//মা-বাবা//

\মা-বাবা\

IMG20210629184846-01.jpeg

            মা-বাবা
        ~আলমগীর কবির 

    মা' সে তো সিতল পাটি,
         গ্রীষ্মে ভিজায় মন।
    পৌষ মাসের   হিমময়তায়,
            চাদর সে জন।

    চৈত্র মাসে আগুন পরে,
            বাবা জোটায় নুন।
    মায়ের চোখে অনল দেখে,
            কাদে আমার অবুঝ মন।

    বর্ষার কালে বৃষ্টি পরে,
            ভাবে বাবার মন।
    এমন ভাবে বন্ধ হলো,
            কর্মের অসীম বন।

কৃষি প্রধান বাংলাদেশ। যেখানে অধিকাংশ মানুষই কৃষি কাজের সঙ্গে জড়িত।কারো কারো পরিবার টানতেই হাল ছুটে যায় এবং কেউ কেউ কাজের জন্য ছোটাছুটি করে । এখানে প্রত্যেক জন মানুষই কর্মের জন্য ছোটাছুটি করে দিন রাত।তার মাঝে প্রকৃতির নিলা-খেলা থমকিয়ে দেয় অনেকের জীবন। বর্ষাকালে বর্ষার প্রবল বর্ষণের কারণে মানুষ অনেক সময় কর্ম হারিয়ে ফেলেটানতে হয় নানা ধরনের দুঃখ-কষ্টের দুর্যোগ।চৈত্রের কাঠফাটা রোদে হাল চলে কিন্তু দুর্যোগের কারণে অনেকেই নিঃস্ব হয়ে পড়ে। তাই বলা যায় প্রকৃতিক দুর্যোগ এর দেশ এই বাংলাদেশ। তবুও ভালোবাসি বাংলাকে এবং সংসারের বোঝাটানা বাবা-মাকে। হয়তো মা-বাবার জন্যই সোনার দেশটার প্রতি গভির ভালোবাসার বন্ধন।

Sort:  

ভাইয়া তোমার বাবা-বানানটি হয়নি, ওটা ঠিক করে দিয়েন। তার সাথে ট্যাগ গুলো ভালো করে দিবেন।

ধন্যবাদ ভাইয়া। ট্যাগ সিস্টেম টা একটু বলে দেন প্লিজ

এগুলো, Steemexclusive betterlife bangladesh poetry bangla-bolg steem steemit

 4 years ago 

ভালো লিখেছ তুমি। তোমার জন্য শুভকামনা রইল ।ধন্যবাদ তোমাকে ।

 4 years ago 

পোস্টটা সুন্দর হয়েছে।

ধন্যবাদ।

 4 years ago 

আপনার লিখাটি সুন্দর হয়েছে, কবিতা টি ভাল।
তবে আপনি steemit এর markdown ব্যবহার করে পোস্ট টি আরো সুন্দর করতে হবে, আপনি এখনি edit করুন এটি,
এবং markdown এর ব্যবহার শিখতে এই পোস্ট টি দেখুনঃ
https://steemit.com/steemit/@katerinaramm/the-ultimate-steemit-markdown-guide

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 83106.38
ETH 2078.22
USDT 1.00
SBD 0.63