দিতে ইচ্ছা হয়না তবুও কি দারুন সবাইকেই চলে যেতে হয়।এই শোক কাটিয়ে উঠার শক্তি দিন। 🙏



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

বাবা নামক বটবৃক্ষ যখন জীবন থেকে হারিয়ে যায় তখন সত্যিই অনেক খারাপ লাগে। আসলে যারা এই মানুষটিকে হারিয়েছে তারাই বুঝতে পারছে কষ্টটা কতটুকু। আপনার অনুভূতি আপনি আপনার লেখার মাঝে অনেক সুন্দর করে তুলে ধরেছেন।

 15 days ago 

ধন্যবাদ আপু।

 17 days ago 

আসলে দাদার কথা চিন্তা করে খুব খারাপ লাগছে। এতদিন একটা বট বৃক্ষের ছায়ার নিচে তারা বসবাস করত। কিন্তু এখন সে বট বৃক্ষ আর নেই। এই মায়া এবং সুখ কাটিয়ে ওঠার মতো নয়। যার বাবা নেই সেই বুঝে বাবা না থাকার কষ্টটা। যাই হোক ভাইয়া পোস্টটা পড়ে ভালো লাগলো।

 15 days ago 

ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

যার বাবা নেই সে জানে পৃথিবীটা কত কষ্টকর। আপনি সত্যি বলেছেন ভাই পৃথিবীতে যদি সবকিছুর বিনিময়ে পিতা-মাতাকে বাঁচিয়ে রাখা যেতো তাহলে প্রত্যেক সন্তান তার পিতা-মাতাকে বাঁচিয়ে রাখতো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি দাদার বাবার স্বর্গীয় আত্মা যেনো শান্তি পায়।

 15 days ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66902.93
ETH 3441.22
USDT 1.00
SBD 2.63