কল্প কথোপকথন

কল্প কথোপকথন
~আলমগীর কবির
ভবের কাজে ব্যস্ত তুমি,
কেন দাও না সারা প্রভুর কাছে দু'হাত খানি তুলি?
ব্যস্তবাগীশ খেয়েছে কি? প্রভুশক্তি কি?
তার হাতে ফুলের বাগান, তার হাতেই নরককুন্ড।

ভাবনা আমার এমন নহে!
ভাবছি নয়ন মেলি।
হিসাবের খাতা খুলে দেখি,বাকি কতো খানি!
হিসাব তব নাহি মেলে, বালিশ ভিগে নয়ন জলে।

জিজ্ঞাসিবো আজ আপনার কথা ভাবি!
তব সময় কথা পাবি।
শেষ বেলাই তো সন্ধ্যা নামে, দিনের আলো ছাড়ি।
সময় থাকতে আলো ধরো অন্ধকার নামি।

তবে শোন কান খুলি,
শেষ বেলাই পাবে না কিছু, দু'হাত খানি তুলি।
দু'হাত তোল প্রভুর তরে ব্যস্ততার মাঝখানে।
নয়তো জীবন বিফলে যাবে,
নরকের দুয়ার যাবে খুলি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95730.82
ETH 2731.31
SBD 0.68