লেভেল ৪ হতে আমার অর্জন -by @arpita007 তারিখ:২৭-১১-২০২৪||১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% abb-school কে

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামুয়ালাইকুম/আদাব 🌼 কেমন আছেন আমার বাংলা ব্লক কমিউনিটির সকল বাংলাদেশী এবং ইন্ডিয়ান বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি লেভেল ৪ এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত পরীক্ষামূলক পোস্ট করছি। লেভেল ৪ এর প্রফেসরদের ক্লাস থেকে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা শিখতে পেরেছি সেই অনুযায়ী লেভেল ৪ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

1000018411.jpg


লেভেল ৪ এর প্রশ্নপত্রের উত্তরসমূহ নিম্নে বর্ণিত করা হলো:

১.p2p কি?

উওর: p2p হলো person to person transfer । অর্থাৎ p2p একজন স্টিম ইউজারের ওয়ালেট থেকে অন্য স্টিম ইউজারের একাউন্টে STEEM,SBD এবং TRX ট্রান্সফার করাকে বোঝায়। p2p সম্পন্ন নিষিদ্ধ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাই এবং সেল এর ক্ষেত্রে। তবে যদি আমরা কাউকে ডোনেশন দিতে চাই অথবা কাউকে গিফট করতে চাই তাহলে অবশ্যই p2p করার সময় মেমোতে কারণ উল্লেখ করতে হবে।

২.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওর:
• প্রথমে এক্টিভ কি দিয়ে লগইন করে ওয়ালেটে যেতে হবে। তারপর স্টিম ডলারের পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। ড্রপডাউন মেনুতে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করতে হবে।

•এরপর to তে যাকে পাঠাতে চাই তার steem account username অর্থাৎ এখানে @level4test বসাতে হবে।

• amount এর ঘরে যত SBD পাঠাতে চাই তা লিখতে হবে অর্থাৎ 0.001 SBD বসাতে হবে।

• মেমো এর ঘরে যে কারণে SBD পাঠানো হচ্ছে সে কারণ উল্লেখ করতে হবে। অর্থাৎ আমি এখানে level4 test exam মেমো হিসেবে লিখতে হবে।

• এরপর next button এ ক্লিক করে সবকিছু ঠিক থাকলে ok button এ ক্লিক করে active Key দিয়ে sign in করলে SBD সেন্ড হয়ে যাবে।

স্কিনশর্টগুলো নিম্নে দেওয়া হল:

1000018432.jpg

1000018434.jpg

1000018433.jpg

1000018435.jpg

৩. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ
•ওয়ালেট লগইন করে নিতে হবে তারপর স্টিম এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। ড্রপডাউন মেনুতে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করতে হবে।

•এরপর to তে যাকে পাঠাতে চাই তার steem account username অর্থাৎ এখানে @level4test বসাতে হবে।

• amount এর ঘরে যত steem পাঠাতে চাই তা লিখতে হবে অর্থাৎ 0.001 steem বসাতে হবে।

• মেমো এর ঘরে যে কারণে steem পাঠানো হচ্ছে সে কারণ উল্লেখ করতে হবে। অর্থাৎ আমি এখানে level4 test exam মেমো হিসেবে লিখতে হবে।

• এরপর next button এ ক্লিক করে সবকিছু ঠিক থাকলে ok button এ ক্লিক করে active Key দিয়ে
sign in করলে steem সেন্ড হয়ে যাবে।

স্কিনশর্টগুলো নিম্নে দেওয়া হলো:

1000018418.jpg

1000018419.jpg

1000018421.jpg

1000018420.jpg

৪.Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ

•প্রথমে ওয়ালেট লগইন করতে হবে।তারপর থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। তারপর কারেন্সি মার্কেটে যেতে হবে।

•এরপর Buy Steem এ থাকা price এর ঘরে order book থাকা লোয়েস্ট প্রাইজ বসাতে হবে। এরপর amount এর ঘরে 0.1 SBD বসাতে হবে।

•এরপর Buy Steem বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে ok button করে কনফার্ম করতে হবে। এরপর active Key দিয়ে sign in করলে SBD থেকে Steem এ Convert হয়ে যাবে।

স্ক্রিনশটগুলো নিম্নে দেওয়া হলো:

1000018440.jpg

1000018444.jpg

1000018443.jpg

1000018442.jpg

৫.Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তরঃPolonix একাউন্ট খোলার জন্য আমাদের প্রথমেPolonixএ গিয়ে সাইন আপ এ ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি নতুন একাউন্ট খোলার একটি পেজ ওপেন হবে।তারপর ইমেইল এড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর ক্যাপচা ভেরিফাই করতে হবে । এরপর ইমেইল এ একটি কোড যাবে কোডটি কপি করে এনে ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে continue এ ক্লিক করলে একাউন্ট খোলা হয়ে যাবে।

স্ক্রিনশটগুলো নিম্নে দেওয়া হলো:

