আকাশের কিছু এলোমেলো স্থিরচিত্র | |

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)
আসসালামুয়ালাইকুম / আদাব

সকলকে জানাই ঈদের শুভেচ্ছা - ঈদ মোবারক❤️

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি ফটোগ্রাফী করতে খুব আগ্রহী।সময় সুযোগ পেলেই ছবি তুলার চেষ্টা করি।আকাশের রূপ কার না ভালো লাগে।সবার কাছেই আকাশের মুহূর্তের মাঝে বদলে যাওয়া, মেঘাচ্ছন্ন,নীল আকাশ সব রূপই উপভোগ্য।তাই আজ আমি আমার করা আকাশের কিছু ফটোগ্রাফী আপনাদের সাথে শেয়ার করব।


1000008864.jpg


What's 3 Word Location

Device - Pixel 7 Pro

ছবিটি তুলেছিলাম আমার ভার্সিটির সামনে থেকে। সারাদিনের ক্লাস শেষে যখন ভার্সিটি থেকে বের হই,তখন বাসের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখি আকাশ কি এক সুন্দর রূপ ধারণ করেছে।তারপর মনে হলো মুহূর্তটি ক্যামেরা বন্দি করে ফেলি। ছবিটি হালকা ইডিট করেছি আকাশের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলার জন্য।


1000008865.jpg


What's 3 Word Location

আকাশের নীল বর্ণের সাথে সাদা মেঘ মিলে এক অনন্য রূপ নেয়। ছবিটি আমার ভার্সিটির সামনের জায়গার। চারদিকে গাছপালার ভরা। আস্তে আস্তে সেইগুলোও কাটা পড়তেছে নতুন করে বিল্ডিং করার জন্য।তবে দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে।


1000008867.jpg


What's 3 Word Location

ব্যস্ত নগরী ঢাকার এমন ফাঁকা রাস্তা খুব কমই দেখা যায়।ছবিটি ঈদের ঈদের পরে তুলা,তাই রাস্তা ফাঁকা।সেই ফাঁকা রাস্তার উপর বর্ণিল আকাশ শহরের যান্ত্রিকতাকে ভুলিয়ে দিচ্ছে।

1000008868.jpg


What's 3 Word Location

যান্ত্রিক শহরে মাঝে মাঝেই আকাশের রূপ দেখে মন ভালো হয়ে যায়। জীবনের ব্যস্ততায় হঠাৎ যদি পথিমধ্যে এমন দৃশ্য দেখা যায় তখন ভালোই লাগে ।সবুজ গাছের পাতার সাথে আকাশের বর্ণিল রূপ সাথে যান্ত্রিক শহরের ব্যস্ততা সব মিলে এক ভিন্ন চিত্র তুলে ধরছে।

1000008917.jpg



What's 3 Word Location

ছবিটি ইডিট করে ব্ল্যাক এন্ড হোয়াইট করেছি একটু ভিন্ন ভাবে ভিন্ন রূপ দেয়ার জন্য। ছবিটি অনেকের কাছে ভালো লাগবে আবার কারো কাছে লাগবে না।তবে ছবিতে নতুনত্ব আনা হলে সবাই কিছু ভিন্ন রূপ দেখতে পায়।ছবিটি শহরের ব্যস্ততা এবং শহরের ব্যস্ত আকাশ সব মিলিয়ে একটু ভিন্ন রূপ নিয়েছে।


1000008916.jpg



What's 3 Word Location

ছবিটি ঈদের পরদিন তুলা। তখন কিছুসময় আগে বৃষ্টি থেমেছে। বিকেলের সময় সন্ধ্যায় হয়ে আসছিল, সাথে ছিল মৃদু বাতাস ।রাস্তায় তখন আমরা কয়েকজন মিলে হাঁটতে ছিলাম।তখন সবাই দাঁড়িয়ে প্রকৃতির সুন্দর্য উপভোগ করতেছিলাম। তখনই মুহূর্তটি ক্যামেরা বন্দি করে নেয়।

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1-ac52-ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনার ছবিগুলো অসাধারণ হয়েছে তবে এখানে লোকেশন গুলো ব্যবহার করতে হবে ঠিক যেমন ভাবে লেভেল তিনে শেখানো হয়েছিল।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া আমাদের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 months ago 

তোর করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। বেশ চমৎকারভাবে আকাশের ফটোগ্রাফি গুলো ক্যামেরা বন্দি করেছিস। অনেক শুভকামনা রইল তোর জন্য।

 3 months ago 

ধন্যবাদ বন্ধু ।আমার ছবিগুলো তোর কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
অনেক অনেক শুভকামনা রইলো তোর জন্য।ভালো থাকিস।

 3 months ago 

অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আকাশের সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে। বিশেষ করে নীল আকাশের সাদা মেঘ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে। আপনার ভার্সিটির সামনে থেকে ক্যাপচার করা ফটোগ্রাফিটা কিন্তু দারুন হয়েছে। দ্বিতীয় ফটোগ্রাফির নীল আকাশের সাদা মেঘ গুলো অনেক বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া দারুন সব আকাশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। আপনাদের ভালো লাগা দেখে আরও ফটোগ্রাফী করার উৎসাহ পায়।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 64451.72
ETH 2628.36
USDT 1.00
SBD 2.81