ইউটিউব ভিলেজ ভ্রমণ- ১ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৩০ শে ডিসেম্বর, সোমবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় কৃত্রিম স্থানগুলো থেকে প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। তবে যেসব কৃত্রিম স্থানগুলোতে প্রকৃতির ছোঁয়া আছে সেসব জায়গাতেও ভ্রমণ করি। এবছরের শুরুর দিকে আমাদের পরিবারের মানুষদেরকে নিয়ে ইউটিউব ভিলেজে বেড়াতে গিয়েছিলাম। এখন আমি ইউটিউব ভিলেজ ভ্রমণের- ১ম পর্ব শেয়ার করবো।
আপনারা হয়তো অনেকেই ইউটিউব ভিলেজ এর নাম শুনেছেন। সবার ভ্রমণের জন্য বর্তমানে এই জায়গাটা অনেক ফেভারিট। আমাদের বাড়ি হতে ইউটিউব ভিলেজর দ্রুত মাত্র ৪ কিলোমিটার মতো। আমাদের বাড়ি থেকে অনেক কাছে হলেও আমি এই জায়গাটিতে মাত্র দুইবার গিয়েছি। এই জায়গাটা যে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এমনটা নয় আবার যে, খারাপ লাগে তাও নয়। ইউটিউব ভিলেজ পার্কের বিশেষত্ব হচ্ছে এই পার্কে অনেক রকম ফুলের গাছ আছে যেগুলো দেখলে মন ভরে যায়।
এই বছরের এপ্রিল মাসের শুরুর দিকে ছোট পিসিমণিরা আমাদের বাসায় এসেছিল। সিলেটে থাকার কারণে অনেকদিন পর পর আমাদের বাসায় আসে। সে সময় আমাদের বাসায় এসে বেশ কয়েকদিন ছিল তারপর বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে, ইউটিউব ভিলেজে ঘুরতে যাবো। সত্যি বলতে পরিবারের সবাই মিলে কোথাও গেলে অনেক সুন্দর সময় কাটানো যায়।
আমরা বিকালের দিকে দুইটি ভ্যান ভাড়া করে ইউটিউব ভিলেজ এর উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি ভ্যানের সাথে সাথে বাইক নিয়ে গিয়েছিলাম। আমার বাইকের পিছনে বসে ছিল আমার পিসেমশাই। মাত্র ১০-১৫ মিনিটের ভিতরে আমরা ইউটিউব ভিলেজ পার্কের সামনে পৌঁছে যায়। তারপর ইউটিউব ভিলেজ পার্কের সামনে বাইক গ্যারেজে রাখি। সে সময়ে বাইক গ্যারেজে রাখতে ২০ টাকা নিয়েছিল। তারপর পার্কের ভেতরে প্রবেশ করার জন্য জনপ্রতি ৫০ টাকা করে টিকিট কাটা হয়.
জনপ্রতি টিকিটের মূল্য ৫০ টাকা আমার কাছে অনেক বেশি লেগেছে। কারণ এর আগে যখন এসেছিলাম তখন এখানে ফ্রি ঢুকা যেত তারপর ২০ টাকার থেকে শুরু করে ৩০ টাকা ৪০ টাকায় এভাবে করতে করতে ৫০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য করা হয়েছে। এখানে আহামরি দেখার কিছুই নেই শুধুমাত্র ফুলের বাগান আর বাচ্চাদের খেলার কিছু জায়গা বাদে। সত্যি বলতে ৫০ টাকা টিকিটের মূল্য দেখে আমি অনেক হতাশ হয়ে ছিলাম। যদি এটা কোন শহরের ভেতর হতো তাহলে ঠিক ছিল।
কিন্তু গ্রামের ভেতরে এমন একটা জায়গাতে ৫০ টাকা টিকিটের মূল্যটা সত্যি বলতে অনেক বেশি। এখন ঘুরতে গিয়েছি মূল্য যেটাই হোক না কেন আমাদের ঘুরতে হবে। আর এমনটা ভেবেই মানুষ বেশি টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে থাকে। ইউটিউব ভিলেজ পার্ক এমন একটি জায়গা যেখানে টিকিটের মূল্য ৩০ টাকা করলে সেটা পারফেক্ট হয়।
যাই হোক আমরা সবাই মিলে ভেতরে ঢুকে দেখি বেশ ভালই মানুষের সমাগম ঘটেছে। বিকালের সময় অবশ্য মানুষজন একটু বেশিই থাকে। এখানে যে শুধু আশেপাশের লোকজন ঘুরতে আসে তা নয় অনেক দূরান্ত থেকেও ইউটিউব ভিলেজে ঘুরতে আসে।
আজকে এ পর্যন্তই আবার পরবর্তীতে অন্য একটি পোস্টে ইউটিউব ভিলেজ ভ্রমণের দ্বিতীয় পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৩ ই এপ্রিল ২০২৪ খ্রিঃ
লোকেশন: খোকসা, কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপনার ইউটিউব ভ্রমনের গল্প শুনে আমারও যেতে মনে চাইছে।ইউটিউব গ্রামটি কিন্তু বেশ সুন্দর । আপনি বেশ সুন্দর করে পুরো পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
পরিবারের সবাই মিলে যদি কোথাও ঘুরতে যাওয়া যায় সে ক্ষেত্রে আলাদা একটা মজা হয়। ইউটিউব ভিলেজ জায়গাটা অনেক সুন্দর কৃত্রিম হলেও সেই জায়গাটার সৌন্দর্য সবার কাছে ভালো লাগে। যাইহোক ইউটিউব ভিলেজ যাওয়ার প্রথম পর্ব আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।
ইউটিউব ভিলেজ জায়গাটা খুবই সুন্দর। এর আগেও কয়েকজনের পোস্টে জায়গাটা দেখে ছিলাম। আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখে ভীষণ ভালো লাগলো। আপনি এ পর্যন্ত দুইবার গিয়েছেন। প্রথম পর্ব টা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে।
ভ্রমন প্রিয় মানুষের কাছে ভ্রমণ করতে ভালো লাগবে এটাই স্বাভাবিক। ইউটিউব ভিলেজে অনেকবার যাওয়া হয়েছে গ্রাম্য পরিবেশের দারুন একটা পার্ক। সেখানে গেলে অনেক ভালো লাগা কাজ করে বিশেষ করে পরিবারকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর দারুন একটি জায়গা। অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছ দেখছি।
ইদানিং এটা বেশ জনপ্রিয় জায়গা হয়ে গিয়েছে। অনেক মানুষের সমাগম হয়। অথচ কয়েক বছর আগেও কেউ সেরকম যেত না। বেশ দারুণ লাগল আপনার পোস্ট টা। নিজের মানুষ দের সাথে সময় কাটানোর জন্য ইউটিউব ভিলেজে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনি এই ইউটিউব ভিলেজ ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি সবকিছু খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন এবং এখানে ফটোগ্রাফির পাশাপাশি আপনি বর্ণনার মাধ্যমে সবকিছু শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