ভর্তা জাতীয় খাবার গুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া মান কচু ভর্তা আমার কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজাদার হবে। তাছাড়া যে কোনো ভর্তা রেসিপিতে একটু ঝাল বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভর্জা জাতীয় খাবার গুলো আসলেই অনেক ভালো লাগে আর যেকোন ভর্তায় ঝাল বাড়িয়ে দিলে বেশি মজা হয়।