এলোমেলো কিছু ফটোগ্রাফী | |

in আমার বাংলা ব্লগ8 days ago (edited)
আসসালামুয়ালাইকুম / আদাব

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি ফটোগ্রাফী করতে খুব আগ্রহী।সময় সুযোগ পেলেই ছবি তুলার চেষ্টা করি।আজ আমি আমার তুলা কিছু ফটোগ্রাফী আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

ফটোগ্রাফী 📸 নং :-১

1000009649.jpg

Device - Pixel 7 Pro
What's 3 Word Location

ছবিটি তুলেছিলাম আমার ভার্সিটির নবম ফ্লোর থেকে। গতকয়েকদিন যাবৎ বেশ অনেক বৃষ্টি হচ্ছে।একদিন ল্যাব ক্লাস শেষে বাইরে বেরিয়ে দেখি আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছে যেন কালো মেঘ পুরো আকাশকে গ্রাস করে নেবে।আর সাথে বিস্তর ফাঁকা জায়গা সাথে কিছুটা শহরের ছুয়া ছবিটিকে এক ভিন্ন রূপ এনে দিয়েছে।

ফটোগ্রাফী 📸 নং :-২

1000009701.jpg

What's 3 Word Location

ছবিটি তুলেছিলাম চন্দ্রিমা উদ্যানে, পূর্বে যার নাম ছিল জিয়া উদ্যান। চন্দ্রিমা উদ্যান জায়গাটি বেশ সুন্দর, যারা গিয়েছেন তারা সবাই হয়ত আমার সাথে সহমত পোষণ করবেন। জায়গাটির শুন্দর্য আরো ফুটে উঠে রাতের বেলা। রাস্তার নিয়ন এবং লাল লাইটের আলোর সংমিশ্রণে এক ভিন্ন রূপ তৈরি হয়।

ফটোগ্রাফী 📸 নং :-৩

1000009705.jpg

What's 3 Word Location

ছবিটি আমার ভার্সিটি ক্যাম্পাসের ঠিক সামনের চিত্র।ক্লাস শেষে অনেক ছাত্র বাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। অনেকে বাসে উঠে তাদের বাসার দিকে রওনা দিয়েছে। ছবিটিতে ভার্সিটির কিঞ্চিৎ ব্যস্ততা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

ফটোগ্রাফী 📸 নং :-৪

1000009706.jpg

What's 3 Word Location

ছবিটি আজকে বিকেলে তুলেছি। আকাশ কালো মেঘে পুরো ছেয়ে গেছে।একটু পরেই শুরু হয়ে যায় বৃষ্টি।বেশ ভারী বৃষ্টিই হয়েছে। হাসপাতালের বারান্দা থেকে দাঁড়িয়ে ছবিটি তুলেছি।

ফটোগ্রাফী 📸 নং :-৫

1000009080.jpg

What's 3 Word Location

ছবিটি রেনডম রিকশায় যেতে যেতে তুলেছিলাম। ভার্সিটি থেকে বাসায় যাওয়ার পথে দেখি বিমান যাচ্ছে আকাশ পথে।তাই ভাবলাম দেখি ছবি তুলে । আকাশের মেঘে যেনো বিমানটি লুকিয়ে পড়তেছে।

ফটোগ্রাফী 📸 নং :-৬

1000009709.jpg

What's 3 Word Location

ব্যস্ত নগরী ঢাকার সহজাত একটি রূপরেখা।তবে শেষ বিকেলের আকাশের ডুবন্ত সূর্যের আভায় শহরের যান্ত্রিকতাকে কিছুটা ভুলানোর চেষ্টা। সারাদিনের কাজ কর্ম শেরে সবাই যখন শেষ বিকেলে বাড়ি ফিরে, ছবিটি সেই রূপরেখার একটি স্থিরচিত্র।

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1-ac52-ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

এলোমেলো খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 7 days ago 

ধন্যবাদ ভাই। আপনাদের কমেন্টগুলি পরে খুব ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 8 days ago 

অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার আজকের এই ফটোগুলো। আকাশে বিমান চলাচলের মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। এছাড়াও বেশ চমৎকারভাবে শহরের কিছু দৃশ্য আকাশের কিছু দৃশ্য ফটো ধারণ করেছেন এবং তা এ পোষ্টের মাঝে উপস্থাপন করেছেন। খুব ভালো লাগলো সুন্দর একটি পোস্টে দেখে।

 7 days ago 

ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান মতামত শেয়ার করার জন্য। আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইলো।

 8 days ago 

ভাইয়া সবগুলো ছবিই অসাধারণ হয়েছে। একদম চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।

 7 days ago 

ধন্যবাদ ভাই। আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57738.58
ETH 3102.81
USDT 1.00
SBD 2.34