শীতের আগমনে গ্রামের সৌন্দর্য উপভোগ।
হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেকদিন যাবৎ অনুপস্থিত থাকার পর গতকাল থেকে আবার নিয়মিত পোস্ট করার চেষ্টা করতেছি।। ফ্যামিলি কারণে এবং নানান ঝামেলার কারণে মন স্থির করতে পারতেছিলাম না। তবে কিছুদিনের জন্য শহরের কোলাহল ছেড়ে গ্রামে গিয়ে মনটাকে সুস্থ করতে পেরেছি।আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি কিছুদিন আগেই আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। আসলে এখন সময়টা হচ্ছে নতুন পাকা ধন ঘরে তোলার।আমি যখন গিয়েছিলাম তখন প্রায় সব ক্ষেতের ধন প্রায় কাটা শেষ।অনেক আবার ধন কেটে জমিতে শুইয়ে রেখে দিয়েছে ধানের খড় ভালো ভাবে শুকানোর জন্য।এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পরা শুরু হয়েছে , তাই সকলের হালকা ঠাণ্ডার মাঝে গায়ে মৃদু রোদ লাগাতে ভালোই লাগে।সাথে সাথে এর কিছু উপকারিতাও আছে।আমার জানি যে - সকালের রোদে ভিটামিন ডি থাকে। ঢাকার মত বেস্ত এবং বন্দী শহরে সকালের ভিটামিন ডি যুক্ত রোদ লাগানোর তেমন সুযোগ হয়ে উঠে না, তাই গ্রামে গিয়ে সেটি আর মিস দেই নাই।প্রতিদিন সকালে হালকা রোদে বসে রোদ পুহাতাম।
এখন শহরে তেমন শীত না পড়লেই গ্রামের দিকে মোটামুটি শীত পরা শুরু হয়েছে।তাই বিকেলের সূর্যাস্তের মনোমুগ্ধকর সৌন্দর্যও উপভোগ করা যায়। সন্ধ্যার আগ মুহূর্তে কোয়াশার হালকা চাদরে আচ্ছাদিত প্রকৃতির রূপ দেখতে বেশ চমৎকার লাগে।এর সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় মাঠের বিস্তর কাটা ধানের ক্ষেতে নতুন রূপ।এই রূপ শুধু এই সিজনেই দেখতে পাওয়া যায়। গ্রামের এই সরল সুন্দর রুপগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আপনদেরও ভালো লাগার কথা। বাড়িতে যতদিন ছিলাম , ঠিক ততদিনই এই একই জায়গায় কিছুক্ষণ বসে সূর্যাস্ত দেখতাম।শুধু যে পাহাড়ে গেলেই প্রকৃতির রূপ উপভোগ করা যায় , তা কিন্তু নয়। চাইলে নিজের গ্রামের অথবা শহরের এমন সরল রূপও মনযোগ দিয়ে উপভোগ করা যায়।
সবাই সবার নিজ শহর অথবা গ্রামকে ভালোবাসে।তবে নিজের গ্রামের/ শহরের সৌন্দর্য সবাই উপভোগ করতে পারে না।আমিও আগে ঠিক এই ভাবে চিন্তা করতাম না।তবে ঢাকা শহরের মত যান্ত্রিক শহরে থাকতে থাকতে, গ্রামের এমন সরল রূপও অনেক সুন্দর লাগে এখন।মনে হয় যদি থেকে যেতে পারতাম আরও কিছুদিন।এখন এই খুবই সরল সৌন্দর্যও খুব ভালো লাগে। মনে প্রশান্তি যোগায়। বিশেষ করে কোন কারণে যদি মন ভালো না থেকে কিছুদিন গ্রামের এমন শান্ত সরল প্রকৃতির রূপ উপভোগ করলে মন আপনা আপনিই ভালো হয়ে যাবে।
হয়ত ছবিটি ভালো হয়নি , তাই তারাগুলো ভালোভাবে বুঝা যাচ্ছে না।তবে এখন প্রায় প্রতি রাতেই এমন তারায় ভরা আকাশের রূপ দেখা যায়। তারায় তারায় ছেয়ে যায় পুরো আকাশ। তখন আকাশ দেখতে অসম্ভব সুন্দর লাগে , যা উপস্থিত থেকে উপভোগ করতে পারলেই হয়ত সত্যিকারের সৌন্দর্য বুঝা যায়।সারাদিন ভালোই রোদ থাকে। দিনের সময় মনেই হবে না যে শীতকাল এসে পড়েছে ।তবে শহরে বুঝা না গেলেও গ্রামে রাতে ভালোই বুঝা যায় যে শীতকাল এসে পড়েছে। আসলে গ্রামের সৌন্দর্য বর্ণনা করার মত নয়।আমি আমার গ্রামকে খুব ভালোবাসি।সবাই নিজের গ্রামকে ভালোবাসবেন, তাহলেই নিজের গ্রামের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।
আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীতের সময় গ্রামীণ সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর গ্রামীণ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনি দারুন সময় কাটিয়েছেন আর অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো।
ধন্যবাদ আপু আপনার মুল্যবান মতামত শেয়ার করার জন্য।আপনি যথার্থই বলেছেন শীতের সময় গ্রামীণ সৌন্দর্য আরো বেড়ে যায়, যা দেখতে সবারই ভালোলাগে।
আপনার জন্য শুভকামনা রইলো।
ডেইলি টাস্ক -
অনেক সুন্দর লিখেছেন আপনি। আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে শীতের আগমনের সাথে সাথে গ্রাম-বাংলায় নতুন ধান গড়ে তোলা উপলক্ষে নবান্ন উৎসবের আয়োজনটি অত্যন্ত আকর্ষণীয় হয়। একই সাথে নতুন ধান দেখে প্রতিটি চাষের বুকে ফোটে অত্যন্ত সুখের হাসি।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।গ্রামের এক এক সময় এক এক রূপ ভালো লাগে।আর এই শীতকালের চিরচেনা রূপ হচ্ছে নতুন ধান ঘরে তোলার ধুম।
আপনার জন্য শুভকামনা রইলো।
শীতের সময় গ্রামীণ সৌন্দর্য গুলো দেখতে বেশ ভালো লাগে। তবে আপনি গ্রামে এসে শীতের সৌন্দর্য চমৎকারভাবে উপভোগ করেছেন। আসলে শীতের সময় প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ দেখতে এমনিতে ভালো লাগে। আর শীতের সময় রোদ্রে বসলেও অন্যরকম ভালো লাগে। আমি নিজেও গ্রামে থাকি এই কারণে গ্রামীন সৌন্দর্য সব সময় উপভোগ করি। আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই। আপনার কমেন্টি পরে ভালো লাগলো। আপনি অনেক সৌভাগ্যবান যে নিজ গ্রামে থেকে নিজের গ্রামের আসল সৌন্দর্য সবসময় উপভোগ করতে পারেন।
আপনার জন্য শুভকামনা রইলো।
শীতের আগমনের এমন সময় গ্রামের অসাধারণ এক সৌন্দর্য ফুটে উঠে। সত্যি চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। বিশেষ করে রাতের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইলো।