You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৮
নতুন বিয়ের পরে বৌমা ও শাশুড়ির কথোপকথন
শাশুড়ি: বৌমা আজ থেকে সংসারে সকল দায়িত্ব তোমার।
বৌমা: শাশুড়ি মা তাহলে আপনার আঁচলে যে চাবিটা বাঁধা আছে সেটা দায়িত্ব আমাকে দিয়ে দিন।
শাশুড়ি: শুধু চাবিটার দায়িত্ব আমার অন্য সকল দায়িত্ব তোমার।
বৌমা: সকল দায়িত্ব যখন আমার। তাহলে তো আমার কথা মতোই চলতে হবে, আপনি রাজি তো?
শাশুড়ি: আচ্ছা ঠিক আছে মেনে নিলাম।
বৌমা: তাহলে এখন চাবিটা আমার কাছে দেন।
বৌমার কথা শুনে শাশুড়ির মাথায় তো বজ্রপাত। শাশুড়ি ভেবেছিল সবকিছু ভাগ করব ঠিকই কিন্তু তালগাছটা আমার মধ্যে রাখবো। কিন্তু বৌমার কথার জালে আটকায়ে শাশুড়ি রোহিঙ্গা হয়ে গেছে 😁😁😁
দাজ্জাল বউমা 😆
দজ্জাল মানে কি একদম ডিয়ারিং😁😁😁
ভাই শাশুড়ীকে শেষে রোহিঙ্গা বানিয়ে দিলেন। হা হা হা।
শাশুড়ি কথার প্যাঁচে পড়ে একদম নিঃস্ব হয়ে গেছে তাই রোহিঙ্গা বানিয়ে দিলাম 🙃🙃😁😁।