You are viewing a single comment's thread from:

RE: ।।আজ রইল বাঙালির একদিনের ভ্রমণ গন্তব্য, দীঘা।।

in আমার বাংলা ব্লগ9 months ago

ওয়াও দাদা ছুটি পেয়ে দীঘাতে ঘুরতে গিয়ে বেশ ভালোই করেছিলেন। শুনেছি কলকাতার দিঘা অনেক বড় সমুদ্র শুনেছি কলকাতার দিঘা অনেক সুন্দর এবং বিখ্যাত সমুদ্র সৈকত। কয়েকদিন আগেই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলাম সত্যি বলতে সমুদ্রের বিশালতা আমার কাছে অনেক ভালো লাগে। এই জায়গাটিতে আমার যাওয়ার খুব শখ আছে যদি কখনো ইন্ডিয়া যাই। অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং সেটা আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন পড়ে অনেক ভালো লাগলো দাদা।

Sort:  
 9 months ago 

অবশ্যই দীঘা আসুন। দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান ভ্রমণ গন্তব্য। এছাড়াও কলকাতা নিজেই ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষণ। তাই পশ্চিমবাংলা ট্যুরে আসতেই পারেন এবং কলকাতা, দীঘা, দার্জিলিং, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন এইসব জায়গা ঘুরে যেতেই পারেন। আমাদের দুই বাংলায় আজও আবেগ ও মনন বাঁধা আছে৷ কাঁটাতার তৈরি হয়, কিন্তু মননের বিভাজন হয় না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94042.59
ETH 2640.93
USDT 1.00
SBD 0.69