গান কভার: পাড়ে লয়ে যাও আমায়.. (লালনগীতি)

in আমার বাংলা ব্লগ6 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৪ ই ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।



কভার ফটো


1000171604.jpg

এই কভার ফটোটি ইনশর্ট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে পাড়ে লয়ে যাও আমায় গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য

গান:- লালনগীতি
এলবাম: সময় গেলে সাধন হবে না।
লিরিক্স: পাড়ে লয়ে যাও আমায়..
মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
কভার : অংকন বিশ্বাস



[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন


গান

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময় ..
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি।

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে,
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে,
আমি তোমা বিনে ঘোর সংকটে
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায় ..
পাড়ে লয়ে যাও আমায়,
আমি অপার হয়ে বসে আছি।

নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন,
নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন,
আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন,
তাইতে দেই দোহাই ..
পাড়ে লয়ে যাও আমায়,
আমি অপার হয়ে বসে আছি।

অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি,
অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি,
ফকির লালন বলে অকুলের পতি
ফকির লালন বলে অকুলের পতি,
কে বলবে তোমায় ?
পাড়ে লয়ে যাও আমায়।

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময় ..
পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত**


আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানটি আমার খুব প্রিয় একটা গান। সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য মানব জীবন ধারণ করে আমরা খুব কম সময়ের জন্য পৃথিবীতে আসি। তারপর মানব জীবন ধারণ করে সৃষ্টিকর্তার আরাধনা করার মাধ্যমে মানব জীবন থেকে মুক্তি লাভ করে। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমায়.. গানের এই কথাটুকু অর্থ হল যে, মানব জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সৃষ্টিকর্তার আশায় বসে থাকে মানুষ। সৃষ্টিকর্তার কৃপা না হলে কখনোই মানবজীবন থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির এই গানটি আমার কাছে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে এই গানটি রেকর্ডং করেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 6 days ago 
1000172016.jpg1000172015.jpg1000172017.jpg
 6 days ago 

আপনার গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন হ্যাংআউটে সরাসরি আপনার কন্ঠে গান গুলো শুনতে পারি তখন একদম শান্তভাবে শুনতেই থাকি। আপনি খুব সুন্দর একটি গান কভার করে শেয়ার করলেন। আপনার মিষ্টি মধুর কন্ঠে গানটি শুনতে অনেক বেশি ভালো লাগলো।

 6 days ago 

প্রত্যেকবারের মতোই খুব সুন্দর একটা লালন গীতি কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো আপনার আজকের গানটা শুনে। এটা আগে কখনো শোনা হয়নি। আপনার মাধ্যমে শুনতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর লালন গীতি কভার করে শেয়ার করার জন্য।

 6 days ago 

আরে বাহ্ ভাইয়া, আপনি আজকেও খুব সুন্দর একটা গান কভার করলেন। আপনার কন্ঠে সুন্দর একটা গান শুনতে পেয়ে তো খুব ভালো লাগলো। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর লালন গীতি গেয়ে থাকেন। আপনার কন্ঠে লালনগীতি গুলো শুনতে ভালো লাগে। পুরোটা শুনে আমার তো মনটাই খুব ভালো হয়ে গেলো।

 6 days ago 

ছেলেবেলা হতেই এই গানটি আমার বেশ প্রিয়। আমি প্রায় গানটি শুনি। আপনি বেশ দারুন কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুগ্ধ হলাম আপনার এমন দারুন একটি গান কভার শুনে।

 6 days ago 

আপনার লালনগীতি গুলো শুনতে আমার খুব ভালো লাগে। প্রত্যেকদিন হ্যাংআউট এ অপেক্ষা করে থাকি আপনার গান শুনবো বলে। এখানে যে গানটি গেয়েছেন সেটিও ভীষণ সুন্দর লাগলো। লালনের এত রকমের গান আপনার স্টকে আছে দেখলে সত্যিই অবাক হতে হয়।

 6 days ago 

আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা গান শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই গানটা কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম গান গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের গানটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনার খালি গলা যেমন সুন্দর তেমনি এই গানটাও খুব সুন্দর।

 6 days ago 

এই গানটি এর আগেও শুনেছি। বেশ চমৎকার একটি গান। প্রত্যেক সপ্তাহের মত আজকেও খুব সুন্দর একটি লালন গীতি কভার আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কন্ঠে লালনগীতি বেশ লাগে। অনেকবারই শুনেছি আপনার কন্ঠে লালনগীতি। আজকের গানটি অসাধারণ হয়েছে। চমৎকার একটি লালন গীতি কভার আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 5 days ago 

আপনি কিন্তু ভাইয়া চমৎকার লালন গীতি গান গেয়ে থাকেন। আপু আপনি অসাধারণ একটি লালনগীতি গান কমেন্ট করেছেন আমাদের মাঝে। আপনার কন্ঠে পাড়ে লয়ে যাও আমায় লালন গীতি গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আসলে আগে অনেকে লালন গীতি গান শুনতো। ধন্যবাদ আপনাকে সুন্দর করে গানটি আমাদের মাঝে কভার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96919.66
ETH 2712.79
SBD 0.62