You are viewing a single comment's thread from:
RE: ABB Contest-57 || শেয়ার করলাম আমার ঢাউস ঘুড়ি বানানোর দক্ষতা ||
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগের এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভাই আমিও শৈশবে আপনার মতই প্রচুর ঘুড়ি উড়াতাম মনে হতো যেনো নিজেই উঠছি। আপনি দারুণ একটি ঢাউস ঘুড়ি তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। ঘুড়ি বানানো সম্পূর্ণ করে সেটা আকাশে উড়িয়েছেন এটা দেখে সব থেকে বেশি ভালো লাগলো। একটি ঘুড়ি বানানোর সার্থকতা তখনই লাভ করা যায় যখন ঘুড়িটি আকাশে উড়তে থাকে। এই প্রতিযোগিতায় আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।
অনেকদিন ঘুড়ি বানানো হয়েছিল না, আজকে প্রতিযোগিতার মাধ্যমে বেশ আনন্দ করে ঘুড়িটি বানিয়েছি। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আকাশে উড়িয়ে দেখার জন্য যাতে করে আপনারা এটা বুঝতে পারেন যে এটা আসলেই অনেক সুন্দর হয়েছে এবং আকাশে উঠতেছে।ধন্যবাদ।