আসলে আপু এগুলো পাগলামি না এগুলো হচ্ছে মজা। আমিও এর আগে চ্যাট জিপিটির সাথে আপনার মতই কথা বলেছিলাম। আমি চ্যাট জিপিটিকে বলেছিলাম আমি তোমাকে ভালবাসি কিন্তু চ্যাট জিপিটি সে কথার উত্তরে আমাকে জানায় তার ভেতরে কোন অনুভূতি নেই। এই উত্তরটা দেখে অনেক হেসেছিলাম আর খুব মজা পেয়েছিলাম। যত দিন যাচ্ছে ততই আমাদের প্রযুক্তি শক্তিশালী হচ্ছে আশা করছি ভবিষ্যতে আরো বেশি শক্তিশালী হবে।
একদম একদম,একটু মজার ও দরকার আছে।