জীবন সংসারের কিছু ধাপের পরিবর্তন

জীবন সংসারের কিছু ধাপের পরিবর্তন

সংসার শব্দটি যদিও ছোট এর ভাবার্থ অনেক বড় জীবনের অনেকটা সময় কেটে যায় ছোটবেলার আনন্দঘন মুহূর্তের মধ্যে মধ্য দিয়ে। তাই জীবনের আসল অর্থটি তখন বোঝা যায় না। বয়স এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে জীবনের অনেকটা পরিবর্তন আসে। জীবনটাকে নিতে হয় কষ্ট এবং সুখের মধ্য দিয়ে তখন দরকার হয় পরিবার,সংসার,আত্মীয়-স্বজন সকল কিছু,তাই জীবনের নির্দিষ্ট একটি সময়ে অনেক কিছু সহ্য করে যেতে হয়। ছেলে হয়ে জন্মগ্রহণ করা মানেই অনেক দায়িত্বের মাঝে ববন্দি। ছেলে হয়ে জন্মগ্রহণ করা মানেই নিজের পায়ে দারিয়ে কাওকে ভালোবাসা।
ছেলে হয়ে জন্মগ্রহণ করা মানেই পরিবারের সকলকে ভালো রাখার প্রত্যয় গ্রহণ করা। এটাই একটা ছেলের স্বভাব। সত্যিই আমার কোনো চিন্তা-ভাবনা আগে ছিলনা যে নিজের একটা বাড়ি লাগবে,একটা গাড়ি লাগবে এতকিছু লাগবে কিন্তু সময়ের পরিবর্তনে বলে দেয় কখন কি লাগবে। তাই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজ বাড়ি করার জন্য কর্মে লিপ্ত আমি।

বাড়ির কাজ চলোমানঃ

IMG20210724153145.jpg

প্রত্যেকটা মানুষের জীবন থেকেই এক একটি সিনেমা লেখা হয়ে যাবে।কারণ সিনেমার সিন গুলো মানুষের মাঝে হয়ে থাকে যদিও কিছুটা ব্যতিক্রম কিন্তু সত্যি মানুষের জীবনটা অনেক কঠিন এবং অনেক পরিশ্রমলব্ধ।

Sort:  
 4 years ago 

শুভেচ্ছা রইল বাড়ির কাজ ঠিকমত করো বোনের বিয়েটা ভালো ভাবে দাও ।তারপর লেখালেখির উপর মনযোগী হতে হবে ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 83106.38
ETH 2078.22
USDT 1.00
SBD 0.63