অবশ্যই দাদা গুরুজনের আদেশ মানতে হয়। তবে ফুচকার ব্যবসাটা কিন্তু সত্যি দারুন এবং লাভজনক। আপনার বন্ধু ফুচকা খায় না তাও বারোটা খেয়ে ফেলল আর আপনার তো কোনো কথাই নেই, তাতে দুজনে মিলে দোকান দিলে কাস্টমার হয়তো আর লাগবে না আপনাদের। আপনারা দুজনেই ক্রেতা দুজনেই বিক্রেতা 🙃। তবে পোস্টটা পড়ে অনেক মজা পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর উৎসাহ মূলক মন্তব্যের জন্য।আমাদের দোকানে আসার আমন্ত্রণ রইল।