1000018405.jpg

1000018407.jpg

1000018408.jpg

1000018401.jpg

1000018410.jpg

1000018409.jpg

৬.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তরঃপ্রথমে Polonix site এ গিয়ে একাউন্ট লগইন করে নেব। এরপর ওয়ালেটে ক্লিক deposit /buy button এ ক্লিক করতে হবে।এরপর search অপশনে স্টিম লিখে সার্চ করতে হবে এবংনিচের দিকে স্টিম লেখা সিলেক্ট করতে হবে।স্টিম সিলেক্ট করলে একটি মেমো এবং ঠিকানা পাওয়া যাবে।মেমো এবং ঠিকানাটি কপি করতে হবে তারপর স্টিমেট ওয়ালেটে লগইন করতে হবে।কপি করা মেমো,ঠিকানা এবং এমাউন্ট বসাতে হবে। তারপর এক্টিভ কী দিয়ে সাইন ইন করতে হবে।তারপর এক্টিভিটি পেইজে গেলে ডিপজিটেড ব্যালেন্স দেখা যাবে।

স্কিনশর্টগুলো নিম্নে দেওয়া হলো:

1000018465.jpg

1000018468.jpg

1000018472.jpg

1000018466.jpg

1000018467.jpg

1000018470.jpg

1000018471.jpg

1000018420.jpg

৭.Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:

polonix এর steem কে USDT তে কনভার্ট:

•প্রথমে Polonix সাইটে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

•তারপর ওয়ালেটে গিয়ে spot এ ক্লিক করতে হবে। এরপর সার্চ অপশনে স্টিম লিখে সার্চ করতে হবে।
এরপর নিচে লেখা স্টিমে ক্লিক করতে হবে। এরপর trade option এ লেখা steem/USDT তে ক্লিক করতে হবে।

•এরপর sell বাটনে ক্লিক করব এবং অর্ডারবুক থেকে প্রাইস সিলেক্ট করে প্রাইসের ঘরে বসাবো এবং অ্যামাউন্টের ঘরে কত স্টিম কনভার্ট করব তা বসাতে হবে।

•এরপর sell steem বাটনে ক্লিক করার মাধ্যমে steem থেকে USDT কনভার্ট সম্পন্ন হবে।

স্কিনশর্টগুলো নিম্নে দেওয়া হলো:

1000018487.jpg

polonix এর trx কে USDT তে কনভার্ট:

•প্রথমে Polonix সাইটে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

•এরপর ওয়ালেটে গিয়ে spot এ ক্লিক করতে হবে।
এরপর সার্চ অপশনে Trx লিখে সার্চ করতে হবে।
এরপর নিচে লেখা Trx ক্লিক করতে হবে। এরপর trade option এ লেখা Trx/USDT তে ক্লিক করতে হবে।

•এরপর sell বাটনে ক্লিক করব এবং অর্ডারবুক থেকে প্রাইস সিলেক্ট করে প্রাইসের ঘরে বসাবো এবং অ্যামাউন্টের ঘরে কত Trx কনভার্ট করব তা বসাতে হবে।

•এরপর sell Trx বাটনে ক্লিক করার মাধ্যমে Trx থেকে USDT কনভার্ট সম্পন্ন হবে।

স্কিনশর্টগুলো নিম্নে দেওয়া হলো:

1000018486.jpg

পরিশেষে বলবো,আজকে আমার লেভেল ৪ এর লিখিত পরীক্ষা এই পর্যন্ত। লেভেল ৪ এর লিখিত পরীক্ষায় কোন ভুলত্রুটি হলে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন। যাতে ভুলগুলো সংশোধন করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 26 days ago 

অনেক অনেক ভালো লাগলো ছোট বোন আপনার এত সুন্দর পরীক্ষা দিতে দেখে। পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো অনেক সুন্দর ভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আশা করব এভাবে খুব শীঘ্রই ভেরিফাইড হওয়ার সুযোগ তৈরি করে নিবেন। পরামর্শ থাকবে, প্রথম থেকে এ পর্যন্ত প্রত্যেক লেভেলের শীটগুলো ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করুন।

 26 days ago 

আপনার পরামর্শগুলো অবশ্যই ফলো করবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 26 days ago 

1000018491.jpg

1000018494.jpg

1000018495.jpg

 26 days ago (edited)
 26 days ago 

লেভেল ৪ হতে আপনার অর্জন গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি খুব দ্রুত একজন ভেরিফাইড মেম্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

 25 days ago 

ধন্যবাদ ভাইয়া।

 25 days ago 

খুবই সুন্দর উপস্থাপন। ট্রান্সফার সম্পর্কে লেবেল চারে যা কিছু শেখানো হয় তার প্রতিটা বিষয় একদম স্বচ্ছ ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আশা করি খুব শীঘ্রই পরবর্তী লেভেল পার করতে পারবেন ইনশাল্লাহ।

 25 days ago 

ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26