গান কভার: তিন পাগলে হলো মেলা..
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৫ ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে তি পাগলে হলো মেলা নদে এসে.. গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: তিন পাগলে হলো মেলা নদে এসে..
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদেয় এসে।।
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে।
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।।
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে।
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।।
পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাসে।
চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরেছে।।
এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত
আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির এই গানটি অর্থবহ একটি গান। এই গানের সম্পূর্ণ অর্থ অবশ্য আমি জানিনা তবে কয়েক লাইনের অর্থ অনুমানে বলতে পারবো। বহু বছর আগে ভারতের নদীয়া জেলায় তিনজন মহাপুরুষের জন্ম হয় এরা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু। এই তিনজন ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করে বেড়াতেন সারা ভারতবর্ষে। তখনকার দিনে যারা এই তিনজন মহাপুরুষের সংস্পর্শে যেতো হরিনাম এই মাতোয়ারা হয়ে যেতো। হরিনাম প্রচারের জন্য এই তিনজন মহাপুরুষের আবির্ভাব হয়েছিলো।
পোস্টের বিবরন
পোস্টের ধরন | কভার গান |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
তারিখ | ৫ ই সেপ্টেম্বর ২০২৪ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
আপনার গান যখনই শুনি তখনই ভালো লাগে ভাই। আপনার গলায় লালনগীতি এক অন্য পর্যায়ে নিয়ে যায়। প্রত্যেকদিন আপনার সুকন্ঠে লালনের গান শুনতে শুনতে হারিয়ে যাই কোন এক অচিন দেশে। এই গানটিও ভীষণ ভালো লাগলো। আরও ভালো ভালো গান আমাদের উপহার দিন। আমরাও আপনার সাথে গানে গানে মেতে উঠি অহরহ আর হারিয়ে যাই লালনের সঙ্গে।
বাহ্ দাদা আপনার চমৎকার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। লালনের গানগুলো যে, আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করে জেনে খুশি হলাম।
আপনার কন্ঠে লালন গীতি গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই জনপ্রিয় একটি লালন গীতি আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনি খুবই সুন্দর করে এই লালন গীতি টি পরিবেশন করার চেষ্টা করেছেন।
আমার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনার কণ্ঠে লালন গীতি শুনতে পেরে অনেক ভালো লাগলো। সত্যি আপনি অনেক সুন্দর গান করেন।আজ অনেক জনপ্রিয় একটা গান কভার করেছেন।তবে অনেক দিন শোনা হয় না। আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পরে আমার কন্ঠে গান শুনতে পেরে ভালো লেগেছে এটা জেনে খুশি হলাম আপু। লালন গীতি গান গুলো আপনাদের মাঝে পরিবেশন করতে ভীষণ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাই আপনার গান যখনই শুনি তখনই অন্য রকমের ভালোলাগা খুঁজে পাই। আজকের গানটিও দারুন হয়েছে। অসাধারণ গেয়েছেন আপনি। আপনার গানের গলায় বেশ দরদ আছে।
আমি সবসময় চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। কারণ লালনগীতি গান আমি ভীষণ পছন্দ করি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আপনার গাওয়া গান গুলো শুনতে বেশ ভালোই লাগে।আপনার গানের গলা ভীষণ সুন্দর।এই ধরনের গান গুলো এমনিতেই আমার পছন্দ।তবে আপনি বেশ সুন্দর ভাবে গুছিয়ে গানটি কভার করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি গানটি সুন্দরভাবে গুছিয়ে কভার করার জন্য। আপনার সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।
এই গানের প্রথম দুই লাইন নিয়ে আমরা ছোটবেলা অনেক মজা করতাম। বিশেষ করে কোন তিনজন মানুষ কে একসঙ্গে কোথাও যেতে দেখলেই এমনটা বলতাম হা হা। যদিও এই লাইনের অর্থ বোঝার মতো জ্ঞান তখন আমার ছিল না। অসাধারণ কভার করেছেন গানটা ভাই। এককথায় চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
হ্যাঁ ভাই আপনার মত আমরাও বেশ মজা করতাম। তিনজন কোথাও গেলে এই বলতাম যে, তিন পাগল যাচ্ছে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।